DRDO Recruitment 2021: ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে গবেষণার সুযোগ! আবেদন চলছে
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
DRDO Recruitment: প্রার্থীদের আগামী ৩০ নভেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে।
#নয়াদিল্লি: ডিফেন্স ফুড রিসার্চ ল্যাবরেটরি (Defence Food Research Laboratory) ও ডিফেন্স রিসার্চ এবং ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (Defence Research and Development Organization) পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে drdo.gov.in গিয়ে খোঁজ নিতে পারেন।
DRDO Recruitment 2021: আবেদনের তারিখ
advertisement
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৩০ নভেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে। আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে প্রার্থীদের তা নির্দিষ্ট নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
advertisement
DRDO Recruitment 2021: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে মোট ১৩টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
DRDO Recruitment 2021: শূন্যপদের বিস্তারিত বিবরণ
জুনিয়র রিসার্চ ফেলো: ১২টি পদ
রিসার্চ অ্যাসোসিয়েট: ১টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: ডিফেন্স ফুড রিসার্চ ল্যাবরেটরি ও ডিফেন্স রিসার্চ এবং ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO)
advertisement
পদের নাম: জুনিয়র রিসার্চ ফেলো, রিসার্চ অ্যাসোসিয়েট
শূন্যপদের সংখ্যা: ১৩
কাজের স্থান: কিছু জানানো হয়নি
কাজের ধরন: গবেষণা সংক্রান্ত
নির্বাচন পদ্ধতি: লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ
আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি
বেতনক্রম: জুনিয়ার রিসার্চ ফেলো: মাসিক ৩১ হাজার টাকা, রিসার্চ অ্যাসোসিয়েট: মাসিক ৫৪ হাজার টাকা
advertisement
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ দিন: ৩০.১১.২০২১
DRDO Recruitment 2021: আবেদনের যোগ্যতা
প্রার্থীরা সরাসরি এই দু'টি লিঙ্কে https://www.drdo.gov.in/sites/default/files/career-vacancy-documents/DRDE_Adv29102021_0.pdf এবং https://www.drdo.gov.in/sites/default/files/career-vacancy-documents/AdvtDRDO_DentalJRF_DESIDOC.pdf গিয়ে আবেদনের যোগ্যতা ও অন্যান্য বিষয়ে বিস্তারিত ভাবে জানতে পারেন।
advertisement
DRDO Recruitment 2021: স্টাইপেন
জুনিয়র রিসার্চ ফেলো: মাসিক ৩১ হাজার টাকা
রিসার্চ অ্যাসোসিয়েট: মাসিক ৫৪ হাজার টাকা
DRDO Recruitment 2021: নির্বাচন পদ্ধতি
উল্লিখিত পদে নিয়োগের জন্য প্রার্থীদের নম্বরের ভিত্তিতে শর্টলিস্টেড করা হবে। পরবর্তীতে বাছাই করা প্রার্থীদের অনলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে।
DRDO Recruitment 2021: বিশেষ ঘোষণা
advertisement
জেআরএফ পদে আবেদনকারী প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে। এর পর উত্তীর্ণ প্রার্থীদের ওই একই দিনে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। তবে ইন্টারভিউয়ের ক্ষেত্রে তারিখ পরিবর্তন হতে পারে বলেও প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে।
Location :
First Published :
November 01, 2021 1:32 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
DRDO Recruitment 2021: ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে গবেষণার সুযোগ! আবেদন চলছে