দোদোমা: জঙ্গলের রাজার সঙ্গে ‘ঠাট্টা-ইয়ার্কি’ করা যে মোটেই যুক্তিযুক্ত নয় ৷ সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওই তার প্রমাণ ৷ আফ্রিকার তাঞ্জানিয়ায় ওয়াইল্ড লাইফ সাফারিতে (Serengeti National Park in Tanzania) একটি গাড়ি নিয়ে বেরিয়ে একদল পর্যটক গাড়ির জানালার কাঁচ খুলেই সামনে বসে থাকা একটি সিংহকে দেখছিলেন ৷ সেটিকে হাত দিয়ে ছুঁয়ে দেখতেও চেয়েছিলেন তারা ৷ ব্যস তারপরেই যা ঘটল, ভয়ে একেবারে পুরো শরীরে কেঁপে উঠল পর্যটকদের (Viral Video of Lion Safari) !
আরও পড়ুন-এ কী কাণ্ড? শুভদৃষ্টির আগেই হবু বরকে দেদার চুমু! নেটমহলে দুরন্ত গতিতে Viral কনের কীর্তি...
তাঞ্জানিয়ার সেরেঙ্গেটি ন্যাশনাল পার্কে তোলা এই ভিডিওটি যদিও বছর খানেক আগের ৷ তবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর ভিডিওটি দেখে সবাই হয়তো একটা শিক্ষা পেয়েছেন ৷ সেটা হল, জঙ্গলে গিয়ে অন্তত সেখানকার সব নিয়মকানুন মেনে চলা আবশ্যিক ৷ তা না হলে ঘোর বিপদ !
ভিডিওতে দেখা গিয়েছে একটি সিংহকে দেখার জন্য গাড়ির জানালা খুলেই হাত বাড়াতে গিয়েছিলেন এক পর্যটক ৷ বেশ কিছুক্ষণ চুপ করে বসে থাকলেও শেষপর্যন্ত আর অতটাও শান্ত থাকেনি সিংহটি ৷ হঠাৎই ঘুরে দাঁড়িয়ে গর্জন করে ওঠে সেটি ৷ জানালার দিকে ঝাঁপাতেও যায় সিংহটি ৷ গাড়িতে বসে পুরো ঘটনার ভিডিও করছিলেন যিনি, সিংহটিকে ঝাঁপাতে দেখে তাঁর হাত থেকে ভয়ে ক্যামেরাও পড়ে যায় ৷ আসলে এমনটা যে হবে, তা কেউ আন্দাজও করতে পারেননি ৷ জঙ্গল সাফারিতে গিয়ে প্রত্যেকেই আনন্দ করছিলেন ৷ মুহূর্তেই সেই আনন্দ পরিণত হল আতঙ্কে৷ আর পুরো ঘটনাটাই ঘটল তাদের নিজেদের দোষেই ৷
আরও পড়ুন-অবাক হবে আত্মীয়, বন্ধুরা; দীপাবলিতে ঘরের পরিবেশ বদলে ফেলুন এই সহজ উপায়ে
তাঞ্জানিয়ার বিখ্যাত সেরেঙ্গেটির জঙ্গলে এই হাড়হিম করা দৃশ্য দেখে নেটিজেনরা একটা কথাই বলেছেন, তা হল ‘জঙ্গলের রাজার’ সঙ্গে পাঙ্গা নিতে যেও না, না হলে কিন্তু ঘোর বিপদ ! এই ভিডিওটি তার প্রমাণ ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Viral Video