Yogashree Project: খরচ ছাড়াই IIT, মেডিক্যাল পরীক্ষার প্রস্তুতি! উপরন্তু মাসে মাসে স্টাইপেন্ডের টাকা, যোগ্যশ্রী প্রকল্পে কোথায় দেওয়া হচ্ছে প্রশিক্ষণ? জানুন

Last Updated:

Yogashree Project: শুধু তাই নয় প্রশিক্ষণ নেওয়ার সময়কালে শিক্ষার্থীদের মিলবে মাসিক ৩০০ টাকা স্টাইপেন্ড ও পড়াশোনার সামগ্রী। রাজ্য সরকারের যোগ্যশ্রী প্রকল্পের মাধ্যমে বিশেষ এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে জেলার তিনটি জায়গায়।

+
মালদহের

মালদহের সুজাপুর হাই স্কুলের যোগ্যশ্রী প্রকল্পের প্রশিক্ষণ কেন্দ্র

মালদহ, জিএম মোমিন: ডাক্তার বা ইঞ্জিনিয়ার হ‌ওয়ার স্বপ্ন রয়েছে। চিন্তা নেই খরচ ছাড়াই এবার পাবেন ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষার জন্য বিশেষ প্রশিক্ষণ। শুধু তাই নয় প্রশিক্ষণ নেওয়ার সময়কালে শিক্ষার্থীদের মিলবে মাসিক ৩০০ টাকা স্টাইপেন্ড ও পড়াশোনার সামগ্রী। রাজ্য সরকারের যোগ্যশ্রী প্রকল্পের মাধ্যমে বিশেষ এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে জেলার তিনটি জায়গায়। মালদহ জেলার চাঁচল, ইংরেজবাজার, কালিয়াচক এই তিনটি এলাকায় রয়েছে বিশেষ এই প্রশিক্ষণ কেন্দ্র।
মালদহ বিভূতিভূষণ হাই স্কুল, সুজাপুর হাই স্কুল, চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশন এই তিনটি স্কুলে রয়েছে এই বিশেষ প্রশিক্ষণ কেন্দ্র। মালদহ জেলার এনসিএসএম কোঅর্ডিনেটর কৌশিকী দাস জানান, “মাধ্যমিকের ফলাফলের শতাংশের নিরিখে মেধা তালিকা অনুযায়ী এই প্রশিক্ষণ কেন্দ্রে পড়াশোনার সুযোগ পাবেন পড়ুয়ারা। জি‌ই, নিট, ডব্লিউবিজিই ইত্যাদি পরিক্ষার প্রস্তুতির জন্য একটি কেন্দ্রে মোট ৫০ জন পড়ুয়া সুযোগ পাবেন পড়াশোনার।”
advertisement
advertisement
আবেদনকারী এক শিক্ষার্থী সুমাইয়া খাতুন জানান, “মাধ্যমিক পরীক্ষায় পাস করেছি। আগামীতে ডাক্তার হ‌ওয়ার স্বপ্ন রয়েছে। ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতির প্রশিক্ষণের জন্য এখানে আবেদন করেছি। সম্পুর্ন বিনামূল্যে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। আশা করছি এখানে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাব।”
advertisement
আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত চলবে বিশেষ এই প্রশিক্ষণের জন্য আবেদন প্রক্রিয়া। অনলাইন এবং অফলাইন প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন প্রশিক্ষণের জন্য। পাশাপাশি আগ্রহী প্রার্থীরা ফোনে যোগাযোগ ও প্রশিক্ষণ কেন্দ্রে সরাসরি যোগাযোগ করতে পারবেন আবেদনের জন্য। আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের ক্ষেত্রে ব্যাপক উপকারী হবে বিশেষ এই প্রশিক্ষণ বলে অভিমত অনেকের। রাজ্য সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষার্থী থেকে শিক্ষকরা।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Yogashree Project: খরচ ছাড়াই IIT, মেডিক্যাল পরীক্ষার প্রস্তুতি! উপরন্তু মাসে মাসে স্টাইপেন্ডের টাকা, যোগ্যশ্রী প্রকল্পে কোথায় দেওয়া হচ্ছে প্রশিক্ষণ? জানুন
Next Article
advertisement
Uttar Pradesh Draft Voter List: উত্তর প্রদেশে খসড়া তালিকায় বাদ ২ কোটি ৮৯ লক্ষ নাম, একধাক্কায় কমল ১৮ শতাংশ ভোটার!
উত্তর প্রদেশে খসড়া তালিকায় বাদ ২ কোটি ৮৯ লক্ষ নাম, একধাক্কায় কমল ১৮ শতাংশ ভোটার!
  • উত্তর প্রদেশে প্রকাশিত খসড়া ভোটার তালিকা৷

  • একধাক্কায় বাদ ২ কোটি ৮৯ লক্ষ ভোটারের নাম৷

  • ৬ ফেব্রুয়ারি পর্যন্ত আপত্তি জানাতে পারবেন ভোটাররা৷

VIEW MORE
advertisement
advertisement