হোম /খবর /চাকরি ও শিক্ষা /
রেলে স্পোর্টস কোটায় প্রচুর পদে নিয়োগ, আজই আবেদন করুন

Railway Recruitment 2021: রেলে স্পোর্টস কোটায় প্রচুর পদে নিয়োগ, আজই আবেদন করুন

Railway Recruitment 2021

Railway Recruitment 2021

প্রার্থীদের আগামী ১৭ জানুয়ারি, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। (Railway Recruitment 2021)

  • Share this:

#নয়াদিল্লি: সম্প্রতি সাউথ সেন্ট্রাল রেলওয়ের (South Central Railway) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে স্পোর্টস কোটার অধীনে গ্রুপ সি ও বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে (Railway Recruitment 2021)। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন (Railway Recruitment 2021)। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা সাউথ সেন্ট্রাল রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন (Railway Recruitment 2021)।

South Central Railway Recruitment 2021: আবেদনের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৮ ডিসেম্বর থেকে। প্রার্থীদের আগামী ১৭ জানুয়ারি, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন: ভারতীয় কোস্ট গার্ডে বিপুল নিয়োগ, কী ভাবে আবেদন করবেন?

বিশদ নোটিশের লিঙ্ক- https://www.ifinish.in/rrc_scr_sports/pdfs/sports.pdf

South Central Railway Recruitment 2021: শূন্যপদের সংখ্যা

প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ২১টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: ভিনরাজ্যে সরকারি চাকরির দারুণ সুযোগ, চলছে মেগা রিক্রুটমেন্ট! কী ভাবে আবেদন করবেন?

South Central Railway Recruitment 2021: শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীদের দশম শ্রেণি উত্তীর্ণ অথবা এসএসসি পাশ করতে হবে।

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা:সাউথ সেন্ট্রাল রেলওয়ে (South Central Railway)
পদের নাম:স্পোর্টস কোটার গ্রুপ সি পদ
শূন্যপদের সংখ্যা:২১
কাজের স্থান: কিছু জানানো হয়নি
কাজের ধরন:কিছু জানানো হয়নি
নির্বাচন পদ্ধতি:শিক্ষাগত যোগ্যতা এবং স্পোর্টসের যোগ্যতা প্রাপ্তি
আবেদন প্রক্রিয়া শুরু: ১৮.১২.২০২১
শিক্ষাগত যোগ্যতা: দশম শ্রেণি উত্তীর্ণ ও অন্যান্য
বেতনক্রম:গ্রেড পে ১৯০০ টাকা এবং ২০০০ টাকা অনুযায়ী
আবেদন পদ্ধতি:অনলাইন

আবেদনের শেষ দিন: ১৭.০১.২০২২

South Central Railway Recruitment 2021: বেতনক্রম

আইটিআই উত্তীর্ণ প্রার্থীদের মাসিক ১,৯০০ টাকা ও অন্যান্য ক্যাটাগরির জন্য মাসিক ২,০০০ টাকা গ্রেড পে-র নিয়মানুযায়ী মাসিক বেতন দেওয়া হবে।

South Central Railway Recruitment 2021: বয়সসীমা

প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে।

South Central Railway Recruitment 2021: নির্বাচন পদ্ধতি

ট্রায়ালের সর্বোচ্চ নম্বর ৪০, প্রার্থীদের খেলার যোগ্যতা ও অন্যান্য বিষয়ের ওপর নির্ভর করে নির্বাচন করা হবে। শিক্ষাগত যোগ্যতা সর্বাধিক ১০ নম্বর ধার্য করা হয়েছে।

South Central Railway Recruitment 2021: আবেদন ফি

৫০০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে। তফসিলি জাতি ও উপজাতি, মহিলা, শারীরিক প্রতিবন্ধী ও ইডব্লুএস ও মাইনরিটি প্রার্থীদের জন্য ২৫০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে।

Published by:Raima Chakraborty
First published:

Tags: Government Job, Indian Railway, Indian Railway Recruitment 2021, Job News