WB HS Exam 2024: কোলে চেপে পরীক্ষা দিতে দুই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, দাদার পিঠে-বাবার কোলেই যুদ্ধজয়ের পথে তাঁরা

Last Updated:

WB HS Exam 2024: অদম্য ইচ্ছা শক্তি থাকলে কোন কিছু করাই যে অসম্ভব নয়, তা আজ রমেন আর কিশলয় আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন।

দুই পড়ুয়া দুজনের কোলে 
দুই পড়ুয়া দুজনের কোলে 
পূর্ব বর্ধমান: রাজ্য জুড়ে চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবার এই উচ্চ মাধ্যমিক পরীক্ষায়, পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নাদনঘাট থানার পারুল ডাঙ্গা নসরতপুর উচ্চ বিদ্যালয়ে এক বিরল দৃশ্য লক্ষ্য করা গেল। এই বছর পারুল ডাঙ্গা নসরতপুর উচ্চ বিদ্যালয়ে মোট ৪৭১ জন পরীক্ষার্থীর সিট পড়েছে। এর মধ্যে ছাত্র সংখ্যা ১৯১ জন এবং ২৮০ ছাত্রী পরীক্ষায় বসছে। এর- মধ্যে একজন অনুপস্থিত বলে জানা যায়।
এই ৪৭০ জন পরীক্ষার্থীর মধ্যে দু’জন বিশেষ ভাবে সক্ষম পড়ুয়াকে বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে দেখা গেল। পড়াশোনা করার অদম্য ইচ্ছা আজ তাঁদের এই স্কুল পর্যন্ত নিয়ে এসেছে। তাঁদের মনের জোর যে অপরিসীম, তা আর বলার অপেক্ষা রাখে না।
advertisement
advertisement
জানা যায়, দুই পড়ুয়ার মধ্যে একজনের নাম রমেন চৌধুরী। রমেন তাঁর দাদার পিঠে চেপে পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দিতে আসেন। তিনি রাইটারের সাহায্য নিয়ে পরীক্ষা দিয়েছেন। রমেন জানান তাঁর পরীক্ষাও ভাল হয়েছে। অন্যদিকে অপর একজনের নাম কিশলয় মোদক। কিশলয় তাঁর বাবার কোলে চেপে পরীক্ষা দিতে আসেন। রাইটারের সাহায্য না নিয়েই নিজে লিখেই পরীক্ষা দেওয়ার চেষ্টা করেন কিশলয়। তিনিও জানান, তাঁর পরীক্ষা মোটামুটি ভালই হয়েছেন। রমেন এবং কিশলয়, এঁরা দুজনেই সমুদ্রগড় উচ্চ বিদ্যালয়ের ছাত্র বলে জানা যায়। অদম্য ইচ্ছা শক্তি থাকলে কোনও কিছু করাই যে অসম্ভব নয়, তা আজ রমেন আর কিশলয় আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
বাংলা খবর/ খবর/শিক্ষা/
WB HS Exam 2024: কোলে চেপে পরীক্ষা দিতে দুই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, দাদার পিঠে-বাবার কোলেই যুদ্ধজয়ের পথে তাঁরা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement