HS Exam Results: উচ্চ মাধ্যমিকের রেজাল্টে রেকর্ড দুটি স্কুলের! মেধাতালিকায় ৬৯ জনের মধ্যে ৫৫ জনই এই দুই স্কুলের! কোন দুটি স্কুল জানেন? শুনে গর্ব হবে
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
HS Exam Results: উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের রেজাল্টে নজিরবিহীন ফলাফল করল রাজ্যের দুটি স্কুল।
কলকাতা: উচ্চ মাধ্যমিক ২০২৫ তৃতীয় সেমিস্টারের ফলাফল প্রকাশিত হল। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বুধবার সাংবাদিক বৈঠক করে রেজাল্ট ঘোষণা করেন।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, ৬৬০২৬০ আবেদন করেছিলেন পরীক্ষার জন্য, এর মধ্যে ৬৪৫৮৩২ পরীক্ষা দিয়েছেন। পুরোটাই মাল্টিপেল চয়েস টাইপ প্রশ্ন হয়েছে। ৩৯ দিনের মাথায় রেজাল্ট আউট হল।
advertisement
advertisement
আর উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের রেজাল্টে নজিরবিহীন ফলাফল করল রাজ্যের দুটি স্কুল। মেধা তালিকায় ৬৯ জনের মধ্যে রামকৃষ্ণ মিশনের স্কুল গুলোরই জয়জয়কার। রামকৃষ্ণ মিশন পুরুলিয়া থেকে ২৪ জন ঠাঁই পেয়েছে মেধাতালিকায়। আর নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে ৩১ জন মেধাতালিকায় জায়গা পেয়েছে। যা রীতিমতো নজিরবিহীন ঘটনা। দক্ষিণ ২৪ পরগনাতে পাশের হার সবচেয়ে বেশি। পাশের হারের নিরিখে দ্বাদশ স্থানে কলকাতা। পুরুলিয়া থেকে ৯৮. ৯৭ নম্বর পেয়ে প্রথম হয়েছে পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের দুই ছাত্র।
advertisement
ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশি ছিল এ বছর। বিজ্ঞান বিভাগে ১১১৬২৭, কমার্স এ, ৩৭৮০০, কলা বিভাগে ৪৯৬৪০৫ ছিল। ৯৩. ৭২ পার্সেন্টে পাস করেছে তৃতীয় সেমিস্টারে। ছাত্রদের পাশের হার ৯৩. ৮১, ছাত্রীদের ৯৩. ৬৫ পাশের হার।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, পরীক্ষা নিয়ে কোথাও কোনও সমস্যা হয়নি। ২ টো থেকে স্টেটমেন্ট অফ মার্কস দেব। আমাদের তরফ থেকে কোনও মার্কশিট দেওয়া হবে না। প্রতিটা বিষয়ের নাম থাকবে, বিষয়ের প্রাপ্ত নম্বর, মোট নম্বর, পার্সেন্টেইল থাকবে, স্কুলে সামারি শিট পাবেন। স্কুল এর ওভারঅল পারফরমেন্স থাকবে। অনলাইন মার্ক শিট থাকবে। দেখতে একদম অরিজিনাল মার্কশিটের মতো হবে। স্কুলগুলি ডাউনলোড করতে পারবে। প্রধান শিক্ষক সই করে সেটা নিতে পারবে।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
October 31, 2025 1:57 PM IST


