Foreign Language|| ফরাসি ভাষায় স্নাতক-স্নাতকোত্তর পড়তে চান? কোথায় কীভাবে পড়বেন? জানুন...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Undergraduate Postgraduate degree in French Language: চন্দননগর ডুপ্লেক্স কলেজে ডিপার্টমেন্ট অফ হিউম্যানিটিস - এর আওতায় রয়েছে ফরাসি ভাষায় স্নাতক এবং স্নাতকোত্তর পড়ার সুযোগ। এই বিষয়ে পড়ার জন্য উচ্চ মাধ্যমিক স্তরে যে কোন বিভাগ থেকে পাশ করলেই আবেদন করা যাবে৷
#হুগলি: সবে মাত্র উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে৷ ভবিষ্যতে কি নিয়ে পড়বেন, তা নিয়ে এখন থেকেই ভাবতে শুরু করেছেন পড়ুয়া ও অভিভাবকরা৷ তবে কেউ যদি ফরাসি ভাষায় স্নাতক ও স্নাতকোত্তর পড়তে চান, তাঁরা হুগলি জেলার চন্দননগর ডুপ্লেক্স কলেজে ভর্তি হতে পারেন৷
চন্দননগর ডুপ্লেক্স কলেজে ডিপার্টমেন্ট অফ হিউম্যানিটিস - এর আওতায় রয়েছে ফরাসি ভাষায় স্নাতক এবং স্নাতকোত্তর পড়ার সুযোগ। এই বিষয়ে পড়ার জন্য উচ্চ মাধ্যমিক স্তরে যে কোন বিভাগ থেকে পাশ করলেই আবেদন করা যাবে৷
বর্তমানে বর্ধমান ইউনিভার্সিটির তত্ত্বাবধানে রয়েছে চন্দননগর ডুপ্লেক্স কলেজ। বহু প্রাচীন এই কলেজের সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতের নানান ইতিহাসের কাহিনী।বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী চারুচন্দ্র রায় একসময় ছিলেন এই কলেজের সহ-উপাচার্য। শহীদ বিপ্লবী কানাইলাল-এর মতো বীর ছাত্রদের তৈরি করেছে এই কলেজ।
advertisement
advertisement
আরও পড়ুন: কর্মসংস্থান লক্ষ্য! ফ্যাশন টেকনোলজিতে ফ্রি কোর্সের সুযোগ দিচ্ছে সরকার! জানুন বিস্তারিত...
কীভাবে আবেদন করবেন:
চন্দননগর ডুপ্লেক্স কলেজে স্নাতক স্তরে ভর্তির জন্য কলেজে এসে ফর্ম ফিলাপ করতে হবে। উচ্চমাধ্যমিকের প্রাপ্ত নম্বর অনুযায়ী কাট- অফ তৈরি হয়। কাট- অফ নম্বরের মধ্যে যদি আপনার প্রাপ্ত নম্বর চলে আসে তাহলে অনায়াসে আপনি ভর্তি হতে পারবেন ফরাসি ভাষার স্নাতক স্তরে পড়াশোনা করার জন্য৷
advertisement
আসন সংখ্যা: ৪০ টি৷
কোর্সের সময়সীমা : তিন বছর৷
মোট বেতন: ভারতীয় মুদ্রায় ৫,৩৪০ টাকা।
চন্দননগর ডুপ্লেক্স কলেজের ফরাসি ভাষার বিভাগীয় প্রধান বাসবী পাল জানালেন, ভারতে ফ্রান্সের রাষ্ট্রদূত, কলকাতায় ফ্রান্সের কনসাল জেনারেল, ভারতে ফ্রান্সের দূতাবাসের বিশিষ্ট ব্যক্তিরা, দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির অংশ হিসাবে মাঝে মাঝেই এই বিভাগে যাতায়াত করেন। রাষ্ট্রদূত আলেকজান্ডার জিগলারবেশ কয়েকবার কলেজ পরিদর্শনে এসেছিলেন। কলকাতায় ফরাসি কনস্যুলেটের সাংস্কৃতিক শাখা বিভাগটির সাথে যোগাযোগ রক্ষা করে চলেছে।
advertisement
ডুপ্লেক্স কলেজের ফরাসি বিভাগের শিক্ষকরা প্রায়শই অ্যালায়েন্স ফ্রান্সেস ডু বেঙ্গলে আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষামূলক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ পান। এই বিভাগের শিক্ষার্থীরা বিভিন্ন কার্যক্রমে অংশও নেন৷ চন্দননগর কলেজের ফরাসি বিভাগের সমৃদ্ধ ও গৌরবময় ঐতিহ্য রয়েছে।
Rahi Haldar
Location :
First Published :
April 28, 2022 9:22 PM IST