College Admission: অভিন্ন পোর্টাল খুলতেই কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু, ক্লাস শুরু হবে কবে?

Last Updated:

College Admission: নির্দিষ্ট সময়ে সকাল দশটা থেকে শুরু হয়েছে কলেজ স্তরে ভর্তির অভিন্ন পোর্টাল। এক জন শিক্ষার্থী সর্বাধিক ২৫টি কলেজে আবেদন করতে পারবেন।

কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু
কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু
কলকাতা: নির্দিষ্ট সময়ে সকাল দশটা থেকে শুরু হয়েছে কলেজ স্তরে ভর্তির অভিন্ন পোর্টাল। দু’ঘণ্টায় আবেদন জমা পরেছে ৮০ জনের মতো। সব থেকে বেশি আবেদন জমা পড়েছে মাইক্রো বায়োলজিতে। আবেদনের সংখ্যা ২০। এক জন শিক্ষার্থী সর্বাধিক ২৫টি কলেজে আবেদন করতে পারবেন। বিনামূল্যে আবেদনের সুযোগ পাবেন তাঁরা।
ইংরেজিতে আবেদনের সংখ্যা ১২। বিবি-এতে আবেদনের সংখ্যা ১৩। প্রথম পর্যায়ে ভর্তি প্রক্রিয়া শেষ হবে ১ জুলাই। ১৭টি বিশ্ববিদ্যালয় ৪৬০টি কলেজের পড়ুয়ারা এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। ৭২২৯ টি কোর্স রয়েছে এই বছর। প্রথম দফায় সুযোগ না পেলে দ্বিতীয় দফায় আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। জানানো হয়েছে, যদি আসন ফাঁকা থাকে, তবে ২ আগস্ট থেকে আবার আবেদনের সুযোগ পাবেন পড়ুয়ারা। সেই প্রক্রিয়া শেষ হবে ১১ সেপ্টেম্বর। পয়লা অগাস্ট থেকে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে।
advertisement
আরও পড়ুন: পোর্টাল খুলতেই হাজার হাজার আবেদন, শিক্ষক নিয়োগের প্রথম দিনেই রেকর্ড! কত শিক্ষক আবেদন করলেন জানেন?
শিক্ষা দফতর সূত্রের খবর, যত সময় যাবে আবেদনের সংখ্যা বৃদ্ধি পাবে। ওবিসি মামলার রায় আপলোড হলে উচ্চ শিক্ষা দফতর আলোচনায় বসবে। তবে আবেদন নেওয়ার ক্ষেত্রে বা রেজিস্ট্রেশন প্রক্রিয়ার ক্ষেত্রে ভর্তির পোর্টালে কোনও বাধা নেই বলে উচ্চ শিক্ষা দফতরের আধিকারিকদের মতামত।
advertisement
advertisement
আরও পড়ুন: বিশ্বমঞ্চে বাঙালির জয়জয়কার, ‘কঠিনতম ফিজিক্স লিগ’-এ চমকে দিল ঋতব্রত-সুস্মিত- অভীক! মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তা
তাই নিয়মমাফিক নির্দিষ্ট সময় ভর্তির পোর্টাল চালু করে দিয়ে প্রক্রিয়া শুরু করে দিল উচ্চ শিক্ষা দফতর। চলতি শিক্ষাবর্ষে অভিন্ন ভর্তির পোর্টালে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক নতুন সহায়তা ব্যবস্থা থাকছে বলে জানিয়েছে শিক্ষাম্ত্রী ব্রাত্য বসু। নাম দেওয়া হয়েছে ‘বীণা’। শিক্ষার্থীদের যে কোনও প্রশ্নের উত্তর দেবে এই এআই বট। শুধু তা-ই নয়, আগের বছরের মতো হেল্পলাইন নম্বরও চালু থাকবে।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
College Admission: অভিন্ন পোর্টাল খুলতেই কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু, ক্লাস শুরু হবে কবে?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement