Collège Admission: ১২ ঘণ্টার পেরোতে না পেরোতেই দশ হাজার আবেদন! স্নাতক স্তরে ছাত্র ভর্তি পোর্টাল খুলতেই ‘ভিড়’ ছাত্রছাত্রীদের, কতদিন চলবে ভর্তি প্রক্রিয়া?
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Collège Admission: স্নাতক স্তরে ছাত্র ভর্তি পোর্টাল খুলতেই বিপুল সাড়া। গতকাল রাত বারোটার পর থেকে কেন্দ্রীয়ভাবে স্নাতক স্তরে অনলাইনে ছাত্র ভর্তির পোর্টাল খুলে দিয়েছে রাজ্য উচ্চ শিক্ষা দফতর। পোর্টাল খোলার ১২ ঘণ্টার মধ্যেই আবেদনকারীর সংখ্যা দশ হাজার ছুঁয়ে ফেলল।
কলকাতা: স্নাতক স্তরে ছাত্র ভর্তি পোর্টাল খুলতেই বিপুল সাড়া। গতকাল রাত বারোটার পর থেকে কেন্দ্রীয়ভাবে স্নাতক স্তরে অনলাইনে ছাত্র ভর্তির পোর্টাল খুলে দিয়েছে রাজ্য উচ্চ শিক্ষা দফতর। পোর্টাল খোলার ১২ ঘণ্টার মধ্যেই আবেদনকারীর সংখ্যা দশ হাজার ছুঁয়ে ফেলল।
উচ্চশিক্ষা দফতর সূত্রে খবর রবিবার রাত বারোটা থেকে সোমবার দুপুর বারোটা পর্যন্ত স্নাতক স্তরের ছাত্র ভর্তির জন্য এখনও পর্যন্ত প্রায় দশ হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে। প্রায় এক মাস ধরে চলবে এই ছাত্র ভর্তির প্রক্রিয়া।
advertisement
advertisement
এর পাশাপাশি পোর্টাল নিয়ে বেশ কিছু অভিযোগও আসছে। যদিও সেই অভিযোগ গুলি ছাত্রছাত্রীদের সমাধান করা হচ্ছে বিভিন্ন সোশ্যাল সাইট মারফত বলেই দাবি উচ্চশিক্ষা দফতরের।
এবছরই কেন্দ্রীয়ভাবে অনলাইনে ছাত্র ভর্তির পোর্টাল চালু করা হয়েছে। মেধা তালিকা প্রকাশ করার ক্ষমতা কলেজগুলির হাতে নেই। শুধুমাত্র উচ্চ শিক্ষা দফতরের মাধ্যমে এই মেধা তালিকা প্রকাশ করা হবে।
advertisement
মূলত ছাত্র ভর্তি নিয়ে লাগাতার বিরোধীরা টাকা তোলা থেকে শুরু করে স্বজনপোষণের অভিযোগ তুলেছে। এই প্রক্রিয়ার মাধ্যম ছাত্র ভর্তির প্রক্রিয়া আরও স্বচ্ছ হবে বলে দাবি উচ্চ শিক্ষা দফতরের।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
June 24, 2024 1:47 PM IST