Coal India Limited Recruitment 2022: কোল ইন্ডিয়া লিমিটেডের অধীনে বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন বিস্তারিত
Last Updated:
Coal India Limited Recruitment 2022: প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন শুরু হয়েছে। প্রার্থীদের আগামী ৭ অগস্ট, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
সম্প্রতি কোল ইন্ডিয়া লিমিটেডের (Coal India Limited) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন বিষয়ে ম্যানেজমেন্ট ট্রেইনি পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন। এ বিষয়ে আরও জানতে প্রার্থীরা কোল ইন্ডিয়া লিমিটেডের ওয়েবসাইটে www.coalindia.in গিয়ে খোঁজ নিতে পারেন।
Coal India Limited Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন শুরু হয়েছে। প্রার্থীদের আগামী ৭ অগস্ট, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
আরও পড়ুন: প্রেমিকা ফোন কেটেছে, চরম পরিণতির দিকে এগোল প্রেমিক! রক্তারক্তি কাণ্ডে থ গোটা পরিবার
Coal India Limited Recruitment 2022: শূন্যপদের বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ৪৮১টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
advertisement
পার্সোনেল ও এইচআর | ১৩৮টি পদ |
এনভায়োরমেন্ট | ৬৮টি পদ |
ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট | ১১৫টি পদ |
মার্কেটিং এবং সেলস | ১৭টি পদ |
কোম্পানি সেক্রেটারি | ৮টি পদ |
লিগ্যাল | ৫৪টি পদ |
পাবলিক রিলেশন | ৬টি পদ |
কমিউনিটি ডেভেলপমেন্ট | ৭৯টি পদ |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | কোল ইন্ডিয়া লিমিটেড (Coal India Limited) |
পদের নাম | ম্যানেজমেন্ট ট্রেইনি |
শূন্যপদের সংখ্যা | ৪৮১ |
কাজের স্থান | কিছু জানানো হয়নি |
কাজের ধরন | বিশদ দেখুন |
আবেদন শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ০৭.০৮.২০২২ |
advertisement
Coal India Limited Recruitment 2022: আবেদনের যোগ্যতা
পার্সোনেল ও এইচআর: প্রার্থীদের সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে এইচআর/ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস/পার্সোনেল ম্যানেজমেন্ট বা এমএইচআরওডি বা এমবিএ বা এইচআর-এ স্পেশালাইজেশন-সহ ম্যানেজমেন্টে ন্যূনতম দুই বছরের ফুল-টাইম স্নাতকোত্তর ডিগ্রি/পিজি ডিপ্লোমা/পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে।
Coal India Limited Recruitment 2022: নির্বাচন প্রক্রিয়া
শুধুমাত্র কম্পিউটার ভিত্তিক অনলাইন পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থীদের নির্বাচন করা হবে। পরীক্ষার বিশদ বিবরণ ও অ্যাডমিট কার্ড মেলের মাধ্যমে পাঠানো হবে। সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থিদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে।
advertisement
Coal India Limited Recruitment 2022: আবেদন ফি
জেনারেল (ইউআর) / ওবিসি (ক্রিমি লেয়ার এবং নন-ক্রিমি লেয়ার) / ইডব্লিউএস- ১১৮০ টাকা এবং SC/ST/PWD/ESM সহ কোল ইন্ডিয়া লিমিটেডের অধীনস্থ কর্মীদের আবেদন ফি মকুব করা হয়েছে।
Location :
First Published :
July 27, 2022 4:36 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Coal India Limited Recruitment 2022: কোল ইন্ডিয়া লিমিটেডের অধীনে বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন বিস্তারিত