#লখনউ: সম্প্রতি উত্তরপ্রদেশ সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন কমিশনের (Uttar Pradesh Subordinate Services Selection Commission) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে হেলথ ওয়ার্কার (Health Worker) পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে (Recruitment 2021)। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন (Recruitment 2021)। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন (Recruitment 2021)।
UPSSSC Health Worker Recruitment 2021: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৫ ডিসেম্বর, ২০২১ তারিখ থেকে। প্রার্থীদের আগামী ৫ জানুয়ারি, ২০২২ তারিখের রাত ১১টা বেজে ৫৯ মিনিটের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্রে কোনও পরিবর্তন করতে চাইলে ১২ জানুয়ারি, ২০২২ তারিখ পর্যন্ত তা করা যাবে। অনলাইনেই আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন: পুলিশ বিভাগে ১৪৪ পদে এএসআই নিয়োগ, জানুন বিশদে!
UPSSSC Health Worker Recruitment 2021: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ৯২১২টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
UPSSSC Health Worker Recruitment 2021: আবেদন ফি
আবেদন ফি ২৫ টাকা ধার্য করা হয়েছে।
উল্লিখিত পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা আবেদনের বিষয়ে আরও অধিক জানতে এবং সরাসরি আবেদনের জন্য এই লিঙ্কটি ব্যবহার করতে পারেন-http://upsssc.gov.in/OuterPages/View_Enclosure.aspx?ID=538&flag=E&FID=1359
আরও পড়ুন: পশ্চিমবঙ্গ ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানিতে বিপুল নিয়োগ, কী ভাবে আবেদন করবেন?
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | উত্তরপ্রদেশ সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন কমিশন (UPSSSC) |
পদের নাম: | হেলথ ওয়ার্কার |
শূন্যপদের সংখ্যা: | ৯২১২ |
কাজের স্থান: | উত্তরপ্রদেশ |
কাজের ধরন: | সরকারি |
নির্বাচন পদ্ধতি: | লিখিত পরীক্ষা ও অন্যান্য |
আবেদন প্রক্রিয়া শুরু: | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | ইন্টারমিডিয়েট |
বেতনক্রম: | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
আবেদনের শেষ দিন: ০৫.০১.২০২২
UPSSSC Health Worker Recruitment 2021: শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীদের স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারমিডিয়েট পরীক্ষা পাশ করতে হবে।
UPSSSC Health Worker Recruitment 2021: বয়সসীমা
উল্লিখিত পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হওয়া বাঞ্ছনীয়।
UPSSSC Health Worker Recruitment 2021: নির্বাচন পদ্ধতি
প্রার্থীদের লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষায় প্রার্থীদের নিজের নিজের বিষয় থেকে প্রশ্নপত্র থাকবে। মোট ১০০টি প্রশ্নপত্র থাকবে। পরীক্ষার মোট মান হবে ১০০। পরীক্ষার জন্য ২ ঘন্টা সময় দেওয়া হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।