Higher Secondary Examination 2024: গত বছর সাপের কামড়, এ বার পেটে ব্যথা, ফের উচ্চ মাধ্যমিক অসম্পূর্ণ রয়ে গেল অর্পিতার
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Higher Secondary Examination 2024: পরীক্ষা শুরু হওয়ার ১৫ মিনিটের মধ্যেই প্রচন্ড পেটে ব্যথা এবং বমি বমি ভাবের জন্য অসুস্থ হয়ে পড়েন।এর পরেই পরিবারকে খবর দিলে মা ফুলকলি বিশ্বাস এসে পরীক্ষকদের সাহায্যে শান্তিপুর হাসপাতালে ভর্তি করেন তাঁকে
মৈনাক দেবনাথ, নদিয়া: এ বারও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়া হল না অর্পিতার।নদিয়ার শান্তিপুর রাধারানি নারী শিক্ষা মন্দিরের কম্পার্টমেন্টাল পরীক্ষার্থী অর্পিতা সোমবার পরীক্ষা দিতে যান শান্তিপুর ওরিয়েন্টাল একাডেমিতে । পরীক্ষা শুরু হওয়ার ১৫ মিনিটের মধ্যেই প্রচন্ড পেটে ব্যথা এবং বমি বমি ভাবের জন্য অসুস্থ হয়ে পড়েন।এর পরেই পরিবারকে খবর দিলে মা ফুলকলি বিশ্বাস এসে পরীক্ষকদের সাহায্যে শান্তিপুর হাসপাতালে ভর্তি করেন তাঁকে। কিন্তু সেখানে তিনি কখনও নিজের হাত কামড়ানো, তো কখনও দেওয়ালে মাথা ঠোকা-এ ধরনের নানা অস্বাভাবিক আচরণ করতে শুরু করেন।
পরিবারের পক্ষ থেকে দাদু সন্তোষ মজুমদার জানান আগের বারেও উচ্চ মাধ্যমিকে ইংরেজি পরীক্ষার আগে সাপে কামড়ানোর কারণে পরীক্ষা দেওয়া হয়নি, তাই এ বার কম্পার্টমেন্টাল। এদিনও পরীক্ষাকেন্দ্রে আসার আগে সকালে বাড়ির মধ্যে পড়ে গিয়েছিলেন। তবে কোনও অসুবিধে না হওয়ার কারণে হাসপাতালে নিয়ে আসা হয়নি।
আরও পড়ুন : ভিক্ষাজীবী থেকে হন ট্যাক্সিচালক, যাত্রীদের অর্থ সাহায্যে নিজের গ্রামে স্কুল, অনাথাশ্রম তৈরি করেছেন এই স্কুলছুট
মা ফুলকলি বিশ্বাস বলেন, তাঁদের বাড়ি প্রকৃতপক্ষে আড়ংঘাটায়। সেখানে বাবার কাছে থাকে এক মেয়ে এবং অন্য আর এক মেয়ে অর্পিতাকে নিয়ে তিনি শান্তিপুর সূত্রাগড় চর এলাকায় বাপের বাড়ি থাকেন। ওর নার্ভ সংক্রান্ত একটা সমস্যার রয়েছে দীর্ঘদিন তবে এখন শারীরিক পরিস্থিতি যে অবস্থায় রয়েছে তাতে কিছুতেই পরীক্ষা দেওয়া সম্ভব নয় । শারীরিক অসুস্থতা কাটিয়ে ওই পরীক্ষার্থী স্বাভাবিকভাবে উচ্চ মাধ্যমিকের বাকি বিষয়ের পরীক্ষা এ বছর দিতে পারবে কি না তা নিয়েই চিন্তিত পরিবার।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
February 19, 2024 3:50 PM IST