Higher Secondary 2022: উপনির্বাচনের জন্য উচ্চ মাধ্যমিকের সূচিতে বদল, সম্ভবত আগামিকালই ঘোষণা
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
আগামী ১২ এপ্রিল আসানসোল লোকসভা কেন্দ্র এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন (Higher Secondary 2022)৷
#কলকাতা: উপনির্বাচনের (Asansol Ballygunge Bye Election) জন্য শেষ পর্যন্ত উচ্চমাধ্যমিক পরীক্ষার (Higher Secondary 2022) সূচিই বদল করা হচ্ছে৷ এ দিন স্কুল শিক্ষা সচিবের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের আধিকারিকরা। পরীক্ষার সম্ভাব্য সূচি কি হতে পারে তা নিয়ে ইতিমধ্যেই নবান্নে প্রস্তাব পাঠানো হয়েছে। সূত্রের খবর, আগামিকালই পরীক্ষার পরিবর্তিত সূচি জানিয়ে দেবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ৷
আগামী ১২ এপ্রিল আসানসোল লোকসভা কেন্দ্র এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন৷ কিন্তু ওই সময় উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে৷
advertisement
এ ছাড়াও আইসিএসসি, সিবিএসই, আইএএস বোর্ডেরও পরীক্ষা রয়েছে৷ সেই কারণে উপনির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছিল রাজ্য সরকার৷ তৃণমূলের তরফেও একটি প্রতিনিধি দল এ দিন দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে গিয়ে একই দাবি জানায়৷
advertisement
যদিও, নির্বাচন কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, উপনির্বাচনের দিন পিছোলে সাংবিধানিক সঙ্কট তৈরি হবে৷ কারণ বাবুল সুপ্রিয় সাংসদ পদে ইস্তফা দেওয়ার ছ' মাসের মধ্যে আসানসোলে ভোট করাতে হবে৷
নির্বাচন কমিশন যে ভোটের দিন পিছোবে না সেই ইঙ্গিত পেয়েই পরীক্ষার সূচি বদলের প্রস্তুতি নিতে শুরু করে রাজ্য সরকার৷ এ দিন বিধানসভাতেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, ভোট না পিছোলে পরীক্ষাই পিছিয়ে দেওয়া হবে৷
view commentsLocation :
First Published :
March 16, 2022 6:17 PM IST