HS Exam 2025: এক ধাক্কায় কমে গেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, দায়ী ২০২৩-এর মাধ্যমিক পরীক্ষা! দাবি সংসদের
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
HS Exam 2025: পরীক্ষার্থীর সংখ্যা এক লাফে এবার অনেকটাই কমছে উচ্চ মাধ্যমিকে। পেরোচ্ছে না সাড়ে পাঁচ লক্ষর সংখ্যাও। কিন্তু কেন?
কলকাতা: পরীক্ষার্থীর সংখ্যা এক লাফে এবার অনেকটাই কমছে উচ্চ মাধ্যমিকে। পেরোচ্ছে না সাড়ে পাঁচ লক্ষর সংখ্যাও। এবার উচ্চমাধ্যমিকে এক ধাক্কায় কমছে অনেকটাই পরীক্ষার্থীর সংখ্যা। সাড়ে পাঁচ লক্ষেরও নীচে থাকবে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার সংখ্যা। তেমনটাই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্র দাবি।
এখনও পর্যন্ত মোট পরীক্ষার্থীর সংখ্যা চূড়ান্ত না হলেও সংসদ আধিকারিকরা দাবি করছেন পাঁচ লক্ষ ৩০ হাজার কাছাকাছি পৌঁছতে পারে এবারের পরীক্ষার্থীর সংখ্যা। কিন্তু কেন কমল এবারের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা?
আরও পড়ুন: তিন শাকের চচ্চড়ি, পুরুষের শরীরে টেস্টোস্টেরনের ছড়াছড়ি! খেলেই পুরুষত্ব উঠবে তুঙ্গে
সংসদের আধিকারিকদের দাবি, ২০২৩-এ মাধ্যমিকে উত্তীর্ণদের সংখ্যা অনেকটাই কম ছিল। প্রায় ৫ লক্ষ ৭০ হাজার ছিল ২০২৩-এ মাধ্যমিকের উত্তীর্ণদের সংখ্যা। তাই সেই সংখ্যার অনুপাতেই উচ্চ মাধ্যমিকে এবারে পরীক্ষার্থীর সংখ্যা সাড়ে পাঁচ লক্ষেরও নীচে। যদিও আগামী ৮ ফেব্রুয়ারি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা নিয়ে বিস্তারিত ঘোষণা সংসদের তরফে করা হবে। পরীক্ষার্থীর সংখ্যা গতবারের তুলনায় অনেকটাই কমে যাওয়ার দরুন এবার পরীক্ষার কেন্দ্রের সংখ্যা অনেকটাই কমছে। এবারে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে একটি করেও মেটাল ডিটেক্টর পাঠাচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
advertisement
advertisement
আরও পড়ুন: ঘুমের মধ্যে আচমকা পায়ের শিরায় মারাত্মক টান পড়ে? ব্যথায় কান্না পায়? কী করলে ব্যথা কমবে জেনে নিন
এতদিন শুধুমাত্র স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্রগুলিতে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করত সংসদ। এবার প্রতিটি পরীক্ষা কেন্দ্রে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার্থীদের তল্লাশি করা হবে সংসদের তরফে। পাশাপাশি সংসদের তরফে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে একটি করে মেটাল ডিটেক্টর ও পাঠানো হবে। এছাড়াও এ বছর থেকেই উচ্চমাধ্যমিকের প্রত্যেকটি বিষয়ের পরীক্ষার প্রশ্নপত্র সংসদের তরফে পরীক্ষার ঘরেই খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ ছাত্র-ছাত্রীদের সামনে পরীক্ষার প্রশ্নপত্র খোলা হবে। আলাদা করে প্রধান শিক্ষকের ঘর বা অন্য কোথাও প্রশ্ন পত্র খুলে সর্টিং করা হবে না। আগামী ৩ মার্চ থেকে শুরু হবে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শেষ ১৮ মার্চ।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
February 03, 2025 1:02 PM IST







