এবার স্কুলে দেখানো হবে মোদির ছেলেবেলার কাহিনি নিয়ে সিনেমা! CBSE-কে বড় নির্দেশ কেন্দ্রের

Last Updated:

Narendra Modi Birthday: এবার স্কুলে স্কুলে চলবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছেলেবেলার কাহিনি নিয়ে সিনেমা। সিবিএসই বোর্ডকে এই সংক্রান্ত নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। ছাত্রছাত্রীরা ওই ছবি দেখে যাতে অনুপ্রাণিত হতে পারে তাই এমন উদ্যোগ বলে জানা গিয়েছে।

কী বললেন মোদি?
কী বললেন মোদি?
নয়াদিল্লি: এবার স্কুলে স্কুলে চলবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছেলেবেলার কাহিনি নিয়ে সিনেমা। সিবিএসই বোর্ডকে এই সংক্রান্ত নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। ছাত্রছাত্রীরা ওই ছবি দেখে যাতে অনুপ্রাণিত হতে পারে তাই এমন উদ্যোগ বলে জানা গিয়েছে।
শুধু সিবিএসই নয়, কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন এবং নবোদয় বিদ্যালয় সমিতিকেও নির্দেশ দিয়েছে কেন্দ্র। প্রধানমন্ত্রীর ছেলেবেলার বিভিন্ন ঘটনা নিয়ে বানানো ওই ছবিটির নাম ‘চলো জীতে হ্যায়’।
advertisement
আজ, অর্থাৎ ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী মোদির জন্মদিন, গত কাল থেকে সিনেমাটি দেখানো শুরু হয়েছে। গান্ধিজির জন্মদিন অর্থাৎ ২ অক্টোবর পর্যন্ত ছবিটি দেখানো হবে বলে জানা গিয়েছে।
advertisement
২০১৮ সালে মুক্তি পাওয়া ওই ছবিটি সেরা ‘নন-ফিচার ফিল্ম’ হিসাবে জাতীয় পুরস্কারও জিতেছে। ওই ছবিটি নাকি ছাত্রছাত্রীদের চরিত্রগঠনে সাহায্য করবে এবং সামাজিক-মানসিক শিক্ষায় সহায়তা করবে। আজ প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন, সেই দিন থেকে মোদির জীবনি নিয়ে ছবি দেখানো নিয়ে শুরু হয়েছে সমালোচনাও। তবে দেশ জুড়ে জন্মদিন পালনের পাশাপাশি মোদির জন্মদিনে সরকার যে স্কুল পড়ুয়াদেরও শামিল করতে চায় তা বলাই বাহুল্য।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
এবার স্কুলে দেখানো হবে মোদির ছেলেবেলার কাহিনি নিয়ে সিনেমা! CBSE-কে বড় নির্দেশ কেন্দ্রের
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement