CBSE Board Result 2023: দ্বাদশ শ্রেণিতে কলা বিভাগে নিজের শহরে সেরা এই ছাত্রী, স্বপ্ন IAS হওয়ার
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
গতকাল CBSE বোর্ডের দ্বাদশ শ্রেণির ফল ঘোষণার পর তাই জসসিমরনের পরিবারে খুশির হাওয়া
ফল ভাল হবে জানতেন, তবে এমন অভাবনীয় ফল হবে ভাবেননি৷ গতকাল CBSE বোর্ডের দ্বাদশ শ্রেণির ফল ঘোষণার পর তাই জসসিমরনের পরিবারে খুশির হাওয়া৷ কলা বিভাগে ৯৭.৮ শতাংশ পেয়ে নিজের শহর রাঁচির টপার জসসিমরন কৌর৷ দ্বাদশ শ্রেণিতে নজরকাড়া ফলাফল করে IAS অফিসার হওয়ার স্বপ্নে আরও একধাপ এগিয়ে গেলেন এই কৃতি ছাত্রী৷
ম্যাকনের জেভিএম শ্যামলী স্কুলের ছাত্রী জসসিমরন৷ আর্টসে এমন অসাধারণ নম্বর পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করেছেন তিনি৷ সবচেয়ে বেশি ভরসা রেখেছিলেন NCERT বইগুলির ওপর৷ বারবার এই বইগুলিকেই রিভাইজ করেছেন, মকটেস্ট দিয়েছেন৷
advertisement
Check : ডব্লিউবি মাধ্যমিক 10 তম ফলাফল 2023
সেইসঙ্গে অভ্যাস করেছেন উত্তর লেখার৷ কঠোর পরিশ্রম, নিষ্ঠার পাশাপাশি জসসিমরনের মতে সাফল্যের জন্য ধারাবাহিকতাও খুবই গুরুত্বপূর্ণ৷ স্কুল থেকে বাড়ি ফিরেই আবার লেখাপড়ায় মনোনিবেশ করতেন তিনি৷ ফাঁকি দেওয়া তার ধাতে ছিল না৷ প্রতিদিন ৬-৭ ঘন্টা পড়াশোনা করতেন জসসিমরন৷
advertisement
দ্বাদশ শ্রেণিতে দুর্দান্ত ফল হয়েছে ঠিকই, তবে তা নিয়ে খুব বেশি ভাবিত নন জসসিমরন৷ তাঁর লক্ষ্য আরও বড়ো৷ ভবিষ্যতে আইএএস অফিসার হতে চান এই কৃতি ছাত্রী৷ ইউপিএসসি মতো কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে চাই কঠোর অধ্যাবসায়৷ পরবর্তীতে ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিতে চান তিনি৷ আইএএস হওয়ার লক্ষ্যে তাঁর অনুপ্রেরণা আইএএস অফিসার সৃষ্টি জয়ন্তী দেশমুখ৷ সেই পরীক্ষা সম্পর্কে বলা প্রধানমন্ত্রীর কথাগুলিও তাঁকে খুব উদ্বুদ্ধ করছে৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 13, 2023 8:57 PM IST