FTMIM Rankings 2025: বিশ্বে ৪১ নম্বরে আর আইআইএমএস-এর নিরিখে তৃতীয়, গৌরবের তাজ আইআইএম ক্যালকাটার মাথায়
- Published by:Sudip Paul
Last Updated:
IIM Calcutta Ranks 41st Globally: সম্প্রতি প্রকাশিত ফিনান্সিয়াল টাইমস মাস্টার ইন ম্যানেজমেন্ট র্যাঙ্কিং ২০২৫-এ দেশবাসীর জন্য এক গর্বের খবর সামনে এসেছে। আইআইএম ক্যালকাটা এই র্যাঙ্কিংয়ে বিশ্বব্যাপী ৪১তম স্থান অর্জন করেছে।
কলকাতা: উচ্চ শিক্ষার মানে ভারত এখন আর পিছিয়ে নেই। বিশ্বের বিভিন্ন নামকরা প্রতিষ্ঠানগুলির সঙ্গে সমানে পাল্লা দিচ্ছে দেশের প্রথম সারির শিক্ষাপ্রতিষ্ঠানগুলি। কিন্তু শিক্ষার্থীদের বড় অসুবিধা একটাই—নিজেদের লক্ষ্য পূরণের জন্য সাযুজ্যপূর্ণ সেরা প্রতিষ্ঠান বেছে নেওয়ার ক্ষেত্রে সিদ্ধান্তহীনতায় ভোগে। এখানেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আন্তর্জাতিক র্যাঙ্কিং। যা পড়ুয়াদের দিক নির্ধারণ করতে সহায়তা করে।
সম্প্রতি প্রকাশিত ফিনান্সিয়াল টাইমস মাস্টার ইন ম্যানেজমেন্ট র্যাঙ্কিং ২০২৫-এ দেশবাসীর জন্য এক গর্বের খবর সামনে এসেছে। আইআইএম ক্যালকাটা এই র্যাঙ্কিংয়ে বিশ্বব্যাপী ৪১তম স্থান অর্জন করেছে, যা বিগত বছরের তুলনায় ১৫ ধাপ এগিয়ে। ২০২৪ সালে যেখানে এই প্রতিষ্ঠান ছিল ৫৬তম স্থানে, ২০২৫ সালে তা লাফিয়ে উঠে এসেছে ৪১-এ। দেশের আইআইএম গুলির মধ্যে এটি তৃতীয় স্থানে রয়েছে।
advertisement
এই অসাধারণ অগ্রগতির মূল কারণ হল আইআইএম ক্যালকাটার উচ্চমানের শিক্ষা, দিকনির্দেশনামূলক পাঠ্যক্রম এবং এর দুই বছরের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন মাস্টার্স প্রোগ্রামের প্রাক্তন শিক্ষার্থীদের সাফল্য। শিক্ষার মান, কর্মসংস্থান, এবং গ্লোবাল সংযোগ—সব মিলিয়ে এই সাফল্য যে একেবারেই প্রাপ্য, তা বলাই বাহুল্য।
advertisement
র্যাঙ্কিংয়ের বিভিন্ন মানদণ্ডে আইআইএম ক্যালকাটার পারফরম্যান্সও উল্লেখযোগ্য। যেমন—অ্যালামনি নেটওয়ার্ক এবং আন্তর্জাতিক বোর্ড—এই দুই ক্ষেত্রে ভারতীয় প্রতিষ্ঠানগুলির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে আইআইএম ক্যালকাটা। কেরিয়ার পরিষেবা, লক্ষ্য অর্জন, উচ্চ বেতন, আন্তর্জাতিক অভিজ্ঞতা, এবং সামগ্রিক সন্তুষ্টি—এই গুরুত্বপূর্ণ প্যারামিটারগুলিতে রয়েছে তৃতীয় স্থানে।
advertisement
এই প্রসঙ্গে আইআইএম ক্যালকাটার পরিচালক অধ্যাপক অলোক কুমার রাই বলেন, “২০২৫ সালের FT MIM র্যাঙ্কিং হল বিশ্বব্যাপী ব্যবস্থাপনা শিক্ষায় আইআইএম ক্যালকাটার নেতৃত্বের অবস্থানের প্রমাণ। আমাদের পাঠ্যক্রমের আন্তর্জাতিকীকরণ এবং বিশ্বমানের অনুষদের সঙ্গে সহযোগিতা—সব মিলিয়ে আমরা ভবিষ্যতের জন্য দায়িত্বশীল নেতা তৈরি করতে সক্ষম হয়েছি। এই র্যাঙ্কিং আমাদের শীর্ষস্থানীয় আন্তর্জাতিক বি-স্কুলগুলির সঙ্গে আরও শক্তিশালী সংযোগ গড়ে তুলতে সাহায্য করবে।”
advertisement
কেন গুরুত্বপূর্ণ এই র্যাঙ্কিং? এফটি এমআইএম র্যাঙ্কিং শুধুই একটি তালিকা নয়, এটি বিশ্বব্যাপী ডেটা-চালিত মানদণ্ড নির্ধারণ করে। যা ভবিষ্যতের শিক্ষার্থী, নিয়োগকারী সংস্থা এবং বিনিয়োগকারীদের সিদ্ধান্তে বড় প্রভাব ফেলে। স্নাতকদের বেতন বৃদ্ধি, কেরিয়ারে অগ্রগতি, গবেষণা, ও আন্তর্জাতিক বৈচিত্র্য—এই সবকিছুর উপর ভিত্তি করেই তৈরি হয় এই র্যাঙ্কিং।
আরও পড়ুনঃ IND vs UAE: এশিয়া কাপে ৩ স্পিনার নিয়ে নামবে ভারত? কোপ পড়বে পেস বিভাগে? বড় আপডেট দিলেন বোলিং কোচ
advertisement
এর ফলে শিক্ষার্থীরা যেমন সঠিক প্রতিষ্ঠান নির্বাচন করতে পারেন, তেমনই প্রতিষ্ঠানগুলিও নিজেদের প্রোগ্রাম ও কৌশলে গুণগত পরিবর্তন আনতে পারে। সার্বিকভাবে, আইআইএম ক্যালকাটার এই উত্থান কেবলমাত্র একটি র্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়া নয়—এটি ভারতের উচ্চ শিক্ষার গর্ব, এবং বিশ্ব মঞ্চে দেশের ব্যবসায় প্রশাসন শিক্ষার দৃঢ় অবস্থানের প্রতীক।
Location :
Kolkata,West Bengal
First Published :
September 09, 2025 12:43 PM IST