#নয়াদিল্লি: সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে শর্ট সার্ভিস কমিশনে (Short Service Commission) প্রবেশের কাজ শুরু হয়েছে। দেশের তরুণ-তরুণীরা যাঁরা সেনাবাহিনীতে কাজ করতে আগ্রহী ও যোগ্য তাঁরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ভারতীয় সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে joinindianarmy.nic.in গিয়ে খোঁজ নিতে পারেন।
Indian Army NCC Special Entry Scheme Recruitment: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ৫ অক্টোবর থেকে। প্রার্থীদের আগামী ৩ নভেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্র জমা দিতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পাওয়া যাবে।
Indian Army NCC Special Entry Scheme Recruitment: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
কমিশনের তরফে মোট ৫৫টি শূন্যপদ পদ রয়েছে বলে জানানো হয়েছে ।
আরও পড়ুন- ভারতীয় ডাক বিভাগে একসঙ্গে ২২১ পদে নিয়োগ! সরকারি চাকরির আবেদন করুন আজই
এনসিসি (পুরুষ): ৫০টি পদ
এনসিসি (মহিলা): ৫টি পদ
Indian Army NCC Special Entry Scheme Recruitment: বয়সসীমা
১ জানুয়ারি, ২০২১ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়সসীমা ১৯ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: ভারতীয় সেনা
পদের নাম: এনসিসি স্পেশ্যাল এন্ট্রি স্কিম
শূন্যপদের সংখ্যা: ৫৫
কাজের স্থান: কিছু জানানো হয়নি
কাজের ধরন: ট্রেনিং সংক্রান্ত
নির্বাচন পদ্ধতি: কিছু জানানো হয়নি
আবেদন প্রক্রিয়া শুরু: ০৫.১০.২০২১
শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ দিন: ০৩.১১.২০২১
Indian Army NCC Special Entry Scheme Recruitment: কীভাবে আবেদন করতে হবে?
স্টেপ-১ ভারতীয় সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে joinindianarmy.nic.in গিয়ে প্রথমে ‘অফিসার এন্ট্রি অ্যাপ্লাই/ লগ ইন’ অপশনে ক্লিক করতে হবে।
স্টেপ-২ এর পর রেজিস্ট্রেশনের লিঙ্কে ক্লিক করে প্রার্থীদের নিজেদের নাম রেজিস্টার করতে হবে। যদি কোনও প্রার্থীর নাম আগে থেকেই রেজিস্টার করানো থাকে তাহলে পুনরায় রেজিস্টার করানোর প্রয়োজন নেই।
স্টেপ-৩ নতুন প্রার্থীদের অফিসিয়াল নোটিফিকেশনটি ভালো করে পড়ে নিয়ে সমস্ত তথ্য সহযোগে নিজেদের নাম রেজিস্টার করাতে হবে।
স্টেপ-৪ রেজিস্ট্রেশন প্রক্রিয়া সমাপ্ত হলে ফর্ম পূরণের জন্য প্রার্থীদের প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট আপলোড করতে হবে। এর পর প্রার্থীদের আবেদনপত্রটি ভালো ভাবে দেখে নিয়ে আবেদনপত্র জমা করাতে হবে।
স্টেপ-৫ প্রার্থীরা ভবিষ্যতের সুবিধার্থে ফর্মের এক কপি প্রিন্ট করিয়ে রাখতে পারেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।