Coaching Class: ১৬ বছরের নীচে কোচিং ক্লাসে ভর্তি করা যাবে না, বড় নির্দেশ শিক্ষামন্ত্রকের! কারণ জানলে চমকে যাবেন

Last Updated:

Coaching Class: কোচিং সেন্টারে ভর্তির জন্য ছাত্র-ছাত্রীর বয়সও বেঁধে দিয়েছে কেন্দ্র। কারণ জানলে চমকে যাবেন।

কোচিং ক্লাসে ভর্তির বয়স বেঁধে দিল কেন্দ্র
কোচিং ক্লাসে ভর্তির বয়স বেঁধে দিল কেন্দ্র
নয়াদিল্লি: প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য বিখ্যাত রাজস্থানের কোটায় ইদানিং হামেশাই ছাত্র-ছাত্রীর আত্মহত্যার খবর শিরোনামে। সাম্প্রতিককালে অনেক বিখ্য়াত কোটিং সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনাও সামনে এসেছে। এছাড়া অনেক কোচিং সেন্টারে অতিরিক্ত ফি চার্জের খবরও শোনা যায়। এবার কোচিং সেন্টারে ভর্তি নিয়ে নয়া নির্দেশিকা প্রকাশ করল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক।
কোচিং সেন্টারে ভর্তির জন্য ছাত্র-ছাত্রীর বয়সও বেঁধে দিয়েছে কেন্দ্র। বৃহস্পতিবার কোচিং সেন্টারগুলিতে ভর্তি সংক্রান্ত নির্দেশিকায় জানানো হয়েছে ১৬ বছর বয়সের নীচে কোনও পড়ুয়াকেই ভর্তি নিতে পারবে না কোচিং সেন্টারগুলি। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির কোচিং-এ ভর্তি হতে নূন্যতম উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে যে কোনও ছাত্র-ছাত্রীকে।
আরও পড়ুন: রাম মন্দির উদ্বোধনের দিন কি পশ্চিমবঙ্গেও সরকারি ছুটি? চিঠি পৌঁছল মমতার কাছে! মিলবে সাড়া?
স্কুলের সঙ্গে কোচিংয়ের সময় যাতে আলাদা হয়, সে ব্যাপারেও নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। এছাড়া প্রতিদিন কোচিংয়ের নির্দিষ্ট সময় নির্ধারণ করা, সাপ্তাহিক ছুটি রাখা, পড়াশোনার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের অনুপ্রাণিত করতে সহ-পাঠ্যক্রমের ব্যবস্থা করার কথাও নির্দেশিকায় বলা হয়েছে। কোনও কোচিং সেন্টার সরকারি এই নির্দেশিকা না মানলে সেই কোচিং সেন্টারের লাইসেন্স বাতিল করা হবে।
advertisement
advertisement
মূল যে বিষয়গুলির উপর জোর দেওয়া হয়েছে তা হল– প্রতিটি কোচিং সেন্টারে ফাস্ট-এড, ন্যূনতম চিকিৎসা পরিষেবা, বিদ্যুতের ব্যবস্থা, পানীয় জল এবং নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সেন্টারের শিক্ষকদের ন্যূনতম স্নাতক হতে তবে। অন্য়থায় কোচিং সেন্টারের শিক্ষকতা করা যাবে না। শিক্ষকদের মান উন্নত হতে হবে। ১৬ বছরের কম বয়সি পড়ুয়াদের কোচিংয়ে ভর্তি করা চলবে না। উচ্চ মাধ্যমিক পাশ করার পরই কোচিং ভর্তি নিতে পারবে। কোচিং সেন্টার ভর্তি হওয়া প্রতিটি ছাত্র-ছাত্রীর স্বার্থ রক্ষার্থে কাজ করবে। ছাত্র-ছাত্রীদের মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। তার জন্য কোচিং সেন্টারগুলিকে কেরিয়ার গাইডেন্সের পাশাপাশি কাউন্সেলিং-এরও ব্যবস্থা করতে হবে।
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Coaching Class: ১৬ বছরের নীচে কোচিং ক্লাসে ভর্তি করা যাবে না, বড় নির্দেশ শিক্ষামন্ত্রকের! কারণ জানলে চমকে যাবেন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement