HS Exam 2022: ১০ হাজার শিক্ষক বদলি! উচ্চমাধ্যমিক আয়োজনে শিক্ষক শিক্ষিকা মেলা নিয়ে সংশয়ে শিক্ষা সংসদ!

Last Updated:

WB Utsashree Program: শিক্ষকদের একাংশের দাবি, উৎসশ্রী প্রকল্পের মাধ্যমে শিক্ষক শিক্ষিকাদের বদলির কারণে বিভিন্ন স্কুলে শিক্ষকদের ঘাটতি চোখে পড়ার মতো বাড়ছে।

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
#কলকাতা: কোভিড ১৯ সংক্রমণের কথা মাথায় রেখেই এবার বাড়ানো হয়েছে উচ্চমাধ্যমিকের (HS Exam 2022) পরীক্ষা কেন্দ্রের সংখ্যা। সংসদ (WBCHSE) সূত্রের খবর, সারা রাজ্যে ৬০০০ এরও বেশি পরীক্ষাকেন্দ্রে চলবে পরীক্ষাগ্রহণ (HS Exam 2022)। কিন্তু এক অন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন শিক্ষকনেতাদের একাংশ। পরীক্ষাকেন্দ্র বেড়েছে ঠিকই কিন্তু রাজ্যে বাড়েনি শিক্ষক (Govt Teachers) সংখ্যা। ফলে এই সমস্ত পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা পরিচালনা করার মতো পর্যাপ্ত শিক্ষক শিক্ষিকা পাওয়া যাবে কী না তাই নিয়েই দেখা দিয়েছে সংশয়!
সরকারের এক সূত্রের খবর, রাজ্য সরকারের উৎসশ্রী প্রকল্পের (Utsashree Program) মাধ্যমে নিজেদের জেলার স্কুলেই বদলি (Teacher Transfer) করা হচ্ছে বহু শিক্ষক শিক্ষিকাদের। এই নয়া প্রকল্পের আওতায় এখনও অবধি ১০ হাজার শিক্ষক শিক্ষিকার বদলি হয়েছে। গ্রামের সরকারি স্কুলগুলিতে এমনিতেই পড়ুয়া অনুপাতে শিক্ষক শিক্ষিকার সংখ্যা কম। এই বদলির ফলে বিশেষ করে সমস্যায় পড়েছে রাজ্যের গ্রামের স্কুলগুলি। বহু স্কুলের শিক্ষক শিক্ষিকার সংখ্যা কমতে কমতে এখন ৩/৪! সুতরাং প্রশ্ন উঠছে, উচ্চমাধ্যমিক (HS Exam 2022) পরীক্ষার পরিদর্শনের জন্য যথেষ্ট সংখ্যায় শিক্ষক শিক্ষিকাদের পাওয়া আদৌ সম্ভবপর হবে তো?
advertisement
advertisement
সূত্রের খবর, এই বিষয়ে প্রতিটি জেলার স্কুল পরিদর্শকদের নিয়ে শীঘ্রই বৈঠকে বসতে চলেছে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
চলতি বছরের উচ্চমাধ্যমিক (HS Exam 2022) পরীক্ষা শুরু হওয়ার আগে বিভিন্ন স্কুলে শিক্ষক শিক্ষিকার সংখ্যা কত তা জানতে চেয়েছিল সংসদ। সমস্ত সরকারি স্কুলে উচ্চমাধ্যমিক পরীক্ষা গ্রহণের সঙ্গে জড়িত শিক্ষক শিক্ষিকার সংখ্যা কত তা কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
advertisement
সরকারি স্কুলগুলি ধুঁকছে শিক্ষকের অভাবে, এই নিয়ে বারেবারেই সরব হয়েছেন শিক্ষকদের একাংশ। শিক্ষকদের একাংশের দাবি, উৎসশ্রী প্রকল্পের মাধ্যমে শিক্ষক শিক্ষিকাদের বদলির কারণে বিভিন্ন স্কুলে শিক্ষকদের ঘাটতি চোখে পড়ার মতো বাড়ছে। এই মুহূর্তে শিক্ষকদের শূন্যপদও বিস্তর। শিক্ষাবিদদের অনেকেই বলছেন অবিলম্বে এই শূন্যপদ পূরণ না করা হলে উচ্চমাধ্যমিক পরীক্ষা আয়োজন করতেই ভুগতে হবে রাজ্য সরকারকে। সংসদ সূত্রের খবর, ১৩ এপ্রিল থেকে শুরু হবে উচ্চমাধ্যমিক (HS Exam 2022) পরীক্ষা, চলবে ২৮ এপ্রিল পর্যন্ত।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
HS Exam 2022: ১০ হাজার শিক্ষক বদলি! উচ্চমাধ্যমিক আয়োজনে শিক্ষক শিক্ষিকা মেলা নিয়ে সংশয়ে শিক্ষা সংসদ!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement