Viral Video: জঙ্গল সাফারিতে বেরিয়ে গাড়ির জানালা খুলে সিংহ দেখতে গিয়ে যা কাণ্ড ঘটল ! দেখুন ভাইরাল ভিডিও

Last Updated:

Viral video of Lion Safari: তাঞ্জানিয়ায় ওয়াইল্ড লাইফ সাফারিতে (Serengeti National Park in Tanzania) একটি গাড়ি নিয়ে বেরিয়ে একদল পর্যটক গাড়ির জানালার কাঁচ খুলেই সামনে বসে থাকা একটি সিংহকে দেখছিলেন ৷ সেটিকে হাত দিয়ে ছুঁয়ে দেখতেও চেয়েছিলেন তারা ৷

Photo: Screengrab
Photo: Screengrab
দোদোমা: জঙ্গলের রাজার সঙ্গে ‘ঠাট্টা-ইয়ার্কি’ করা যে মোটেই যুক্তিযুক্ত নয় ৷ সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওই তার প্রমাণ ৷ আফ্রিকার তাঞ্জানিয়ায় ওয়াইল্ড লাইফ সাফারিতে (Serengeti National Park in Tanzania) একটি গাড়ি নিয়ে বেরিয়ে একদল পর্যটক গাড়ির জানালার কাঁচ খুলেই সামনে বসে থাকা একটি সিংহকে দেখছিলেন ৷ সেটিকে হাত দিয়ে ছুঁয়ে দেখতেও চেয়েছিলেন তারা ৷ ব্যস তারপরেই যা ঘটল, ভয়ে একেবারে পুরো শরীরে কেঁপে উঠল পর্যটকদের (Viral Video of Lion Safari) !
তাঞ্জানিয়ার সেরেঙ্গেটি ন্যাশনাল পার্কে তোলা এই ভিডিওটি যদিও বছর খানেক আগের ৷ তবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর ভিডিওটি দেখে সবাই হয়তো একটা শিক্ষা পেয়েছেন ৷ সেটা হল, জঙ্গলে গিয়ে অন্তত সেখানকার সব নিয়মকানুন মেনে চলা আবশ্যিক ৷ তা না হলে ঘোর বিপদ !
advertisement
advertisement
ভিডিওতে দেখা গিয়েছে একটি সিংহকে দেখার জন্য গাড়ির জানালা খুলেই হাত বাড়াতে গিয়েছিলেন এক পর্যটক ৷ বেশ কিছুক্ষণ চুপ করে বসে থাকলেও শেষপর্যন্ত আর অতটাও শান্ত থাকেনি সিংহটি ৷ হঠাৎই ঘুরে দাঁড়িয়ে গর্জন করে ওঠে সেটি ৷ জানালার দিকে ঝাঁপাতেও যায় সিংহটি ৷ গাড়িতে বসে পুরো ঘটনার ভিডিও করছিলেন যিনি, সিংহটিকে ঝাঁপাতে দেখে তাঁর হাত থেকে ভয়ে ক্যামেরাও পড়ে যায় ৷ আসলে এমনটা যে হবে, তা কেউ আন্দাজও করতে পারেননি ৷ জঙ্গল সাফারিতে গিয়ে প্রত্যেকেই আনন্দ করছিলেন ৷ মুহূর্তেই সেই আনন্দ পরিণত হল আতঙ্কে৷ আর পুরো ঘটনাটাই ঘটল তাদের নিজেদের দোষেই ৷
advertisement
তাঞ্জানিয়ার বিখ্যাত সেরেঙ্গেটির জঙ্গলে এই হাড়হিম করা দৃশ্য দেখে নেটিজেনরা একটা কথাই বলেছেন, তা হল ‘জঙ্গলের রাজার’ সঙ্গে পাঙ্গা নিতে যেও না, না হলে কিন্তু ঘোর বিপদ ! এই ভিডিওটি তার প্রমাণ ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral Video: জঙ্গল সাফারিতে বেরিয়ে গাড়ির জানালা খুলে সিংহ দেখতে গিয়ে যা কাণ্ড ঘটল ! দেখুন ভাইরাল ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement