Higher Secondary Exam: প্রথম সেমিস্টার উচ্চ মাধ্যমিকে 'পাশ' করল কি শিক্ষা সংসদ? সময় কম থেকে প্রশ্ন ভুল নিয়ে জবাবদিহি সভাপতির
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by:Susmita Mondal
Last Updated:
Higher Secondary Exam: উচ্চ মাধ্যমিকে প্রথম বার সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হল। এই নিয়ে প্রশ্ন ভুল থেকে সময় কম, একাধিক বিষয় নিয়ে জবাবদিহির মুখে পড়তে হয় সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যকে। তিনি জানান এর পরের সেমিস্টার হবে ফেব্রুয়ারি মাসে। দুই সেমিস্টারের পরীক্ষার নম্বর মিলিয়েই উচ্চ মাধ্যমিকের সর্বোচ্চ নম্বর নির্ধারণ করা হবে বলে জানান তিনি।
কলকাতা: উচ্চ মাধ্যমিকে প্রথম বার সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হল। এই নিয়ে প্রশ্ন ভুল থেকে সময় কম, একাধিক বিষয় নিয়ে জবাবদিহির মুখে পড়তে হয় সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যকে। তিনি জানান এর পরের সেমিস্টার হবে ফেব্রুয়ারি মাসে। দুই সেমিস্টারের পরীক্ষার নম্বর মিলিয়েই উচ্চ মাধ্যমিকের সর্বোচ্চ নম্বর নির্ধারণ করা হবে বলে জানান তিনি। এদিন সাংবাদিক বৈঠকে তাঁর দাবি, সফলভাবে হয়েছে এই সেমিস্টার মাধ্যমে পরীক্ষা। এর জন্য ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, সকল শিক্ষাব্যবস্থায় নিযুক্ত অফিসার সকলকে।
পরীক্ষা নিয়ে সংসদের দাবি, ছাত্র-ছাত্রীদের ভাল সাড়া মিলেছে, সুবিধা হয়েছে সেমিস্টারে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে। কারণ এক্ষেত্রে চাপ কমেছে ছোট আকারে পরীক্ষা হওয়ায়। ৫১০ জন পরীক্ষার্থী ছিল বিশেষ চাহিদা সম্পন্ন। অসুস্থ ৫৪ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। ইংলিশ পরীক্ষার দিন মালদায় দুজন পরীক্ষার্থী হেলমেট ছাড়া বাইকে পরীক্ষা দিতে যাচ্ছিল রতুয়া হাই স্কুলে। তন্ময় প্রামাণিক, মহম্মদ রেয়ান তাদের মৃত্যু হয় পথ দুর্ঘটনায়।
advertisement
advertisement
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের হিসাব অনুযায়ী, ১২ দিনের পরীক্ষায় মাত্র ২ জন মোবাইল নিয়ে ধরা পড়েছে পরীক্ষার হলে। ফিজিক্স পরীক্ষার দিন জগতবল্লভপুর হাই স্কুলের ছাত্রী মোবাইল নিয়ে ধরা পড়ে, তার পরীক্ষা বাতিল করা হয়েছে। আর একটা আজ পলিটিক্যাল সায়েন্সের পরীক্ষায় নদীয়ার রউতরি হাই স্কুলের ছাত্র সে মোবাইল ফোন নিয়ে ধরা পড়ায় তার পরীক্ষা বাতিল হয়েছে। এছাড়া সন্তোষপুর হাই স্কুলের এক ছাত্রী দুর্ব্যবহার করার জন্য পরীক্ষা বাতিল করা হয়েছে। বিগত দুই বছরের তুলনায় এটা অনেক কম। ২০২৪ এ ৪১ জন ছাত্র-ছাত্রী ধরা পড়ে মোবাইল ফোন-সহ। ১৪১ জনের পরীক্ষা বাতিল হয় শিক্ষকের সঙ্গে দুর্ব্যবহারের জন্য বা চিট করার জন্য। ২০২৫ এ এই সংখ্যা ছিল ৮। ২৮৮ জন পরীক্ষার্থী ছিল শিক্ষকের সঙ্গে দুর্ব্যবহার করার বা টুকলি করার জন্য পরীক্ষা বাতিল হয়। এবার সেই সংখ্যা তিন।
advertisement
প্রথম সেমিস্টারের ফল কবে প্রকাশিত হবে, সেই নিয়ে সভাপতি বলেন, “রেজাল্ট অনেক তাড়াতাড়ি হবে আশা করা যায়, তবে ছুটি আছে অনেক। সেটা সত্ত্বেও OMR শিট স্ক্যানিং চলছে। ৩৮ – ৩৯ লক্ষ OMR শিট আছে, সবটা দেখা হচ্ছে। আশা করা হচ্ছে ৩১ অক্টোবরের মধ্যে রেজাল্ট বের করা সম্ভব হবে। সেই সঙ্গে বায়োলজি প্রশ্ন ভুল নিয়ে তিনি বলেন, “দুটো প্রশ্ন ভুল ছিল। প্রশ্নের উত্তরের অপশন ভুল ছিল। সেক্ষেত্রে পরীক্ষার্থীরা পুরো নম্বর পাবে”।
advertisement
পাশাপাশি এভার বিভিন্ন স্তরে দাবি করা হয়েছে পরীক্ষার্থীরা সময় কম পেয়েছে। সেই নিয়ে তিনি বলেন, “সময় ইস্যু, তবে প্রশ্নের নেচারটাও ইস্যু। সময়ের বিষয় দেখা হবে, নজরে রয়েছে আমাদের বিষয়টা। প্রশ্নের বিষয়টাও দেখা হবে। প্রশ্নপত্র, OMR সব বিষয় নিয়েই বিশ্লেষণ করতে হবে”। সচিব চিরঞ্জীব ভট্টাচার্যের দাবি, টুকলি অনেকটাই কমেছে এবার। কারণ হিসাবে তিনি বলেন, “বই এর পাতা নিয়ে এলে বা কিছু লিখে নিয়ে এলে লাভ হবে না এই এমসিকিউ প্রশ্ন হওয়ার কারণে। তাই বলা যায় এবার টুকলি বা চিট করার কারণে পরীক্ষা বাতিলের সংখ্যা এবার অনেক কম হয়েছে”।
view commentsLocation :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 22, 2025 5:21 PM IST

