Teaching Posts Vacancy: কেন্দ্রীয় বিদ্যালয়ে খালি পড়ে রয়েছে ১২ হাজারেরও বেশি শিক্ষকের পদ! নবোদয় বিদ্যালয়ে ৩০০০
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Posts Vacant In Kendriya Vidyalayas, Navodaya Schools: সারা দেশে কেন্দ্রীয় বিদ্যালয়গুলিতে ১২,০৪৪ টি শিক্ষক পদ এবং ১,৩৩২ টি অশিক্ষক পদ শূন্য রয়েছে। নানা সময়ে বদলি, অবসর নেওয়ার কারণে শূন্যপদগুলি তৈরি হয়েছে।
সারা দেশে কেন্দ্রীয় বিদ্যালয়গুলিতে ১২,০০০-এরও বেশি শিক্ষকের পদ খালি রয়েছে এবং ৯,০০০ জনেরও বেশি শিক্ষক চুক্তিভিত্তিক পদ্ধতিতে নিযুক্ত হয়েছেন, জানিয়েছে শিক্ষা মন্ত্রক। তামিলনাড়ুতে (১,১৬২), মধ্যপ্রদেশ (১,০৬৬) এবং কারান্তকে (১,০০৬) সর্বাধিক শূন্য শিক্ষক পদ রয়েছে। ২০২১ সালের হিসেবে, কেন্দ্র পরিচালিত নবোদয় বিদ্যালয়ে (NVs) শিক্ষকতার শূন্যপদ রয়েছে, সারা দেশে ৩,১৫৬ টি। যার মধ্যে সর্বোচ্চ ঝাড়খণ্ড (২৩০) এবং অরুণাচল প্রদেশ ও অসমে ২১৫ টি শূন্যপদ রয়েছে। লোকসভায় এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী অন্নপূর্ণা দেবী এই পরিসংখ্যান জানিয়েছেন।
“সারা দেশে কেন্দ্রীয় বিদ্যালয়গুলিতে ১২,০৪৪ টি শিক্ষক পদ এবং ১,৩৩২ টি অশিক্ষক পদ শূন্য রয়েছে। নানা সময়ে বদলি, অবসর নেওয়ার কারণে শূন্যপদগুলি তৈরি হয়েছে। শূন্যপদগুলি পূরণ করা একটি ধারাবাহিক প্রক্রিয়া এবং প্রাসঙ্গিক নিয়োগের নিয়মের বিধান অনুসারেই শূন্যপদগুলি পূরণ করার চেষ্টা করা হয়,” বলেন অন্নপূর্ণা দেবী।
advertisement
advertisement
“শিক্ষার প্রক্রিয়া যাতে ব্যাহত না হয় তা নিশ্চিত করার জন্য কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন (KVS) অস্থায়ী মেয়াদের শিক্ষকদের চুক্তিভিত্তিক পদ্ধতিতে নিযুক্ত করা হয়েছে,” বলেন তিনি৷ সারা দেশে মোট ৯,১৬১ শিক্ষক চুক্তিভিত্তিক পদ্ধতিতে KV-তে নিযুক্ত হয়েছেন৷
advertisement
এক হাজারেরও বেশি শূন্যপদ সহ শীর্ষ তিনটি রাজ্য ছাড়াও, KV-তে ৬০০ টিরও বেশি শিক্ষক পদ খালি রয়েছে এমন আরও সাতটি রাজ্য রয়েছে, যার মধ্যে পশ্চিমবঙ্গ (৯৬৪), ওড়িশা (৮৮৬) এবং মহারাষ্ট্রও (৭০৫) রয়েছে। বিভাগ অনুসারে ওবিসি-র জন্য সংরক্ষিত শিক্ষকের শূন্যপদ রয়েছে ৪৫৭ টি। KV-তে তপশিলী জাতির জন্য ৩৩৭ টি, তপশিলী উপজাতির জন্য ১৬৮ টি এবং অন্যান্যদের জন্য ১৬৩ টি পদও খালি রয়েছে। নবোদয় বিদ্যালয়ে ১৯৪ টি EWS, ৬৭৬ টি OBC, ৪৭০ টি SC এবং ২৩৪ টি ST শিক্ষকের পদ খালি রয়েছে।
view commentsLocation :
First Published :
July 26, 2022 11:19 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Teaching Posts Vacancy: কেন্দ্রীয় বিদ্যালয়ে খালি পড়ে রয়েছে ১২ হাজারেরও বেশি শিক্ষকের পদ! নবোদয় বিদ্যালয়ে ৩০০০