West Bengal Schools: স্কুল তো শুরু হয়েছে, কিন্তু 'এই' সমস্যায় ভুগছে রাজ্যের হাজার-হাজার পড়ুয়া!
- Published by:Suman Biswas
Last Updated:
West Bengal Schools: আদতে করোনা কালে অনলাইন ক্লাসের সময় প্রায় এক বছরের বেশি, সেই সময় শরীরে জমেছে মেদ।
#কলকাতা: রাজ্য সরকারের নির্দেশ মতো স্কুলে যাচ্ছে নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা। তবে তাদের পোশাকেই 'গড়মিল' ধরা পড়ছে। আনফিট জামা ও প্যান্ট পড়তে অনেকেরই সমস্যা, টেলারিং-এর দোকানদার ডেলিভারিতেও লেট। আদতে করোনা কালে অনলাইন ক্লাসের সময় প্রায় এক বছরের বেশি, সেই সময় শরীরে জমেছে মেদ। শরীর আগের তুলনায় বেড়ে যাওয়ায় সমস্যায় পড়েছে পড়ুয়ারা।
গত ১৬ তারিখ থেকে স্কুলে পড়ুয়ারা গেলেও জামা ও প্যান্ট হচ্ছে না। তাদের বেশীরভাগ বলছেন বর্তমানে দেহের মাপ নিয়ে জামা ও প্যান্টের মাপ দিলেও ডেলিভারি মিলবে দেরিতে। রাহুল জানা নামে এক নবম শ্রেণির ছাত্রের জামা ঠিক থাকলেও প্যান্ট নিয়ে অসুবিধা। দুই বছর আগের প্যান্ট এখন পড়লেও দেখা যাচ্ছে মোজা, আদতে ছোট প্যান্ট পড়েই অগত্যা স্কুলে আসতে রাহুলকে। দীপকেরও একই অবস্থা, তার প্যান্ট একটু ম্যানেজ করা গেলেও সমস্যা জুতো ও বেল্টের। কোমড় ও পা বড় হওয়ায় স্কুলে নেই সেই মাপের বেল্ট ও জুতো।
advertisement
advertisement
এদিকে টেলারিং এর দোকানের সমস্যাও অনেক। মিতেশ খান্না কলকাতার একটি নামী স্কুলের ইউনিফর্ম বানাচ্ছেন বহুবছর ধরে, তবে এই বছর স্কুলের ইউনিফর্মেই নাভিশ্বাস। আগের বছর অর্ডার না মিললেও এই বছর অর্ডারের চাপে দুই দিনের জিনিস ডেলিভারি দিচ্ছে দশ দিনে। একই অবস্থা শৈলেন দাসের। তার কথায় শুরু পড়ুয়াদের মাপ নিতে হচ্ছে দিনভর, অর্ডার ডেলিভারি কখন দেবে তা বলা সম্ভব নয়। এদিকে দ্বাদশ শ্রেণির দীপঙ্কর সাউ-য়ের বক্তব্য, ছোট প্যান্ট পড়ে স্কুলে গেলে বন্ধুদের কাছে জুটছে হাসি ও মজা। বন্ধুদের বাস্তব সমস্যার কথা বললেও ছোট প্যান্ট যেন ক্লাস রুমে আড্ডার রসদ। তবে স্কুল পড়ুয়াদের মধ্যে অল্প সংখ্যায় পড়ুয়া আগে থেকেই জামা-প্যান্ট-জুতো কিনেছে। শুভদীপ নন্দী জানায়, তারও আগের জামা আন-ফিট হচ্ছে, তাই আগেই বানিয়ে নিয়েছে সে। তাই নতুন করে স্কুল চালু হতেই তার নতুন জামায় সুবিধা হচ্ছে।
Location :
First Published :
November 19, 2021 2:43 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
West Bengal Schools: স্কুল তো শুরু হয়েছে, কিন্তু 'এই' সমস্যায় ভুগছে রাজ্যের হাজার-হাজার পড়ুয়া!