হোম /খবর /শিক্ষা /
কাল থেকেই শুরু ICSE দশম শ্রেণির পরীক্ষা, কী কী নির্দেশিকা মেনে পরীক্ষা,দেখুন

ICSE Board Class 10 Exam 2023: কাল থেকেই শুরু ICSE বোর্ডের দশম শ্রেণির পরীক্ষা, কী কী নির্দেশিকা মেনে পরীক্ষা, দেখুন

কাল থেকেই শুরু ICSE বোর্ডের দশম শ্রেণির পরীক্ষা, কী কী নির্দেশিকা মেনে পরীক্ষা, দেখুন

কাল থেকেই শুরু ICSE বোর্ডের দশম শ্রেণির পরীক্ষা, কী কী নির্দেশিকা মেনে পরীক্ষা, দেখুন

ICSE-এর ক্লাস ১০ বোর্ডের পরীক্ষা আগামিকাল অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে৷ কাউন্সিলের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে৷ সিআইএসসিই-এর জারি করা এই সমস্ত নির্দেশ মেনেই পড়ুয়াদের প্রতিদিন পরীক্ষা দিতে হবে৷

  • Share this:

নয়াদিল্লি: ইন্ডিয়ান সার্টিফিকেট অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ আইসিএসসি (ICSE)-এর ক্লাস ১০ বোর্ডের পরীক্ষা আগামীকাল অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে৷ দ্য কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন(CISCE) এই পরীক্ষার আয়োজক৷ পরীক্ষার সময়সূচি অনুযায়ী ICSE দশম শ্রেণির বোর্ডের পরীক্ষায় প্রথম দিন ইংরেজি প্রথম পত্র অর্থাৎ English Paper 1-এর পরীক্ষা হবে৷ পরীক্ষার জন্য নির্ধারিত সময়সীমা ২ ঘন্টা৷ পরীক্ষা চলবে মার্চ ২৯ পর্যন্ত এবং একেবারে শেষের দিনের বিষয় হল বায়োলজি-সায়েন্স পেপার ৩৷

পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ আয়োজিত মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গেছে ২৩ ফেব্রুয়ারি থেকে৷ সেইসঙ্গে চলছে ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট অর্থাৎ আইএসসি (ISC) আয়োজিত ক্লাস ১২-এর বোর্ডের পরীক্ষা৷ এই পরীক্ষা ফেব্রুয়ারির ১৩ তারিখে শুরু হয়েছে এবং শেষ হবে মার্চের ৩১ তারিখে৷

ইতিমধ্যেই দশম এবং দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য কাউন্সিলের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে৷ সিআইএসসিই-এর জারি করা এই সমস্ত নির্দেশ মেনেই পড়ুয়াদের প্রতিদিন পরীক্ষা দিতে হবে৷

এক নজরে গুরুত্বপূর্ণ নির্দেশিকা

-প্রতিটি ছাত্রছাত্রীকে পরীক্ষা শুরুর অন্তত ৫ মিনিট আগে নির্ধারিত জায়গায় বসে পড়তে হবে

-পরীক্ষা চলাকালীন কোনও ছাত্রছাত্রী হল ছেড়ে বেরোতো পারবেন না

-যে পরীক্ষা দিতে এসেছেন তা বাদে যদি অন্য কোনও পরীক্ষার প্রশ্নপত্র হাতে পান, তাহলে ছাত্রছাত্রীরা তৎক্ষণাৎ শিক্ষক বা শিক্ষিকাকে জানাবেন

-প্রাথমিক উত্তর পত্র অর্থাৎ প্রাইমারি অ্যানসার বুকলেটের প্রথম পাতায় ছাত্রছাত্রীদের অবশ্যই তাদের নাম লিখতে হবে৷

-পরীক্ষার্থীরা অবশ্যই উত্তরপত্রের প্রথম পাতায় থাকা সমস্ত নির্দেশাবলী ভাল করে পড়ে নেবেন

-উত্তরপত্রে উত্তরলেখার জন্য কেবলমাত্র কালো কিংবা নীল এই দুই রঙের বল পয়েন্ট কিংবা ফাউন্টেন পেন ব্যবহার করতে পারবেন পরীক্ষার্থীরা

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিক পর কোন বিষয়ে নিয়ে পড়াশোনা করবেন? সঠিক কেরিয়ার বেছে নেওয়ার জন্য রইল কিছু টিপস্

-ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ তারা যেন উত্তরপত্রের প্রতিটি পাতার উভয়দিকেই উত্তর লেখেন৷ উত্তরপত্রের ডান দিক এবং বাম দিকে মার্জিন হিসেবে খানিকটা জায়গা ছেড়ে লিখতে হবে৷ প্রতিটি প্রশ্নের এবং প্রশ্নের প্রতিটি ভাগের উত্তর আলাদা আলাদা লাইনে লেখা শুরু করুন৷

-উত্তর লেখা শুরু করার আগে উত্তর পত্রের বামদিকে ছেড়ে রাখা মার্জিনে যে নির্ধারিত প্রশ্নের উত্তর লেখা হবে অবশ্যই সেই প্রশ্নের দাগ নম্বর দিতে হবে৷

আরও পড়ুন: বাড়ির সকলে দাদুর শেষকৃত্যে, অঝোরে কাঁদতে থাকা কিশোরীকে মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিলেন কলকাতা পুলিশের ইন্সপেক্টর

-ছাত্রছাত্রীরা কোনও ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন না

-পরীক্ষার উত্তর লেখার সময়সীমা সেষ হলে উত্তর পত্রগুলিকে একের পর এক সাজিয়ে ফেলতে হবে৷ ভাল ভাবে দেখে নিন মূল উত্তর পত্র, ধারাবাহিক উত্তরপত্র বা কন্টিনিউয়েসন বুকলেট,গ্রাফ এবং মানচিত্রে সঠিক ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর (ইউআইডি), সূচক নম্বর এবং বিষয়ের কাগজ লেখা আছে কি না৷

-পরীক্ষার্থীরা উত্তরপত্র অর্ধেক ভাঁজ করে নেবেন এবং জমা দেওয়ার আগে উপরের বাম কোণে সংযুক্ত করে নেবেন

Published by:Ankita Tripathi
First published:

Tags: Education, ICSE Board