GST 2.0 what will be costlier: অনেক কিছু সস্তা হলেও দাম বাড়ছে এসব জিনিসের, বসল ৪০% GST! পকেট ফাঁকা গরিব-বড়লোক সবার

Last Updated:
GST 2.0 what will be costlier: জিএসটি সংরক্ষণের পরে বেশির ভাগ জিনিসের দাম কমলেও ৪০ শতাংশ জিএসটি হতে পারে বেশ কিছু জিনিসের। অর্থাৎ সেই সব জিনিসের দাম অনেকটা বাড়বে।
1/5
দাম বাড়বে বড় গাড়ি এবং বিলাসবহুল গাড়ির। যার মধ্যে রয়েছে ১২০০ সিসির বেশি ইঞ্জিনের গাড়ি, এবং ৪ মিটারের লম্বা গাড়ি। এসব গাড়ির ক্ষেত্রে ৪০ শতাংশ জিএসটি কার্যকর হবে। তবে আগে এই গাড়িগুলির ক্ষেত্রে সেস কার্যকর থাকলেও এখন থাকছে না, তাই জিএসটি বাড়লে এসব গাড়ির দাম সামান্য কমতে পারে।
দাম বাড়বে বড় গাড়ি এবং বিলাসবহুল গাড়ির। যার মধ্যে রয়েছে ১২০০ সিসির বেশি ইঞ্জিনের গাড়ি, এবং ৪ মিটারের লম্বা গাড়ি। এসব গাড়ির ক্ষেত্রে ৪০ শতাংশ জিএসটি কার্যকর হবে। তবে আগে এই গাড়িগুলির ক্ষেত্রে সেস কার্যকর থাকলেও এখন থাকছে না, তাই জিএসটি বাড়লে এসব গাড়ির দাম সামান্য কমতে পারে।
advertisement
2/5
৩৫০ সিসির চেয়ে বড় বাইকের ক্ষেত্রে দাম অনেকটাই বাড়বে। আগে এই গাড়িতে ২৮ শতাংশ জিএসটি এবং ৩ শতাংশ সেস দিতে হত, এবার ৪০ শতাংশ জিএসটি দিতে হবে।
৩৫০ সিসির চেয়ে বড় বাইকের ক্ষেত্রে দাম অনেকটাই বাড়বে। আগে এই গাড়িতে ২৮ শতাংশ জিএসটি এবং ৩ শতাংশ সেস দিতে হত, এবার ৪০ শতাংশ জিএসটি দিতে হবে।
advertisement
3/5
ঠান্ডাপানীয়-সহ একগুচ্ছ পানীয়ের দাম বাড়তে পারে অনেকটাই। আগে এই ধরনের পানীয়ের ক্ষেত্রে ২৮ শতাংশ জিএসটি থাকলেও এবার দিতে হবে ৪০ শতাংশ জিএসটি।
ঠান্ডাপানীয়-সহ একগুচ্ছ পানীয়ের দাম বাড়তে পারে অনেকটাই। আগে এই ধরনের পানীয়ের ক্ষেত্রে ২৮ শতাংশ জিএসটি থাকলেও এবার দিতে হবে ৪০ শতাংশ জিএসটি।
advertisement
4/5
যেসব জিনিসপত্রের দাম বাড়বে তার মধ্যে রয়েছে পান মসলা, সিগারেট, গুটকা এবং অন্যান্য তামাকজাত পণ্য যেমন চিবানোর তামাক, জর্দা, অপরিশোধিত তামাক এবং বিড়ি।
যেসব জিনিসপত্রের দাম বাড়বে তার মধ্যে রয়েছে পান মসলা, সিগারেট, গুটকা এবং অন্যান্য তামাকজাত পণ্য যেমন চিবানোর তামাক, জর্দা, অপরিশোধিত তামাক এবং বিড়ি।
advertisement
5/5
জিএসটির আয়তায় না থাকায় পেট্রল-ডিজেলের দামে কোনও পরিবর্তন হবে না। অনলাইন গেমিং সংক্রান্ত পরিষেবার খরচে জিএসটি ৪০ শতাংশ হবে, অর্থাৎ খরচ বাড়বে।
জিএসটির আয়তায় না থাকায় পেট্রল-ডিজেলের দামে কোনও পরিবর্তন হবে না। অনলাইন গেমিং সংক্রান্ত পরিষেবার খরচে জিএসটি ৪০ শতাংশ হবে, অর্থাৎ খরচ বাড়বে।
advertisement
advertisement
advertisement