Mukesh Ambani in Badrinath: নভেম্বরে বন্ধ হয়ে যাবে পুণ্যধাম, বদ্রীনাথের দর্শনার্থে উপস্থিত হলেন মুকেশ আম্বানি
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Mukesh Ambani in Badrinath: প্রতি বছরই নিয়ম করে বদ্রীনারায়ণের দর্শন করে যান শিল্পপতি। এ বছরও তার অন্যথা হয়নি।
চামোলি, উত্তরাখণ্ড: তীর্থক্ষেত্র তুষারে আবৃত হতে চলেছে শীঘ্রই। স্পষ্ট করে বললে চলতি বছরের নভেম্বরে বদ্রীনাথধাম বন্ধ হয়ে যাওয়ার কথা। তার আগেই তাই দেবতার দর্শনের জন্য নেমেছে ভক্তদের ঢল। বদ্রীনাথের দ্বার রুদ্ধ হওয়ার আগেই তাই পুণ্যতীর্থে পৌঁছে গেলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের অধিকর্তা মুকেশ আম্বানি।
তবে, এটা প্রথমবার নয়। প্রতি বছরই নিয়ম করে বদ্রীনারায়ণের দর্শন করে যান শিল্পপতি। এ বছরও তার অন্যথা হয়নি। অন্য বারের মতো এবারেও তিনি অংশগ্রহণ করেছেন বদ্রীবিশালের বিশেষ পুজোয়।
Reliance Industries Chairman Mukesh Ambani reaches Badrinath to offer prayers at the Badrinarayan Temple#MukeshAmbani #BadrinarayanTemple pic.twitter.com/LbAIXGFbkb
— News18 (@CNNnews18) October 12, 2023
advertisement
advertisement
জেড ক্যাটাগরির নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে মন্দিরের গিয়ে পৌঁছেছেন তিনি। তাঁকে সেখানে মালা দিয়ে স্বাগত জানিয়েছেন বদ্রীনাথ কেদারনাথ মন্দির কমিটির চেয়ারম্যান, ভাইস প্রেসিডেন্ট এবং বিকেটিসির প্রাক্তন সিইও বি ডি সিং।
advertisement
গত বছরেও কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানির বাগদত্তা রাধিকা মার্চেন্টকে সঙ্গে নিয়ে কেদারনাথ এবং বদ্রীনাথ ধামে পুজো দিয়ে এসেছিলেন আম্বানি। দেশের পুণ্যতীর্থ ভ্রমণের জন্য প্রসিদ্ধ এই পরিবার, গত মাসেই স্ত্রী নীতা আম্বানি এবং অন্য পারিবারিক সদস্যদের সঙ্গে মুকেশ পুজো দিয়ে আসেন মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে। তার কিছু পরেই বাসভবন অ্যান্টিলিয়া সেজে ওঠে গণেশ উৎসব উপলক্ষ্যে। সেপ্টেম্বরে আবার ঘুরে এসেছেন রাজস্থানের নাথদ্বারের শ্রীনাথজি মন্দির থেকে।
advertisement
তবে, শুধুই ঈশ্বরের ধ্যান নয়, দানকার্যেও এই পরিবারের মহত্ব সমতুল্য। সংবাদসংস্থা পিটিআই-এর এক প্রতিবেদন অনুসারে কেরলের গুরুভায়ুর মন্দিরে কৃষ্ণবন্দনার পরে অন্নদানম ফান্ডে ১.৫১ কোটি টাকা দান করেন রিলায়েন্স কর্তা। সমপরিমাণ অর্থ দান করেন অন্ধ্রপ্রদেশের তিরুপতি বালাজি মন্দির দর্শনকালেও।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
October 12, 2023 10:24 AM IST