MPHC Recruitment 2021: মেগা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করল হাই কোর্ট! আবেদন শুরু ৩০ নভেম্বর থেকে...

Last Updated:

MPHC Recruitment 2021: প্রার্থীদের আগামী ৩০ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

হাজার হাজার শূন্যপদে নিয়োগ
হাজার হাজার শূন্যপদে নিয়োগ
#ভোপাল: সম্প্রতি মধ্যপ্রদেশ হাই কোর্টের (High Court of Madhya Pradesh) তরফে এক বিজ্ঞপ্তি (MPHC Recruitment 2021) জারি করে বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা মধ্যপ্রদেশ হাই কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে mphc.gov.in গিয়ে খোঁজ নিতে পারেন।
MPHC Recruitment 2021: আবেদনের তারিখ
advertisement
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হবে ৩০ নভেম্বর থেকে। প্রার্থীদের আগামী ৩০ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র (MPHC Recruitment 2021) জমা দিতে হবে। আবেদনপত্র জমা দিতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
MPHC Recruitment 2021: শূন্যপদের সংখ্যা
হাই কোর্টের তরফে এখনও পর্যন্ত মোট ১২৫৫টি শূন্যপদ (MPHC Recruitment 2021) রয়েছে বলে জানানো হয়েছে।
MPHC Recruitment 2021: শূন্যপদের বিস্তারিত বিবরণ
স্টেনোগ্রাফার গ্রেড ২: ১০৮টি পদ
স্টেনোগ্রাফার গ্রেড ৩: ২০৫টি পদ
স্টেনোগ্রাফার গ্রেড ৩ (কোর্ট ম্যানেজার স্টাফ): ১১টি পদ
অ্যাসিস্ট্যান্ট গ্রেড ৩: ৯১০টি পদ
advertisement
অ্যাসিস্ট্যান্ট গ্রেড ৩ (ইংরেজি): ২১টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: মধ্যপ্রদেশ হাই কোর্ট (High Court of Madhya Pradesh)
পদের নাম: স্টেনোগ্রাফার গ্রেড ২, স্টেনোগ্রাফার গ্রেড ৩, স্টেনোগ্রাফার গ্রেড ৩ (কোর্ট ম্যানেজার স্টাফ), অ্যাসিস্ট্যান্ট গ্রেড ৩, অ্যাসিস্ট্যান্ট গ্রেড ৩ (ইংরেজি)
advertisement
শূন্যপদের সংখ্যা: ১২৫৫
কাজের স্থান: মধ্যপ্রদেশ
কাজের ধরন: কিছু জানানো হয়নি
নির্বাচন পদ্ধতি: লিখিত পরীক্ষা (মেইন), ডকুমেন্ট ভেরিফিকেশন, এবং মেডিক্যাল পরীক্ষা
আবেদন প্রক্রিয়া শুরু: ৩০.১১.২০২১
শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ দিন: ৩০.১২.২০২১
MPHC Recruitment 2021: বয়সসীমা
১৮ থেকে ৪০ বছর
MPHC Recruitment 2021: আবেদন ফি
advertisement
সংরক্ষিত ক্যাটাগরি- ৭৭৭.০২ টাকা
অসংরক্ষিত ক্যাটাগরি- ৫৭৭.০২ টাকা
MPHC Recruitment 2021: বেতনক্রম
স্টেনোগ্রাফার গ্রেড ২: মাসিক/ ৫২০০- ২০২০০ টাকা + গ্রেড পে ২৮০০ টাকা
স্টেনোগ্রাফার গ্রেড ৩: মাসিক/ ৫২০০- ২০২০০ টাকা+ গ্রেড পে ২৪০০ টাকা
স্টেনোগ্রাফার গ্রেড ৩ (কোর্ট ম্যানেজার স্টাফ): মাসিক/ ৫২০০- ২০২০০ টাকা + গ্রেড পে ১৯০০ টাকা
advertisement
MPHC Recruitment 2021: নির্বাচন পদ্ধতি
লিখিত পরীক্ষা (মেইন), ডকুমেন্ট ভেরিফিকেশন, এবং মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের নির্বাচন করা হবে।
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
MPHC Recruitment 2021: মেগা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করল হাই কোর্ট! আবেদন শুরু ৩০ নভেম্বর থেকে...
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement