Viral Video: জঙ্গল সাফারিতে বেরিয়ে গাড়ির জানালা খুলে সিংহ দেখতে গিয়ে যা কাণ্ড ঘটল ! দেখুন ভাইরাল ভিডিও

Last Updated:

Viral video of Lion Safari: তাঞ্জানিয়ায় ওয়াইল্ড লাইফ সাফারিতে (Serengeti National Park in Tanzania) একটি গাড়ি নিয়ে বেরিয়ে একদল পর্যটক গাড়ির জানালার কাঁচ খুলেই সামনে বসে থাকা একটি সিংহকে দেখছিলেন ৷ সেটিকে হাত দিয়ে ছুঁয়ে দেখতেও চেয়েছিলেন তারা ৷

Photo: Screengrab
Photo: Screengrab
দোদোমা: জঙ্গলের রাজার সঙ্গে ‘ঠাট্টা-ইয়ার্কি’ করা যে মোটেই যুক্তিযুক্ত নয় ৷ সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওই তার প্রমাণ ৷ আফ্রিকার তাঞ্জানিয়ায় ওয়াইল্ড লাইফ সাফারিতে (Serengeti National Park in Tanzania) একটি গাড়ি নিয়ে বেরিয়ে একদল পর্যটক গাড়ির জানালার কাঁচ খুলেই সামনে বসে থাকা একটি সিংহকে দেখছিলেন ৷ সেটিকে হাত দিয়ে ছুঁয়ে দেখতেও চেয়েছিলেন তারা ৷ ব্যস তারপরেই যা ঘটল, ভয়ে একেবারে পুরো শরীরে কেঁপে উঠল পর্যটকদের (Viral Video of Lion Safari) !
তাঞ্জানিয়ার সেরেঙ্গেটি ন্যাশনাল পার্কে তোলা এই ভিডিওটি যদিও বছর খানেক আগের ৷ তবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর ভিডিওটি দেখে সবাই হয়তো একটা শিক্ষা পেয়েছেন ৷ সেটা হল, জঙ্গলে গিয়ে অন্তত সেখানকার সব নিয়মকানুন মেনে চলা আবশ্যিক ৷ তা না হলে ঘোর বিপদ !
advertisement
advertisement
ভিডিওতে দেখা গিয়েছে একটি সিংহকে দেখার জন্য গাড়ির জানালা খুলেই হাত বাড়াতে গিয়েছিলেন এক পর্যটক ৷ বেশ কিছুক্ষণ চুপ করে বসে থাকলেও শেষপর্যন্ত আর অতটাও শান্ত থাকেনি সিংহটি ৷ হঠাৎই ঘুরে দাঁড়িয়ে গর্জন করে ওঠে সেটি ৷ জানালার দিকে ঝাঁপাতেও যায় সিংহটি ৷ গাড়িতে বসে পুরো ঘটনার ভিডিও করছিলেন যিনি, সিংহটিকে ঝাঁপাতে দেখে তাঁর হাত থেকে ভয়ে ক্যামেরাও পড়ে যায় ৷ আসলে এমনটা যে হবে, তা কেউ আন্দাজও করতে পারেননি ৷ জঙ্গল সাফারিতে গিয়ে প্রত্যেকেই আনন্দ করছিলেন ৷ মুহূর্তেই সেই আনন্দ পরিণত হল আতঙ্কে৷ আর পুরো ঘটনাটাই ঘটল তাদের নিজেদের দোষেই ৷
advertisement
তাঞ্জানিয়ার বিখ্যাত সেরেঙ্গেটির জঙ্গলে এই হাড়হিম করা দৃশ্য দেখে নেটিজেনরা একটা কথাই বলেছেন, তা হল ‘জঙ্গলের রাজার’ সঙ্গে পাঙ্গা নিতে যেও না, না হলে কিন্তু ঘোর বিপদ ! এই ভিডিওটি তার প্রমাণ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral Video: জঙ্গল সাফারিতে বেরিয়ে গাড়ির জানালা খুলে সিংহ দেখতে গিয়ে যা কাণ্ড ঘটল ! দেখুন ভাইরাল ভিডিও
Next Article
advertisement
Nipah Virus Scare: নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
  • নিপা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য নিজেদের প্রস্তুত রাখছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল। ইতিমধ্যেই নিপা ভাইরাসের উপসর্গ রয়েছে এমন একজন রোগী ভর্তি হয়েছেন এই হাসপাতালে। এরপর আরও রোগী এলে তাঁদের চিকিৎসার জন্য পরিকাঠামো তৈরি রাখা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর মিলেছে।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement