Indian Army Recruitment 2021: দেশের সেবা করার সুযোগ! ভারতীয় সেনাবাহিনীতে NCC-ভিত্তিক নিয়োগ
- Published by:Suman Majumder
Last Updated:
বিশদে জানতে প্রার্থীরা ভারতীয় সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে joinindianarmy.nic.in গিয়ে খোঁজ নিতে পারেন।
#নয়াদিল্লি: সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে শর্ট সার্ভিস কমিশনে (Short Service Commission) প্রবেশের কাজ শুরু হয়েছে। দেশের তরুণ-তরুণীরা যাঁরা সেনাবাহিনীতে কাজ করতে আগ্রহী ও যোগ্য তাঁরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ভারতীয় সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে joinindianarmy.nic.in গিয়ে খোঁজ নিতে পারেন।
Indian Army NCC Special Entry Scheme Recruitment: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ৫ অক্টোবর থেকে। প্রার্থীদের আগামী ৩ নভেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্র জমা দিতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পাওয়া যাবে।
advertisement
Indian Army NCC Special Entry Scheme Recruitment: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
advertisement
কমিশনের তরফে মোট ৫৫টি শূন্যপদ পদ রয়েছে বলে জানানো হয়েছে ।
এনসিসি (পুরুষ): ৫০টি পদ
এনসিসি (মহিলা): ৫টি পদ
Indian Army NCC Special Entry Scheme Recruitment: বয়সসীমা
১ জানুয়ারি, ২০২১ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়সসীমা ১৯ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: ভারতীয় সেনা
পদের নাম: এনসিসি স্পেশ্যাল এন্ট্রি স্কিম
শূন্যপদের সংখ্যা: ৫৫
কাজের স্থান: কিছু জানানো হয়নি
কাজের ধরন: ট্রেনিং সংক্রান্ত
নির্বাচন পদ্ধতি: কিছু জানানো হয়নি
আবেদন প্রক্রিয়া শুরু: ০৫.১০.২০২১
শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ দিন: ০৩.১১.২০২১
advertisement
Indian Army NCC Special Entry Scheme Recruitment: কীভাবে আবেদন করতে হবে?
স্টেপ-১ ভারতীয় সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে joinindianarmy.nic.in গিয়ে প্রথমে ‘অফিসার এন্ট্রি অ্যাপ্লাই/ লগ ইন’ অপশনে ক্লিক করতে হবে।
স্টেপ-২ এর পর রেজিস্ট্রেশনের লিঙ্কে ক্লিক করে প্রার্থীদের নিজেদের নাম রেজিস্টার করতে হবে। যদি কোনও প্রার্থীর নাম আগে থেকেই রেজিস্টার করানো থাকে তাহলে পুনরায় রেজিস্টার করানোর প্রয়োজন নেই।
advertisement
স্টেপ-৩ নতুন প্রার্থীদের অফিসিয়াল নোটিফিকেশনটি ভালো করে পড়ে নিয়ে সমস্ত তথ্য সহযোগে নিজেদের নাম রেজিস্টার করাতে হবে।
স্টেপ-৪ রেজিস্ট্রেশন প্রক্রিয়া সমাপ্ত হলে ফর্ম পূরণের জন্য প্রার্থীদের প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট আপলোড করতে হবে। এর পর প্রার্থীদের আবেদনপত্রটি ভালো ভাবে দেখে নিয়ে আবেদনপত্র জমা করাতে হবে।
স্টেপ-৫ প্রার্থীরা ভবিষ্যতের সুবিধার্থে ফর্মের এক কপি প্রিন্ট করিয়ে রাখতে পারেন।
Location :
First Published :
October 06, 2021 5:00 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Indian Army Recruitment 2021: দেশের সেবা করার সুযোগ! ভারতীয় সেনাবাহিনীতে NCC-ভিত্তিক নিয়োগ