'শিক্ষকতা শুধুই পেশা নয়...'! শিক্ষকদের নিয়ে ধোনির মন্তব্যে মুগ্ধ গোটা বিশ্ব

Last Updated:

শনিবার, তাজ,বেকালের লনে প্রখ্যাত প্রযুক্তি-শিক্ষাবিদ, অধ্যাপক কে কে আব্দুল গাফফারের আত্মজীবনী প্রকাশ করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

'শিক্ষকতা শুধুই পেশা নয়...'! শিক্ষকদের নিয়ে ধোনির মন্তব্যে মুগ্ধ গোটা বিশ্ব
'শিক্ষকতা শুধুই পেশা নয়...'! শিক্ষকদের নিয়ে ধোনির মন্তব্যে মুগ্ধ গোটা বিশ্ব
শনিবার, তাজ,বেকালের লনে প্রখ্যাত প্রযুক্তি-শিক্ষাবিদ, অধ্যাপক কে কে আব্দুল গাফফারের আত্মজীবনী প্রকাশ করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
গাফফারের আত্মজীবনী ‘নজান সাক্ষী’ উদ্বোধন করে ধোনি বলেন যে, শিক্ষকতা শুধুমাত্র একটি পেশা নয় বরং একটি শিল্প যা ছাত্র গড়তে সাহায‍্য করে।
প্রকাশিত হওয়ার পর ধোনির কাছ থেকে প্রথম বইটি সংগ্রহ করেন দুবাই হেলথ অথরিটির (ডিএইচএ) সিইও মারওয়ান আল মোল্লা। আয়োজকদের বিবৃতি অনুযায়ী, ধোনি প্রখ্যাত অভিনেতা টোভিনো থমাস-সহ বিশিষ্ট ব্যক্তিদের হাতেও বইটি তুলে দেয়।
advertisement
advertisement
অনুষ্ঠান চলাকালীন, ধোনি তাঁর শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। তিনি বলেন, আত্মজীবনীটি অধ্যাপক গাফফারের জীবনযাত্রা এবং সময়ের সঙ্গে সঙ্গে শিক্ষা ও শিক্ষার্থীরা কীভাবে পরিবর্তন ঘটেছে সে সম্পর্কে একটি ধারনা দিয়েছে।
 
advertisement
‘শিক্ষক হিসেবে ছাত্রছাত্রীদের কাছে বিষয়টিকে আরও সহজ করে তুলতে হবে, যাতে ছাত্রছাত্রীরা ভালভাবে বুঝতে পারে৷ প্রত্যেক ছাত্রের আইকিউ আলাদা, তাই বোঝার ক্ষমতাও আলাদা৷ তাই শিক্ষককে আলাদা ভাবে প্রত্যেকের কাছে পৌঁছে যেতে হবে৷ তাই আমার মনে হয় শিক্ষকতা শুধুমাত্র একটা পেশা নয়, এটা একটা শিল্প৷ এই শিল্প ছাত্রদের শৃঙ্খলাবোধ শেখায়, তাদের জানতে শেখায় কোথায় তাদের শক্তি, আর কোথায় তারা দুর্বল৷’ বলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক
advertisement
ধোনি রাঁচি থেকে তাঁর প্রিয় বন্ধু ডঃ শাজির গাফফারের বাবার লেখা বই প্রকাশের জন্য এসেছিলেন। কেরালার গভর্নর আরিফ মোহাম্মদ খান একটি ভিডিও বার্তায় বলেছেন যে অধ্যাপক গাফফারের আত্মজীবনী জন‍্য শুভেচ্ছা জানিয়েছে। গভর্নরের মতে, এই কাজটি সবার জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
বাংলা খবর/ খবর/শিক্ষা/
'শিক্ষকতা শুধুই পেশা নয়...'! শিক্ষকদের নিয়ে ধোনির মন্তব্যে মুগ্ধ গোটা বিশ্ব
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement