Recruitment 2021: ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্সে স্বপ্নের চাকরির সুযোগ, জানুন বিশদ
- Published by:Raima Chakraborty
Last Updated:
প্রার্থীদের আগামী ১৭ জানুয়ারি, ২০২২ তারিখের মধ্যে আবেদন করতে হবে। (Recruitment 2021)
#নয়াদিল্লি: সম্প্রতি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্সের (Indian Institute of Astrophysics) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে আপার ডিভিশন ক্লার্ক (upper division clerk) ও অন্যান্য পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্সের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
IIA Recruitment 2021: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১৭ জানুয়ারি, ২০২২ তারিখের মধ্যে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
আরও পড়ুন: ভারতীয় কোস্ট গার্ডে বিপুল নিয়োগ, কী ভাবে আবেদন করবেন?
বিশদ নোটিশ ও সরাসরি আবেদনের লিঙ্ক- https://www.iiap.res.in/iia_jobs/
IIA Recruitment 2021: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ৭টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে। প্রার্থীদের মূলত ৫টি শূন্যপদে আপার ডিভিশন ক্লার্ক এবং ২টি শূন্যপদে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে।
advertisement
আরও পড়ুন: রেলে স্পোর্টস কোটায় প্রচুর পদে নিয়োগ, আজই আবেদন করুন
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স (Indian Institute of Astrophysics) |
পদের নাম: | অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, আপার ডিভিশন ক্লার্ক |
শূন্যপদের সংখ্যা: | ৭ |
কাজের স্থান: | কিছু জানানো হয়নি |
কাজের ধরন: | কিছু জানানো হয়নি |
নির্বাচন পদ্ধতি: | কিছু জানানো হয়নি |
আবেদন প্রক্রিয়া শুরু: | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | বিস্তারিত পড়ুন |
বেতনক্রম: | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
advertisement
আবেদনের শেষ দিন: ১৭.০১.২০২২
IIA Recruitment 2021: শিক্ষাগত যোগ্যতা
কলা / বিজ্ঞান / বাণিজ্যে স্নাতক ডিগ্রি বা একত্রে কমপক্ষে ৫০% নম্বর সহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ বা সমমানের যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা আবেদনের যোগ্য। ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট, ট্যালি/ইআরপি ইত্যাদির মতো কম্পিউটার অ্যাপ্লিকেশনের জ্ঞান থাকা প্রার্থীরা আবেদন করার যোগ্য।
advertisement
ক্লার্ক পদের জন্য আবেদনকারী প্রার্থীদের রাজ্য / কেন্দ্রীয় সরকার / স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান / পাবলিক সেক্টর আন্ডারটেকিংয়ে / কর্পোরেট সেক্টরে/ অ্যাকাউন্ট / স্টোর এবং সেল সংক্রান্ত বিষয়গুলিতে স্নাতক ডিগ্রি সহ ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্তের জন্য যাঁরা আবেদন করবেন তাঁদের রাজ্য / কেন্দ্রীয় সরকার/ অ্যাকাউন্ট / স্টোরস এবং পারচেজ ইত্যাদি বিষয়ে পরিচালনা করার 8 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
Location :
First Published :
December 20, 2021 6:34 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Recruitment 2021: ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্সে স্বপ্নের চাকরির সুযোগ, জানুন বিশদ