Presidential Election: রাষ্ট্রপতি পদে যশবন্ত বনাম কার লড়াই? বেঙ্কাইয়া নাইডুকে নিয়ে বাড়ছে জল্পনা

Last Updated:

Presidential Election: বৈঠকের পর রাষ্ট্রপতি পদে এন ডি এ প্রার্থীর নাম ঘোষণা হতে পারে বলে সূত্রের খবর। আগামী ২৪ অথবা ২৫ জুন মনোনয়ন পেশ করবেন বিজেপির রাষ্ট্রপতি পদপ্রার্থী। ১৮ জুলাই রাষ্ট্রপতি পদে ভোট গ্রহণ।

কে প্রার্থী? অপেক্ষায় বড় চমক...
কে প্রার্থী? অপেক্ষায় বড় চমক...
#নয়াদিল্লি : রাষ্ট্রপতি পদপ্রার্থী নিয়ে আলোচনা করতে আজ বৈঠকে বসছে বিজেপির (BJP) সংসদীয় বোর্ড। বৈঠকে ভার্চুয়াল উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রসঙ্গত উল্লেখ্য, বিজেপির সিদ্ধান্ত গ্রহণের সর্বোচ্চ কমিটি হল এই সংসদীয় বোর্ড। সেই বৈঠকের পর রাষ্ট্রপতি পদে এন ডি এ প্রার্থীর নাম ঘোষণা হতে পারে বলে সূত্রের খবর। (Presidential Election)
আগামী ২৪ অথবা ২৫ জুন মনোনয়ন পেশ করবেন বিজেপির রাষ্ট্রপতি পদপ্রার্থী। ১৮ জুলাই রাষ্ট্রপতি পদে ভোট গ্রহণ। ওদিকে, রাষ্ট্রপতি পদপ্রার্থী নিয়ে নাম চূড়ান্ত করতে বৈঠকে (BJP) বসছে বিরোধী শিবির। যশবন্ত সিনহার নাম প্রায় চূড়ান্ত। বাকি শুধু ঘোষণাটুকুই। ট্যুইট করে নিজেই ইঙ্গিত দিয়েছেন যশবন্ত সিনহা। সূত্রের খবর, আজ বিকেল নাগাদ তাঁর নাম ঘোষণা করা হবে।
advertisement
রাষ্ট্রপতি পদপ্রার্থী নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদপ্রার্থী নিয়ে আলোচনা
advertisement
ইতিমধ্যেই শরদ পাওয়ার ফারুক আব্দুল্লাহ পর রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে অনিচ্ছা প্রকাশ করেছেন গোপালকৃষ্ণ গান্ধি। ফলে, রাষ্ট্রপতি পদে বিরোধীরা ঐক্যবদ্ধ ভাবে যে তিন জনকে প্রার্থী করার কথা ভাবছিলেন, তাঁরা প্রত্যেকেই প্রস্তাব খারিজ করেছেন৷ (Presidential Election)
advertisement
বিবৃতি জারি করে গোপালকৃষ্ণ গান্ধি লিখেছেন, 'গভীর ভাবে এই প্রস্তাব নিয়ে চিন্তা করারপর আমি দেখলাম, বিরোধী ঐক্য ছাড়াও বিরোধী পক্ষের প্রার্থী এমন কারও হওয়া উচিত যিনি জাতীয় স্তরে মতৈক্য গড়ে তুলতে পারবেন৷ আমার মনে হয় এই কাজটি করার জন্য আরও ভাল কাউকে নিশ্চয়ই পাওয়া যাবে৷'
কয়েকদিন আগেই দিল্লিতে বিরোধীদের প্রার্থী নিয়ে আলোচনার জন্য বৈঠক ডেকেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনিই গোপালকৃষ্ণ গান্ধির নাম প্রস্তাব করেছিলেন৷ নিজেদের প্রার্থী ঠিক করতে দিল্লির পর মুম্বাইয়ে ফের বৈঠকে বসতে চলেছেন বিরোধী পক্ষের নেতারা৷
advertisement
রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে বিরোধীদের প্রথম পছন্দ ছিলেন শরদ পাওয়ার৷ কিন্তু তিনি প্রার্থী হতে রাজি হননি৷ কাশ্মীরের রাজনীতিতে সময় দিতে চান বলে যুক্তি দিয়ে প্রস্তাব ফিরিয়ে দেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ৷ এবার একই পথে হেঁটে বিরোধী শিবিরের সমস্যা বাড়ালেন গোপালকৃষ্ণ গান্ধি৷
advertisement
সূত্রের খবর, এই বৈঠকের কাণ্ডারি হতে চলেছেন এনিসিপি প্রধান শরদ পাওয়ার। গতবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিরোধীদের বৈঠকে গিয়েছিলেন অভিষেক। এবার এ রাজ্যের মুখ্যমন্ত্রী বিরোধী দলীয় ওই বৈঠকে রাষ্ট্রপতি প্রার্থীর নাম বিষয়ে সিদ্ধান্ত নিতে উপস্থিত থাকবেন না। তাঁর বদলে প্রতিনিধিত্ব করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের একাংশের বিশ্লেষণ, এর আগে যে বৈঠক হয়েছিল তাতে অংশ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই।
advertisement
এরইমধ্যে বিজেপি'র সংসদীয় বোর্ডের বৈঠকের আগে জেপি নাড্ডার বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করলেন অমিত শাহ ও রাজনাথ সিং। এরপরে তিনজনেই যান উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর সঙ্গে দেখা করতে। তবে কি রাষ্ট্রপতি পদে বেঙ্কাইয়াকে চাইছে গেরুয়া শিবির? চলছে জল্পনা।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Presidential Election: রাষ্ট্রপতি পদে যশবন্ত বনাম কার লড়াই? বেঙ্কাইয়া নাইডুকে নিয়ে বাড়ছে জল্পনা
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement