Recruitment: শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে প্রজেক্ট অ্যাসোসিয়েট নিয়োগ, আজই আবেদন করুন
- Published by:Debalina Datta
Last Updated:
CSIR NIIST Recruitment 2021: প্রার্থীরা আগামী ২২ নভেম্বর, ২০২১ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনপত্র জমা দিতে হবে অনলাইনে।
#তিরুবনন্তপুরম: সম্প্রতি সিএসআইআর- ন্যাশনাল ইনস্টিটিউট ফর ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স এবং টেকনোলজির (CSIR-National Institute For Interdisciplinary Science And Technology) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে প্রজেক্ট অ্যাসোসিয়েট (Project Associate) পদে নিয়োগের (Recruitment) জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা সিএসআইআর- এনআইআইসটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
CSIR NIIST Recruitment 2021: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীরা আগামী ২২ নভেম্বর, ২০২১ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনপত্র জমা দিতে হবে অনলাইনে। অন্য কোনও সূত্র মারফত প্রেরিত আবেদনপত্র গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়ীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
সরাসরি আবেদনের লিঙ্ক- https://www.niist.res.in/english/wp-content/files/DETAILED_ADVERTISEMENT_PA122021.pdf
advertisement
CSIR NIIST Recruitment 2021: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে এখনএ পর্যন্ত মোট ৭টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
প্রজেক্ট অ্যাসোসিয়েট: ৬টি পদ
সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট: ১টি পদ
advertisement
CSIR NIIST Recruitment 2021: নির্বাচন পদ্ধতি
উল্লিখিত পদের জন্য প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউয়ের স্থান, সময় ও নির্দিষ্ট দিন অফিসিয়াল ওয়েবসাইটের www.niist.res.in মাধ্যমে পরবর্তীতে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। নিয়োগের ক্ষেত্রে বিভাগের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: সিএসআইআর- ন্যাশনাল ইনস্টিটিউট ফর ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স এবং টেকনোলজি (CSIR NIIST)
পদের নাম: প্রজেক্ট অ্যাসোসিয়েট
শূন্যপদের সংখ্যা: ৭
কাজের স্থান: তিরুবনন্তপুরম
কাজের ধরন: গবেষণা সংক্রান্ত
নির্বাচন পদ্ধতি: ইন্টারভিউ
আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি
বেতনক্রম: কিছু জানানো হয়নি
advertisement
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ দিন: ২২.১১.২০২১
CSIR NIIST Recruitment 2021: বিশেষ ঘোষণা
প্রজেক্টের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত প্রার্থীদের প্রজেক্ট অ্যাসোসিয়েট পদে নিয়োগ করা হবে।
CSIR NIIST Recruitment 2021: আবেদন পদ্ধতি
স্টেপ-১ প্রথমে সিএসআইআর- এনআইআইসটির অফিসিয়াল ওয়েবসাইটে niist.res.in যেতে হবে।
স্টেপ-২ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট ও সার্টিফিকেট সহ আবেদনপত্রটি পূরণ করতে হবে।
advertisement
স্টেপ-৩ ‘সাবমিট’ অপশনে ক্লিক করে আবেদনপত্র জমা করতে হবে।
স্টেপ-৫ আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে প্রার্থীরা ভবিষ্যতের সুবিধার্থে ফর্মের এক কপি প্রিন্ট করিয়ে রাখতে পারেন।
Location :
First Published :
November 19, 2021 11:54 AM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Recruitment: শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে প্রজেক্ট অ্যাসোসিয়েট নিয়োগ, আজই আবেদন করুন