Income Tax Dept Recruitment 2022: পশ্চিমবঙ্গে ইনকাম ট্যাক্স বিভাগে বিভিন্ন পদে নিয়গ চলছে! আজই আবেদন করুন
- Published by:Raima Chakraborty
Last Updated:
পশ্চিমবঙ্গ ও সিকিমের প্রিন্সিপল চিফ কমিশনারের অব ইনকাম ট্যাক্স (Principle Chief Commissioner of Income Tax) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ট্যাক্স ইন্সপেক্ট, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট-সহ অন্যান্য পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। (Recruitment 2022)
#নয়াদিল্লি: সম্প্রতি পশ্চিমবঙ্গ ও সিকিমের প্রিন্সিপল চিফ কমিশনারের অব ইনকাম ট্যাক্স (Principle Chief Commissioner of Income Tax) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ট্যাক্স ইন্সপেক্ট, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট-সহ অন্যান্য পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ইনকাম ট্যাক্সের প্রিন্সিপল চিফ কমিশনারের অফিসিয়াল ওয়েবসাইটে du.ac.in গিয়ে খোঁজ নিতে পারেন।
Income Tax Dept Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রার্থীরা আগামী ১৮ মার্চ, ২০২২ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
Income Tax Dept Recruitment 2022: শূন্যপদের সংখ্যাপ্রতিষ্ঠানের তরফে মোট ১৮টি শূন্যপদ রয়েছে বলে জানান হয়েছে।
আরও পড়ুন: শেষ হল একটা যুগ, 'দেব'-হীন হল সিপিএম!
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | ইনকাম ট্যাক্সের প্রিন্সিপল চিফ কমিশনার (Principle Chief Commissioner of Income Tax) |
পদের নাম: | ট্যাক্স ইন্সপেক্ট, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট-সহ অন্যান্য |
শূন্যপদের সংখ্যা: | ১৮ |
কাজের স্থান: | পশ্চিমবঙ্গ ও সিকিম |
কাজের ধরন: | কিছু জানানো হয়নি |
নির্বাচন পদ্ধতি: | গ্রাউন্ড বা প্রোফিসিয়েন্সি টেস্ট। ট্যাক্স অ্যাসিস্ট্যান্টদের জন্য ডেটা এন্ট্রি স্কিল টেস্ট। |
আবেদন প্রক্রিয়া শুরু: | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | বিশদে দেখুন |
বেতনক্রম: | ট্যাক্স ইন্সপেক্টর- মাসিক ৩৪,৮০০ টাকা, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট ও মাল্টি টাক্সিং স্টাফ- মাসিক ২০,২০০ টাকা |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
advertisement
আবেদনের শেষ দিন: ১৮.০৪.২০২২
Income Tax Dept Recruitment 2022: আবেদনের যোগ্যতা
প্রার্থীদের কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ডিগ্রি প্রয়োজন। ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পদের জন্য প্রতি ঘন্টায় ৮০০০ কি টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে। মাল্টি টাক্সিং পদের জন্য কোনও স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে।
Income Tax Dept Recruitment 2022: বয়সসীমা
advertisement
ট্যাক্স ইন্সপেক্টর- ১৮ থেকে ৩০ বছর
ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট- ১৮ থেকে ২৭ বছর
মাল্টি টাক্সিং স্টাফ- ১৮ থেকে ২৫ বছর
Income Tax Dept Recruitment 2022: নির্বাচন পদ্ধতি
স্পোর্টস কোটার অন্তর্গত গত ৩ বছরের দক্ষতার ভিত্তিতে প্রার্থীদের একটি শর্টলিস্ট তৈরি করা হবে। এরপর প্রার্থীদের গ্রাউন্ড বা প্রোফিসিয়েন্সি টেস্টের জন্য ডাকা হবে। ট্যাক্স অ্যাসিস্ট্যান্টদের জন্য ডেটা এন্ট্রি স্কিল টেস্ট নেওয়া হবে।
Location :
First Published :
March 21, 2022 4:14 PM IST