College Service Commission| SET Exam Paper: পরীক্ষা নিয়ে এবার বড় সিদ্ধান্ত কমিশনের! SET এর প্রশ্নপত্র হবে বাংলাতেই, শীঘ্র বিজ্ঞপ্তি...

Last Updated:

College Service Commission| SET Exam Paper: শেষ সেট পরীক্ষায় জেনারেল পেপার এর কয়েকটি প্রশ্নপত্র বাংলাতেই করেছিল কলেজ সার্ভিস কমিশন। এবার বিষয়গুলির প্রশ্নপত্র বাংলাতেই করার পথে হাঁটছে কলেজ সার্ভিস কমিশন।

'সেট' এর প্রশ্নপত্র বাংলাতে
'সেট' এর প্রশ্নপত্র বাংলাতে
এতদিন ইংরেজিতেই সেট এর প্রশ্নপত্র হত কলেজ সার্ভিস কমিশন এর। কিন্তু প্রাথমিকভাবে ১৫ থেকে ২০ টি বিষয়ের বিষয়ভিত্তিক পরীক্ষার প্রশ্নপত্র আগামি ডিসেম্বর মাসে বাংলাতেই করার পথে কমিশনের আধিকারিকরা। কমিশন সূত্রে খবর হিউম্যানিটিস, জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন-সহ কয়েকটি বিষয় বিষয় ভিত্তিক প্রশ্নপত্র বাংলাতে করার সিদ্ধান্ত ইতিমধ্যেই নিয়ে নিয়েছে কমিশন। কমিশন এর আধিকারিকদের দাবি ছাত্র-ছাত্রীদের কাছে সেট পরীক্ষা আরো সহজ করে তোলার জন্যই এই উদ্যোগ। কলেজ সার্ভিস কমিশনের এই উদ্যোগকে অবশ্য স্বাগত জানাচ্ছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা। (College Service Commission| SET Exam Paper)
advertisement
advertisement
বাংলা ভাষা গুরুত্ব পাওয়ায় তারা স্বাগত জানালেও অনেকে অবশ্যই আবার মূল্যায়ন নিয়েও প্রশ্ন তুলেছেন। সম্প্রতি পাবলিক সার্ভিস কমিশন বাংলা ভাষা না জানায় আটজনকে ক্লার্কশিপ পরীক্ষা থেকে বাদ দিয়েছে। বেশ কয়েকটি প্রশাসনিক বৈঠক থেকেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষা কেন জানবেন না প্রার্থীরা তা নিয়ে সওয়াল করেছিলেন। তবে সেট পরীক্ষায় বাংলা ভাষাতে প্রশ্ন করা হলে চাকরিপ্রার্থীদের আরও অংশগ্রহণের সুযোগ বাড়বে বলেই মনে করছে কমিশনের (College Service Commission) আধিকারিকরা।
advertisement
বর্তমানে সহকারী অধ্যাপক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করছে কমিশন। ১১ই জুলাই থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করতে চলেছে কমিশন। কমিশন সূত্রে খবর শীঘ্রই কমিশন বিজ্ঞপ্তি দেবে সেট পরীক্ষা নেওয়ার জন্য বিস্তারিত তথ্য দিয়ে। সেখানেই বাংলা মাধ্যমে প্রশ্নপত্র বিষয়টিও উল্লেখ করা থাকতে পারে। বাংলা ভাষার পাশাপাশি অলচিকি ভাষাতেও প্রশ্নপত্র করা হতে পারে বলেই কমিশন সূত্রে খবর।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
College Service Commission| SET Exam Paper: পরীক্ষা নিয়ে এবার বড় সিদ্ধান্ত কমিশনের! SET এর প্রশ্নপত্র হবে বাংলাতেই, শীঘ্র বিজ্ঞপ্তি...
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement