Sukanta Mazumdar Meets Amit Shah: রাজ্য বিজেপি-র সংগঠনে ফের বড় রদবদল? দিল্লিতে শাহ নাড্ডাদের দরবারে সুকান্ত

Last Updated:

একদিকে দলে ভাঙন, অন্যদিকে পর পর উপনির্বাচনে বিজেপি-র লজ্জাজনক হার৷ সবমিলিয়ে রাজ্য বিজেপি-র পরিস্থিতি নিয়ে যথেষ্টই উদ্বিগ্ন দলের শীর্ষ নেতৃত্ব (BJP West Bengal)৷

অমিত শাহের সঙ্গে দেখা করলেন সুকান্ত মজুমদার৷
অমিত শাহের সঙ্গে দেখা করলেন সুকান্ত মজুমদার৷
#কলকাতা: কিছুদিন আগেই বিজেপি-র রাজ্য সভাপতির পদে দিলীপ ঘোষের জায়গায় নিয়ে আসা হয়েছে সুকান্ত মজুমদারকে৷ উপনির্বাচনে ব্যর্থতার পর কি এবার ফের রাজ্য বিজেপি-তে রদবদল আসন্ন (BJP West Bengal)?
এমনই সম্ভাবনা উস্কে দিয়ে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Sukanta Mazumdar Meets Amit Shah) সঙ্গে দেখা করলেন রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার৷ বিজেপি-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বি এল সন্তোষের সঙ্গেও বৈঠক করেছেন বিজেপি রাজ্য সভাপতি৷ বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গেও দেখা করার কথা তাঁর৷
advertisement
advertisement
বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে বিজেপি-তে যোগদানের জোয়াড় লেগেছিল৷ ভোটের ফল প্রত্যাশার ধারেকাছে না যাওয়ার পর থেকেই দেখা যাচ্ছে উল্টো ছবি৷ গোটা রাজ্যেই বিজেপি-র সংগঠনে ভাঙন ধরেছে৷ বিজেপি-র অভিযোগ, গোটা রাজ্যেই শাসক দলের সন্ত্রাসের শিকার হতে হচ্ছে তাদের কর্মীদের৷ তার ফলে আরও দুর্বল হচ্ছে সংগঠন৷
advertisement
একদিকে দলে ভাঙন, অন্যদিকে পর পর উপনির্বাচনে বিজেপি-র লজ্জাজনক হার৷ সবমিলিয়ে রাজ্য বিজেপি-র পরিস্থিতি নিয়ে যথেষ্টই উদ্বিগ্ন দলের শীর্ষ নেতৃত্ব৷ গত দু' দিন ধরেই দিল্লিতে রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি৷ সূত্রের খবর, রাজ্য সংগঠনে রদবদল নিয়ে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা হয়েছে তাঁর৷ বি এল সন্তোষের পর রাজ্যে দলের পরিস্থিতি অমিত শাহকেও জানিয়েছেন সুকান্ত৷ রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে বিজেপি রাজ্য সভাতির৷
advertisement
প্রসঙ্গত, রাজ্যে বিজেপি এবং নিজেদের সংগঠনের বেহাল অবস্থা নিয়ে কয়েকদিন আরএসএস-এর নিজস্ব পর্যালোচনাতেও উদ্বেগের ছবিই উঠে এসেছে৷ রাজ্য এই মুহূর্তে গেরুয়া শিবিরের সংগঠনের যা অবস্থা, তাতে ২০২৪ সালে এ রাজ্যে বিজেপি ভাল ফলের আশা কমছে বলেও আরএসএস-এর পর্যালোচনায় উঠে এসেছে৷ তার উপরে আদি নব্য দ্বন্দ্বেও অস্বস্তিতে পড়তে হচ্ছে দলকে৷ রাজ্যের সংগঠনকে নতুন করে সাজিয়ে তুলতে তাই আর দেরি করতে চায় না বিজেপি শীর্ষ নেতৃত্ব৷ কারণ প্রত্যাশা পূরণ না হলেও বাংলা নিয়ে এখনই হাল ছাড়তে নারাজ মোদি- শাহ- নাড্ডারা৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sukanta Mazumdar Meets Amit Shah: রাজ্য বিজেপি-র সংগঠনে ফের বড় রদবদল? দিল্লিতে শাহ নাড্ডাদের দরবারে সুকান্ত
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement