East Central Railway Recruitment 2021: রেলে অর্থোপেডিশিয়ান, ফিজিশিয়ান, জিডিএমও নিয়োগ; জানুন বিশদে!
- Published by:Swaralipi Dasgupta
Last Updated:
East Central Railway Recruitment 2021: বিশদে জানতে প্রার্থীরা ইস্ট সেন্ট্রাল রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ecr.indianrailways.gov.in গিয়ে খোঁজ নিতে পারেন।
#নয়াদিল্লি: সম্প্রতি ইস্ট সেন্ট্রাল রেলওয়ের (East Central Railway) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ইস্ট সেন্ট্রাল রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ecr.indianrailways.gov.in গিয়ে খোঁজ নিতে পারেন।
East Central Railway Recruitment 2021: ইন্টারভিউয়ের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। সে ক্ষেত্রে ২২ নভেম্বর, ২০২১ ইন্টারভিউয়ের তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়ীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
সম্পূর্ণ নোটিফিকেশন লিঙ্ক- https://ecr.indianrailways.gov.in/cris//uploads/files/1636793137212-CMP.pdf
East Central Railway Recruitment 2021: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ৫টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
East Central Railway Recruitment 2021: শূন্যপদের বিস্তারিত বিবরণ
অর্থোপেডিশিয়ান: ১টি পদ
ফিজিশিয়ান: ২টি পদ
জিডিএমও: ২টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
advertisement
সংস্থা: ইস্ট সেন্ট্রাল রেলওয়ে (East Central Railway)
পদের নাম: অর্থোপেডিশিয়ান, ফিজিশিয়ান, জিডিএমও
শূন্যপদের সংখ্যা: ৫
কাজের স্থান: ইস্ট সেন্ট্রাল রেলওয়ে
কাজের ধরন: কিছু জানানো হয়নি
নির্বাচন পদ্ধতি: ইন্টারভিউ
আবেদন প্রক্রিয়া শুরু: কিছু জানানো হয়নি
শিক্ষাগত যোগ্যতা: অর্থোপেডিশিয়ান: MS বা DNB বা D. ORTHO, ফিজিশিয়ান: এমডি/মেডিসিন বা ডিএনবি/মেডিসিন, জিডিএমও: এমবিবিএস
advertisement
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অনলাইন
ইন্টারভিউয়ের দিন: ২২.১১.২০২১
East Central Railway Recruitment 2021: আবেদনের যোগ্যতা
অর্থোপেডিশিয়ান: MS বা DNB বা D. ORTHO, যদি উপযুক্ত প্রার্থী না থাকে তাহলে MS/Gen কে অগ্রাধিকার দেওয়া হবে। সার্জারি, MD/মেডিসিন, তারপর GDMO-এর আইসিইউ/ট্রমায় ২ বছরের বেশি অভিজ্ঞতা থাকতে হবে ।
ফিজিশিয়ান: এমডি/মেডিসিন বা ডিএনবি/মেডিসিন, যদি উপযুক্ত প্রার্থী না থাকে তাহলে জিডিএমও আইসিইউ/ট্রমাতে ২ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে এমন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
advertisement
জিডিএমও: এমবিবিএস আইসিইউ/ট্রমাতে ২ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে এমন প্রার্থী কাম্য।
East Central Railway Recruitment 2021: অন্যান্য তথ্য
সেন্ট্রাল কাম সুপার স্পেশ্যালিটি হাসপাতাল/ইসিআর/পটনায় ইন্টারভিউ নেওয়া হবে। কন্ট্রাক্ট মেডিক্যাল প্র্যাকটিশনার হিসাবে যোগদান করতে ইচ্ছুক প্রার্থীদের বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেওয়া নির্ধারিত ফরম্যাটে আবেদন করতে হবে এবং ডকুমেন্টের সেলফ অ্যাটেস্টেড করা ফটোকপি সহ ইন্টারভিউয়ের স্থানে নির্দিষ্ট তারিখে সকাল ১০টার মধ্যে উপস্থিত হবে।
Location :
First Published :
November 18, 2021 7:01 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
East Central Railway Recruitment 2021: রেলে অর্থোপেডিশিয়ান, ফিজিশিয়ান, জিডিএমও নিয়োগ; জানুন বিশদে!