WB HS Exam 2024: উচ্চ মাধ্যমিকে প্রথম পরীক্ষার দিনই কেন্দ্র বিভ্রাট! ক্ষমা চাইলেন প্রধান শিক্ষিকা
- Published by:Sayani Rana
- hyperlocal
- Reported by:RUDRA NARAYAN ROY
Last Updated:
WB HS Exam 2024: উচ্চ মাধ্যমিকের প্রথম পরীক্ষার দিনই কেন্দ্র বিভ্রাট নিয়ে চরম হয়রানির শিকার হতে হল ছাত্রদের। আর তার জেরেই উত্তেজনা লেকটাউনে। ২০২৪-এর উচ্চ মাধ্যমিকের পরীক্ষার প্রথম দিনে পরীক্ষা কেন্দ্র বদল নিয়ে উত্তেজনা তৈরি হয় লেকটাউনে।
কলকাতা: উচ্চ মাধ্যমিকের প্রথম পরীক্ষার দিনই কেন্দ্র বিভ্রাট নিয়ে চরম হয়রানির শিকার হতে হল ছাত্রদের। আর তার জেরেই উত্তেজনা লেকটাউনে। ২০২৪-এর উচ্চ মাধ্যমিকের পরীক্ষার প্রথম দিনে পরীক্ষা কেন্দ্র বদল নিয়ে উত্তেজনা তৈরি হয় লেকটাউন আদ্যনাথ শিক্ষা মন্দির উচ্চ মাধ্যমিকের ছাত্রদের মধ্যে।
অভিযোগ পরীক্ষার আগে স্কুলের প্রধান শিক্ষিকা জানান, তাদের স্কুলের ছাত্রদের সিট পড়েছে বাঙ্গুর বয়েজ হাইস্কুলে। সেই মতো সমস্ত পরীক্ষার্থীরা সকালেই পৌঁছে গিয়েছিল ওই স্কুলে। কিন্তু গিয়ে দেখা যায়, ওই স্কুলের সিট পড়েনি আদ্যানাথ শিক্ষা মন্দিরের উচ্চ মাধ্যমিকের ছাত্রদের। এরপরই পরীক্ষায় বসা নিয়ে চরম আতঙ্কের সৃষ্টি হয় ছাত্রদের মধ্যে।
advertisement
advertisement
বাঙ্গুর বয়েজ স্কুলের পক্ষ থেকে জানানো হয়, পাতিপুকুর আদ্যনাথ শিক্ষা মন্দিরের স্কুলের সিট পড়েছে পল্লীশ্রী হাইস্কুলে। এই ঘটনা শোনার পরই ছাত্রদের পরীক্ষায় বসাতে এগিয়ে আসে লেকটাউন থানা। গাড়ির ব্যবস্থা করে ছাত্রদের নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার হয়। যদিও কেন্দ্রটি কাছাকাছি থাকায় স্বল্প সময়ের মধ্যে পৌঁছতে সক্ষম হয় ছাত্ররা।
advertisement
পরবর্তীকালে পরীক্ষা শেষ হওয়ার পর ছাত্র থেকে অভিভাবকরা আদ্যনাথ শিক্ষা মন্দিরের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন এবং স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। অভিভাবকদের দাবি, প্রধান শিক্ষিকাকে এই ভুলের জন্য ক্ষমা চাইতে হবে। পরিস্থিতি সামাল দিতে এই ভুলের জন্য, প্রধান শিক্ষিকা অভিভাবকদের কাছেও ক্ষমা চান।
Rudra Nrayan Roy
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
February 16, 2024 5:29 PM IST

