Indian Coast Guard Recruitment 2021: ভারতীয় কোস্ট গার্ডে বিপুল নিয়োগ, কী ভাবে আবেদন করবেন?
- Published by:Raima Chakraborty
Last Updated:
প্রার্থীদের আগামী ১৪ জানুয়ারি, ২০২২ তারিখের রাত ১১টা বেজে ৫৯ মিনিটের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। (Indian Coast Guard Recruitment 2021)
#নয়াদিল্লি: সম্প্রতি ইন্ডিয়ান কোস্ট গার্ডের (Indian Coast Guard) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে নাবিক (Navik) এবং যান্ত্রিক (Yantrik) পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ইন্ডিয়ান কোস্ট গার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
Indian Coast Guard Recruitment 2021: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হবে ৪ জানুয়ারি, ২০২২ তারিখ থেকে। প্রার্থীদের আগামী ১৪ জানুয়ারি, ২০২২ তারিখের রাত ১১টা বেজে ৫৯ মিনিটের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অনলাইনেই আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
বিশদ নোটিশের লিঙ্ক- https://joinindiancoastguard.cdac.in/assets/img/news/02_2022_BATCH.pdf
Indian Coast Guard Recruitment 2021: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ৩২২টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
Indian Coast Guard Recruitment 2021: শূন্যপদের বিস্তারিত বিবরণ
নাবিক (জেনারেল ডিউটি)- ২৬০টি পদ
advertisement
নাবিক (ডমেস্টিক ব্রাঞ্চ)- ৩৫টি পদ
যান্ত্রিক (মেকানিক্যাল)- ১৩টি পদ
যান্ত্রিক (ইলেকট্রিক্যাল)- ৯টি পদ
যান্ত্রিক (ইলেকট্রনিক্স)- ৫টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | ইন্ডিয়ান কোস্ট গার্ড (Indian Coast Guard) |
পদের নাম: | নাবিক (জেনারেল ডিউটি), নাবিক (ডোমেস্টিক ব্রাঞ্চ), যান্ত্রিক (মেকানিক্যাল), যান্ত্রিক (ইলেকট্রিক্যাল), যান্ত্রিক (ইলেকট্রনিক্স) |
শূন্যপদের সংখ্যা: | ৩২২ |
কাজের স্থান: | ভারত |
কাজের ধরন: | সরকারি |
নির্বাচন পদ্ধতি: | ১, ২, ৩, ৪ ইত্যাদি স্টেজের মাধ্যমে |
আবেদন প্রক্রিয়া শুরু: | ০৪.০১.২০২২ |
শিক্ষাগত যোগ্যতা: | দশম শ্রেণি উত্তীর্ণ ও ডিগ্রি বা ডিপ্লোমা প্রাপ্ত |
বেতনক্রম: | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
advertisement
আবেদনের শেষ দিন: ১৪.০১.২০২২
Indian Coast Guard Recruitment 2021: শিক্ষাগত যোগ্যতা
নাবিক (জেনারেল ডিউটি)- গণিত ও ফিজিক্সে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে।
নাবিক (ডোমেস্টিক ব্রাঞ্চ)- দশম শ্রেণি উত্তীর্ণ
যান্ত্রিক- ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, টেলিকমিউনিকেশন ইত্যাদিতে ডিপ্লোমা বা ডিগ্রি।
advertisement
Indian Coast Guard Recruitment 2021: বয়সসীমা
১৮ থেকে ২২ বছর।
Indian Coast Guard Recruitment 2021: নির্বাচন পদ্ধতি
১, ২, ৩, ৪ ইত্যাদি স্টেজের মাধ্যমে নির্বাচন করা হবে।
Indian Coast Guard Recruitment 2021: আবেদন ফি
প্রার্থীদের ২৫০ টাকা আবেদন ফি দিতে হবে। SC/ST প্রার্থীদের আবেদন ফি মকুব করা হয়েছে।
Location :
First Published :
December 17, 2021 11:38 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Indian Coast Guard Recruitment 2021: ভারতীয় কোস্ট গার্ডে বিপুল নিয়োগ, কী ভাবে আবেদন করবেন?