Higher Secondary Exam 2024: ফেব্রুয়ারিতে উচ্চমাধ্যমিক! পরীক্ষার একগুচ্ছ নিয়মে বদল, জানুন বিশদে
- Written by:Sebak Deb Sarma
- Published by:Suvam Mukherjee
Last Updated:
Higher Secondary Exam 2024: নকল বা অসাধু উপায় অবলম্বন ঠেকাতেও আরও কড়া হচ্ছে সংসদ। এতদিন পরীক্ষা কেন্দ্রে যেমন মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ ছিল
মালদহ: লোকসভা ভোট থাকায় এবার ফেব্রুয়ারিতেই হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। এবার পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও সুষ্ঠু করতে একাধিক নতুন পদক্ষেপ নিতে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ফল প্রকাশে দ্রুততা আনতে আরও বেশি করে কাজে লাগানো হবে অনলাইন প্রযুক্তিকে। নকল বা অসাধু উপায় অবলম্বন ঠেকাতেও আরও কড়া হচ্ছে সংসদ। এতদিন পরীক্ষা কেন্দ্রে যেমন মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ ছিল। এবার তেমনই নিষিদ্ধ হচ্ছে স্মার্ট ওয়াচ।
পরীক্ষার হলে পড়ুয়ারা যাতে মোবাইল, স্মার্টওয়াচ বা অন্য কোনও ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে পৌঁছতে না পারে এজন্য বিশেষ চেকিং এর ব্যবস্থা থাকবে। ‘রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেকশন সিস্টেমে’ বিভিন্ন স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্রগুলিতে আচমকা পরিদর্শন করে সংশ্লিষ্ট পরীক্ষা হলে কোনও মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস রয়েছে কিনা তার নজরদারি করা হবে।
বৃহস্পতিবার মালদহে উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি বৈঠকে যোগ দিয়ে এমনই ইঙ্গিত দিয়েছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এদিন মালদা টাউন হলে পরীক্ষা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বিভিন্ন শিক্ষক এবং পুলিশ ও প্রশাসনকে নিয়ে বৈঠক হয়। জানা গিয়েছে, লোকসভা ভোট থাকায় এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা প্রায় একমাস এগিয়ে আনা হয়েছে। ১৬ থেকে ২৯ ফেব্রুয়ারির মধ্যে শেষ হয়ে যাবে উচ্চমাধ্যমিক পরীক্ষা।
advertisement
advertisement
পরীক্ষার সময়ও বদল এনেছে সংসদ। এবার দুপুর ১২টা থেকে সোওয়া তিনটে পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে। চলতি ডিসেম্বর মাস থেকেই শুরু হয়ে যাবে বিভিন্ন বিষয়ের প্র্যাকটিক্যাল পরীক্ষা।সংসদ সভাপতি এদিন আরও জানিয়েছেন, বিভিন্ন বিষয়ে পরীক্ষার্থীরা যে নম্বর পাবে, উত্তরপত্র মূল্যায়নের পর সেই নম্বর অনলাইনে মাধ্যমে আপলোড করা হবে।
advertisement
এতে করে ফল প্রকাশের সময় অনেকটা কমে যাবে। অনেক কম দিনে ফল প্রকাশ সম্ভব হবে বলে জানিয়েছেন তিনি। এছাড়া এবারই প্রথম প্রতিটি প্রশ্নপত্রে টাকার নোটের মতো লেখা থাকবে সিরিয়াল নম্বর। এতে সুরক্ষা আরও সুনিশ্চিত হবে বলে দাবি সংসদ সভাপতির।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Nov 30, 2023 9:09 PM IST









