advertisement

Group C Group D Recruitment 2026 in West Bengal: ভোটের আগেই স্কুলে স্কুলে গ্রুপ C-গ্রুপ D নিয়োগের লিখিত পরীক্ষা, দিনক্ষণ জানাল স্কুল সার্ভিস কমিশন

Last Updated:

Group C Group D Recruitment 2026 in West Bengal: বড় খবর। নবান্নের অনুমোদন চায় স্কুল শিক্ষা দফতর। সেই অনুমোদন নবান্ন দিল স্কুল শিক্ষা দফতরকে। গ্রুপ সি পদে ২৯৮৯ টি, গ্রুপ ডি পদে ৫৪৮৮ টি শূন্যপদ রয়েছে।

গ্রুপ সি গ্রুপ ডি-তে নিয়োগ
গ্রুপ সি গ্রুপ ডি-তে নিয়োগ
কলকাতা: বিধানসভা ভোটের আগেই স্কুলে স্কুলে গ্রুপ সি-গ্রুপ ডি নিয়োগের লিখিত পরীক্ষা হচ্ছে। নবান্নের তরফে অনুমোদন দেওয়া হল রাজ্য স্কুল শিক্ষা দফতরকে। আগামী ১ মার্চ গ্রুপ সি ও ৮ মার্চ গ্রুপ ডি নিয়োগের লিখিত পরীক্ষা নেবে স্কুল সার্ভিস কমিশন। ১ মার্চ গ্রুপ সি নিয়োগের লিখিত পরীক্ষা দুপুর ১২ টা থেকে দুপুর ১. ৫০ মিনিট পর্যন্ত হবে। গ্রুপ ডি নিয়োগের লিখিত পরীক্ষা হবে ৮ মার্চ দুপুর ১২ টা থেকে দুপুর ১. ২০ মিনিট পর্যন্ত।
গ্রুপ সি ও গ্রুপ ডি মিলিয়ে ১৬ লক্ষেরও বেশি পরীক্ষার্থী আবেদন করেছেন। প্রত্যেকটি পরীক্ষার জন্যই ১৫০০-এরও বেশি পরীক্ষাকেন্দ্রের প্রয়োজন এসএসসি-এর। দু’দিনই মাধ্যমিক পরীক্ষার মতোই পরীক্ষা নিতে হবে এসএসসি-কে।
আরও পড়ুন: বিজ্ঞান বা ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর হলে মোটা অঙ্কের বেতনে চাকরির সুযোগ, আইআইটি খড়গপুরের বিজ্ঞপ্তি জারি
তার জন্যই নবান্নের অনুমোদন চায় স্কুল শিক্ষা দফতর। সেই অনুমোদন নবান্ন দিল স্কুল শিক্ষা দফতরকে। গ্রুপ সি পদে ২৯৮৯ টি, গ্রুপ ডি পদে ৫৪৮৮ টি শূন্যপদ রয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন: একাদশ-দ্বাদশের চূড়ান্ত তালিকা এলেও কাউন্সেলিং শুরুই হয়নি, নবম-দশমের সবই বাকি! SSC-তে চাকরি নিয়ে প্রশ্ন উঠছে
মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরই এই পরীক্ষা নিতে চেয়েছিল স্কুল শিক্ষা দফতর। তাতেই অনুমোদন দিল নবান্ন। বৃহস্পতিবার নির্দেশিকা জারি করবে এসএসসি বলেই সূত্রের খবর।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Group C Group D Recruitment 2026 in West Bengal: ভোটের আগেই স্কুলে স্কুলে গ্রুপ C-গ্রুপ D নিয়োগের লিখিত পরীক্ষা, দিনক্ষণ জানাল স্কুল সার্ভিস কমিশন
Next Article
advertisement
উদ্ধার ব্ল্যাকবক্স ! বিমান ভেঙে পড়ার ঠিক আগে কী ঘটেছিল ককপিটে? পাইলটের শেষ কথা ‘Oh S***’
উদ্ধার ব্ল্যাকবক্স ! বিমান ভেঙে পড়ার ঠিক আগে কী ঘটেছিল ককপিটে? পাইলটের শেষ কথা ‘Oh S***’
  • উদ্ধার ব্ল্যাকবক্স !

  • বিমান ভেঙে পড়ার ঠিক আগে কী ঘটেছিল ককপিটে?

  • পাইলটের শেষ কথা ‘Oh S***’

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement