Choose France Tour 2023: ফ্রান্সে উচ্চশিক্ষা এখন হাতের মুঠোয়, স্কলারশিপ থেকে ভিসা সব মিলও, সুযোগ এনে দিল ‘চুজ ফ্রান্স ট্যুর’, রয়েছে কাজের সুযোগও

Last Updated:

শিক্ষার্থীরা ভর্তুকিযুক্ত ফি, ফরাসি ভাষার প্রশিক্ষণ এবং সহজে ভিসাও পাবেন। আর ফরাসি ভাষা জানা থাকলে ভারতীয়দের কাজের সুযোগও বেশি।

ফ্রান্সে উচ্চশিক্ষা এখন হাতের মুঠোয়, স্কলারশিপ থেকে ভিসা সব মিলও, সুযোগ এনে দিল ‘চুজ ফ্রান্স ট্যুর’
ফ্রান্সে উচ্চশিক্ষা এখন হাতের মুঠোয়, স্কলারশিপ থেকে ভিসা সব মিলও, সুযোগ এনে দিল ‘চুজ ফ্রান্স ট্যুর’
কলকাতা: উচ্চশিক্ষার জন্য ফ্রান্সে যাওয়ার ইচ্ছা? কলকাতার পড়ুয়াদের সেই সুযোগ এনে দিল ‘চুজ ফ্রান্স ট্যুর’। শিক্ষামেলার আয়োজন করেছে ফ্রান্সের ৫০টি অ্যাকাডেমিক প্রতিষ্ঠান। পড়ুয়াদের পড়াশোনার সহজ ব্যবস্থা করে দিচ্ছে তারা। শিক্ষার্থীরা ভর্তুকিযুক্ত ফি, ফরাসি ভাষার প্রশিক্ষণ এবং সহজে ভিসাও পাবেন। আর ফরাসি ভাষা জানা থাকলে ভারতীয়দের কাজের সুযোগও বেশি।
২০৩০ সালের মধ্যে ৩০ হাজার ভারতীয় ছাত্রকে সে দেশে পড়াশোনার ব্যবস্থা করে দেওয়ার লক্ষ্য নিয়েছে ফরাসি সরকার। এই উদ্যোগে শামিল হয়েছে বিশ্ববিদ্যালয় এবং কলেজ-সহ ৫০টির মতো ফরাসি শিক্ষা প্রতিষ্ঠান। চলতি বছর ৪ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চেন্নাই, কলকাতা, দিল্লি এবং মুম্বইতে অনুষ্ঠিত হচ্ছে ‘চুজ ফ্রান্স ট্যুর’। অনুষ্ঠানের আয়োজন করেছে ভারতের ফ্রেঞ্চ ইনস্টিটিউট, ফরাসি দূতাবাসের শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান শাখা এবং ফরাসি সরকারের অধীনস্থ সংস্থা ক্যাম্পাস ফ্রান্স।
advertisement
advertisement
কলকাতায় ফ্রান্সের কনস্যুলেট জেনারেল দিদিয়ের তালপেন বলেন, ‘২০৩০ সালের মধ্যে ৩০ হাজার ভারতীয় ছাত্রকে ফ্রান্সে পড়াশোনার ব্যবস্থা করে দিতে চান রাষ্ট্রপতি ইমান্যুয়েল ম্যাক্রোঁ। বর্তমানে এই সংখ্যা ১০ হাজারের কম। আগামী সাত বছরের মধ্যে এটাকে তিন গুণ বাড়াতে হবে। তাই ভারতীয় পড়ুয়াদের বলব, আপনারা ‘চুজ ফ্রান্স ট্যুর’ বেছে নিন। চেন্নাইতে প্রায় ৯০০ পড়ুয়া উপস্থিত ছিলেন। কলকাতায় ১৫০০ থেকে ২০০০ পড়ুয়ার উপস্থিত থাকবেন বলে আশা করি। শিক্ষাক্ষেত্রে একাধিক অনুদান দেয় ফরাসি সরকার। অধিকাংশ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বেশিরভাগ খরচও সরকার দেয়। তাই ফ্রান্সে উচ্চ শিক্ষা অর্থনৈতিক দিক থেকেও সুবিধাজনক’।
advertisement
অনুষ্ঠান সম্পর্কে ভারতের ফ্রেঞ্চ ইনস্টিটিউটের কান্ট্রি ডিরেক্টর ইমানুয়েল লেব্রুন-ডেমিয়েন্স বলেন, ‘‘শিক্ষা ক্ষেত্রে ভারত এবং ফ্রান্সের মধ্যে চুক্তি রয়েছে। একে অপরের প্রতিষ্ঠানে সহজে ভর্তি হতে পারেন পড়ুয়ারা। শিক্ষাক্ষেত্রে ভারতীয় পড়ুয়াদের উপস্থিতি দুই দেশের বন্ধুত্ব আরও মজবুত করবে। ক্লাসগুলিও হয়ে উঠবে বৈচিত্রময়।’’ এখানেই শেষ নয়। তাঁর আশ্বাসবাণী, ‘‘ছাত্র বিনিময় বাড়ানোর পাশাপাশি স্নাতক হওয়ার পর পড়ুয়াদের চাকরি খুজতেও সাহায্য করা হবে।’’
advertisement
ভারতীয় পড়ুয়ারা ম্যানেজমেন্ট, ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, আর্ট, হিউম্যানিটিজ, হসপিটালিটি-সহ প্রায় ১৭০০টি বিষয়ে পড়াশোনার সুযোগ পাবেন। পড়াশোনা হবে ইংরেজিতে। ভারতীয় ছাত্রদের জন্য বিনামূল্যে কাউন্সেলিং সেশন, বৃত্তির ব্যবস্থা করেছে ক্যাম্পাস ফ্রান্স। ভিসা এবং ফ্রান্সের ছাত্রজীবনের খুঁটিনাটি সম্পর্কেও জানতে পারবেন তাঁরা।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Choose France Tour 2023: ফ্রান্সে উচ্চশিক্ষা এখন হাতের মুঠোয়, স্কলারশিপ থেকে ভিসা সব মিলও, সুযোগ এনে দিল ‘চুজ ফ্রান্স ট্যুর’, রয়েছে কাজের সুযোগও
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement