CBSE Exam Question Pattern: এই শিক্ষাবর্ষেই আমূল বদলে যাবে প্রশ্নের ধরন! CBSE পড়ুয়াদের জন্য বিরাট খবর

Last Updated:

এই শিক্ষাবর্ষ থেকেই প্রশ্নপত্রে বিরাট বদল আনতে চলেছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে অর্থাৎ CBSE৷ ২০২৪ সালের দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষাতেই প্রশ্নপত্রে এই নতুন প্যাটার্ন আসতে চলেছে৷

 এই শিক্ষাবর্ষেই আমূল বদলে যাবে প্রশ্নের ধরন! CBSE পড়ুয়াদের জন্য বিরাট খবর
এই শিক্ষাবর্ষেই আমূল বদলে যাবে প্রশ্নের ধরন! CBSE পড়ুয়াদের জন্য বিরাট খবর
এই শিক্ষাবর্ষ থেকেই প্রশ্নপত্রে বিরাট বদল আনতে চলেছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে অর্থাৎ CBSE৷ ২০২৪ সালের দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষাতেই প্রশ্নপত্রে এই নতুন প্যাটার্ন আসতে চলেছে৷ দীর্ঘ উত্তরের বদলে বেশি করে জোর দেওয়া হবে এমসিকিউয়ের ওপর৷ জাতীয় শিক্ষানীতির পথ অনুসরণ করেই এই পদক্ষেপ গ্রহণ করছে সিবিএইই বোর্ড৷
কী কী বদল আসতে চলেছে তা নিয়ে নীচে বিস্তারিত আলোচনা করা হল
নয়া প্যাটার্নের এই প্রশ্নমালাতে সংক্ষিপ্ত এবং দীর্ঘ উত্তরের জন্য বরাদ্দ নম্বর কমানো হবে৷ অন্যদিকে এমসিকিউ বা বহুনির্বাচনী প্রশ্নের নম্বর বাড়ানো হবে৷ যদিও ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকেই প্রশ্নপত্রে এমসিকিউয়ের ওপর জোর দেওয়ার কাজ শুরু হয়েছে৷ তবে, ২০২৪-এ তা আরও খানিকটা বাড়ানো হবে৷ এমসিকিউ সঠিক ভাবে করতে গেলে পড়ুয়াদের বিষয়ের আরও গভীরে গিয়ে পড়াশোনা করতে হবে৷
advertisement
advertisement
Check : ডব্লিউবি মাধ্যমিক 10 তম ফলাফল 2023
সংবাদসংস্থা পিটিআইয়ের এক রিপোর্টে থেকে জানা যাচ্ছে, ২০২৪ সালের বোর্ড পরীক্ষা থেকে জাতীয় শিক্ষাক্রম কাঠামো অনুযায়ী পরীক্ষার প্যাটার্ন সংস্কার করা হবে৷ রিপোর্টে প্রশ্নের ধরণ নিয়েও বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে৷
দশম শ্রেণিতে কেস ভিত্তিক এমসিকিউ প্রশ্নের ভাগ ৪০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করা হবে৷ প্রশ্নপত্রে অবজেকটিভ প্রশ্নের জন্য বরাদ্দ থাকবে ২০ শতাংশ নম্বর৷ অবজেকটিভ সেকশনেও এমসিকিউয়ের মতোই প্রশ্ন থাকবে। গত শিক্ষাবর্ষে দীর্ঘ উত্তরের জন্য ৪০ শতাংশ নম্বর বরাদ্দ ছিল৷ এ বছর তা ১০ শতাংশ কমানো হয়েছে৷ নতুন প্যাটার্ন অনুযায়ী, দীর্ঘ উত্তরের প্রশ্নের ভাগ থাকবে ৩০ শতাংশ৷
advertisement
দ্বাদশ শ্রেণির ক্ষেত্রেও কেস ভিত্তিক এমসিকিউ প্রশ্নের ভাগ ৩০ শতাংশ থেকে বাড়িয়ে ৪০ শতাংশ করা হবে৷ দশম শ্রেণির মতোই দ্বাদশেও অবজেকটিভ সেকশনে এমসিকিউ-এর মতোই প্রশ্ন থাকবে, যেখানে বরাদ্দ নম্বর ২০ শতাংশ৷ অন্যদিকে দীর্ঘ উত্তরের প্রশ্নের ভাগ থাকবে ৪০ শতাংশ৷ আগের শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণিতে দীর্ঘ উত্তরের জন্য বরাদ্দ ছিল ৫০ শতাংশ নম্বর৷
advertisement
প্রশ্নের প্যাটার্ন বদল নিয়ে সিবিএসইয়ের ডিরেক্টর জোসেফ ইমানুয়েল জানালেন, শিশুদের মধ্যে সৃজনশীল এবং সমালোচনামূলক চিন্তাভাবনার ক্ষমতা বিকাশের উপর জোর দেওয়া হয়েছে জাতীয় শিক্ষা নীতিতে৷ তাই পড়ুয়াদের বিষয়ের আরও গভীরে গিয়ে পড়াশোনা করতে হবে৷ সঙ্গে বাস্তবমুখী পড়াশোনার ওপর জোর দিতে হবে৷ বর্তমান সময়ের নতুন নতুন চ্যালেঞ্জের জন্য কচিকাঁচাদের প্রস্তুত করতেই প্রশ্নপত্রের প্যাটার্নে এই বদল আনছে সিবিএসই
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
CBSE Exam Question Pattern: এই শিক্ষাবর্ষেই আমূল বদলে যাবে প্রশ্নের ধরন! CBSE পড়ুয়াদের জন্য বিরাট খবর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement