চাটনি থেকে পায়জামা, কোন কোন হিন্দি শব্দ স্থান পেয়েছে ইংরেজি অভিধানে জানলে অবাক হবেন

Last Updated:

প্রতি বছরই ইংরেজি অভিধানে কিছু নতুন শব্দ যুক্ত করা হয়। অনেক সময় বেশ কিছু হিন্দি জনপ্রিয় শব্দকে স্থান দেওয়া হয়েছে।অন‍্যদিকে হিন্দিভাষী লোকেরা গর্ববোধ করেন যে তাঁদের ভাষার শব্দগুলি বিদেশেও ব্যবহার করা হচ্ছে জেনে।

চাটনি থেকে পায়জামা, কোন কোন হিন্দি শব্দ স্থান পেয়েছে ইংরেজি অভিধানে জানলে অবাক হবেন
চাটনি থেকে পায়জামা, কোন কোন হিন্দি শব্দ স্থান পেয়েছে ইংরেজি অভিধানে জানলে অবাক হবেন
প্রতি বছরই ইংরেজি অভিধানে কিছু নতুন শব্দ যুক্ত করা হয়। অনেক সময় বেশ কিছু হিন্দি জনপ্রিয় শব্দকে স্থান দেওয়া হয়েছে। যাঁরা ইংরেজি উপন্যাস পড়তে বা ইংরেজি সিনেমা দেখতে ভালবাসেন তাঁরা অবশ্যই কোনও না কোনও হিন্দি শব্দ পড়েছেন বা শুনেছেন উপন্যাস বা সিনেমা।
ইংরেজিভাষী লোকেরা এই শব্দগুলি প্রচুর ব্যবহার করেন। অন‍্যদিকে হিন্দিভাষী লোকেরা গর্ববোধ করেন যে তাঁদের ভাষার শব্দগুলি বিদেশেও ব্যবহার করা হচ্ছে জেনে।
ইংরেজি অভিধানে অন্তর্ভুক্ত কিছু হিন্দি শব্দের কথা জেনে নিন।
advertisement
১- বারান্দা (Verandah): ইংল্যান্ডে বাড়িতে ‘বারান্দা’-এর চল নেই। কিন্তু ভারতে থাকাকালীন ব্রিটিশরা যখন এই শব্দটি শোনেন, তখন তাঁরা এটিকে তাদের অভিধানের যোগ করেন।
advertisement
২- জঙ্গল (Jungle): হিন্দির 'জঙ্গল' শব্দটিও ব্রিটিশরা প্রচুর ব্যবহার করে। ‘ফরেস্ট’ এবং জঙ্গল একই অর্থ এবং উভয়ই ইংরেজি অভিধানে আছে।
৩- চিট (Chit) : ইংরেজি বিশেষজ্ঞদের মতে, চিট শব্দটির উ‍‍ৎপত্তি হিন্দি শব্দ ‘চিঠ্ঠি’(chitthi) থেকে। এখন অবশ্য চিঠি আদান-প্রদান কমেছে, তবে আগে কথাবার্তা হতো চিঠির মাধ্যমে।
advertisement
৪- পায়জামা (Pyjama): ইংরেজিতে ‘পায়জামা’ (Pyjama) শব্দটি হিন্দি ‘পাজামা’ থেকে নেওয়া হয়েছে।
৫- জুগারনাট (Juggernaut) : এই শব্দের অর্থ বিশাল কিছু যা থামানো যায় না। জানা যায়, পুরীর জগন্নাথ যাত্রা থেকে শব্দটি এসেছে। যুক্তরাজ্যে, বড়ও ট্রাককে ‘জুগারনট’ বলা হয়।
৬- ঠগ(Thug): হিন্দি শব্দ ‘ঠগ’ মানে চোর/ডাকাত। ইংরেজিতে এই শব্দের ব্যবহার শুরু হয়েছে উনিশ শতক থেকে ৷
advertisement
আরও পড়ুন : বড় খবর! আজ প্রাথমিক শিক্ষক নিয়োগের দ্বিতীয় পর্যায়ের ইন্টারভিউ
৭- চাটনি (Chutney): খুব কম ভারতীয় আছেন যিনি চাটনি শব্দের অর্থ জানেন না। ব্রিটেনের লোকেরা ১৯ শতকে এই শব্দটি ব্যবহার করা শুরু করেছিল এবং তখনই এটি ইংরেজি অভিধানেও জায়গা করে নিয়েছিল৷
৮- চুড়ি(Bangles): চুড়ির অর্থ ব্রেসলেট। এই ইংরেজি শব্দটি হিন্দি শব্দ ‘বাংদি’(‘Bangdi’) থেকে এসেছে।
advertisement
৯- কট (Cot): ইংরেজিতে ‘কট’ শব্দটি হিন্দিতে ‘কট’ থেকেই এসেছে। শিশুর ঘুমানোর জায়গাকে ‘কট’ বলে।
১০- অবতার (Avatar) : কেমব্রিজ অভিধান অনুসারে, 'অবতার' হল একটি ছবি যা অনলাইন গেমিং বা চ্যাট রুম বা অন্য কোনও প্ল্যাটফর্মে নিজের উপস্থিতি বোঝাতে ব্যবহৃত হয়। ‘অবতার’ শব্দটি মূলত একটি সংস্কৃত শব্দ। হিন্দু বিশ্বাস অনুসারে, এটি বংশ বা প্রজন্মের সাথে যুক্ত।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
চাটনি থেকে পায়জামা, কোন কোন হিন্দি শব্দ স্থান পেয়েছে ইংরেজি অভিধানে জানলে অবাক হবেন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement