কলকাতা: আগামী ১৪ মার্চ থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষায় এবার রাজ্যের সব জেলাতেই ছাত্রদের থেকে এগিয়ে গেল ছাত্রীরা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যের ২৩ টি জেলাতেই ছাত্রীদের সংখ্যা বেশি ছাত্রদের তুলনায়। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮ লক্ষ ৫২হাজার, যা গতবারে তুলনায় এক লক্ষ ৭ হাজার বেশি। গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ ৪৫ হাজার। এ'বছর ছাত্রদের সংখ্যা ৪২.৫৭ শতাংশ এবং ছাত্রীদের সংখ্যা ৫৭.৪৩ শতাংশ।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, এ'বছর মোট ছাত্র পরীক্ষার্থী ৩ লক্ষ ৬২ হাজার ৫৭১ জন, ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা চার লক্ষ ৮৯ হাজার ১৩৫ জন। এ'প্রসঙ্গে বলতে গিয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন "রাজ্য সরকার ছাত্রীদের জন্য একাধিক প্রকল্প নিয়ে এসেছে। এটা তারই প্রতিফলন বলে মনে হয়।"এ'বছর মোট ২৩৪৯টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। সকাল দশটা থেকে দুপুর ১ টা ১৫ মিনিট পর্যন্ত হবে পরীক্ষা। পরীক্ষা কেন্দ্রের প্রত্যেকটি পরীক্ষা হলে দু'জন করে নজরদারির জন্য শিক্ষক-শিক্ষিকা থাকবেন। এবারও বাংলা ইংরেজি হিন্দি ও অলচিকি এই চার ভাষায় প্রশ্নপত্র করা হচ্ছে বলেই জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
এবছর প্রায় ১৪০০ জন প্রধান পরীক্ষক এবং ৫৫ হাজার পরীক্ষক নিয়োগ করা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য। সংসদের তরফ থেকে চালু করা হয়েছে কন্ট্রোল রুমও। ০৩৩ ২৩৩৭০৭৯২ এই কন্ট্রোল রুম থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত যে-কোনও সহযোগিতা পাবেন ছাত্র-ছাত্রীরা বলেই সংসদ জানিয়েছে। এদিন সংসদের তরফে পরীক্ষার্থীদের গুজবে কান না দেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে নিরাপত্তা নিয়েও একাধিক পদক্ষেপ নিয়েছে সংসদ। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আটকাতেও তিন দফা পদক্ষেপ নেওয়া হয়েছে সংসদের তরফে।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।