Railway Vacancy: কোনও পরীক্ষা দিতে হবে না, আবেদনের শিক্ষাগত যোগ্যতা দশম শ্রেণি! অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি জারি, বিস্তারিত দেখে নিন
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Railway Vacancy: রেলে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। রেলের উত্তর শাখায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল৷
রেলে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। রেলের উত্তর শাখায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল৷ দশম শ্রেণি উত্তীর্ণ যারা আইটিআই পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন৷ ৪,১১৬ শূন্যপদে নিয়োগ করা হবে৷ ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা RRC NR এর অফিসিয়াল ওয়েবসাইট rrcnr.org এ গিয়ে ফর্ম পূরণ করতে পারেন।
তবে আরআরসি এনসিআর-এর পক্ষ থেকে স্পষ্ট জানান হয়েছে এটি একটি ট্রেনিং প্রোগ্রাম৷ রেলওয়ে অ্যাপ্রেন্টিস নিয়োগ মানেই চাকরি দেওয়া নয়৷ RRC নর্দান রেলওয়ে রিক্রুটমেন্ট ২০২৫ এর আবেদন প্রক্রিয়া ২৫ নভেম্বর ২০২৫ থেকে শুরু হবে। RRC দ্বারা জারি করা নোটিফিকেশন অনুযায়ী, অ্যাপ্রেন্টিস পদে মোট ৪১১৬ শূন্যপদে নিয়োগ করা হবে৷
advertisement
advertisement
| আবেদনের তারিখ শুরু | ২৫ নভেম্বর ২০২৫ |
| আবেদন শেষ তারিখ | ২৪ ডিসেম্বর ২০২৫ |
| মেরিট লিস্ট প্রকাশের সম্ভাব্য তারিখ | ফেব্রুয়ারি ২০২৬ |
| মোট শূন্যপদ | ৪,১১৬ |
| নির্বাচন প্রক্রিয়া | ১০ম শ্রেণীতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে |
| আবেদনের ফি | ১০০ টাকা, সংরক্ষিত শ্রেণী এবং মহিলাদের জন্য কোনো ফি নেই |
| নোটিফিকেশন লিঙ্ক | RRC NR Apprentice 2025 Notification PDF |
advertisement
কীভাবে আবেদন করবেন?
প্রথমে RRC NR এর অফিসিয়াল ওয়েবসাইট rrcnr.org এ যান।
হোমপেজে ‘Apply Online for Act Apprentices 2025’ লিঙ্কে (২৫ নভেম্বর থেকে) ক্লিক করুন।
মোবাইল নম্বর এবং ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করুন।
জেনারেট হওয়া ক্রেডেনশিয়ালসের সাহায্যে (রেজিস্টার্ড মোবাইল নম্বর এবং ইমেইলে পাওয়া যাবে) লগ-ইন করুন।
advertisement
প্রয়োজনীয় ডিটেলস দিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করুন।
প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করুন এবং ফি জমা দিয়ে সাবমিট এ ক্লিক করুন।
আপনার ফর্ম জমা হয়ে যাবে, ভবিষ্যতের জন্য কনফার্মেশন পেজ ডাউনলোড করে তার প্রিন্টআউট নিয়ে নিন।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
November 21, 2025 1:38 PM IST

