Job Vacancy: পাবলিক সার্ভিস কমিশনের মেইন পরীক্ষার আবেদনপত্র গ্রহণ শুরু, রইল সব তথ্য
- Published by:Debalina Datta
Last Updated:
APSC CCE Main Registration 2021: বিশদে জানতে প্রার্থীরা অসম পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে apsc.nic.in গিয়ে খোঁজ নিতে পারেন।
#গুয়াহাটি: সম্প্রতি অসম পাবলিক সার্ভিস কমিশনের (Assam Public Service Commission) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে এপিএসসি সিসিই (APSC CCE) ২০২১ পরীক্ষার (মেইন) জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা অসম পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে apsc.nic.in গিয়ে খোঁজ নিতে পারেন। চাকরির (Job) ভ্যাকেন্সির (Vacancy) প্রথম পদক্ষেপ এই ধরণের পরীক্ষা৷
APSC CCE Main Registration 2021: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৬ নভম্বর থেকে। প্রার্থীদের আগামী ১ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে। আবেদন করতে হবে অনলাইনে। অনলাইন ছাড়া অন্য কোনও সূত্র মারফ প্রেরিত আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই apsc.nic.in আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে প্রার্থীদের তা নির্দিষ্ট নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
এক নজরে পরীক্ষা সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: অসম পাবলিক সার্ভিস কমিশন (Assam Public Service Commission)
পরীক্ষার নাম: এপিএসসি সিসিই (APSC CCE)
শূন্যপদের সংখ্যা: কিছু জানানো হয়নি
কাজের স্থান: অসম
advertisement
কাজের ধরন: পরীক্ষা সংক্রান্ত
নির্বাচন পদ্ধতি: লিখিত পরীক্ষা
আবেদন প্রক্রিয়া শুরু: ১৬.১১.২০২১
শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ দিন: ০১.১২.২০২১
advertisement
APSC CCE Main Registration 2021: আবেদন পদ্ধতি
স্টেপ-১ প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে apsc.nic.in গিয়ে APSC-র রিক্রুটমেন্ট পোর্টালে ক্লিক করতে হবে।
স্টেপ-২ লগ ইন-এ ক্লিক করে সমস্ত তথ্য পূরণ করে সাবমিট করতে হবে।
স্টেপ-৩ এবারে আবেদনপত্রটি পূরণ করে উপযুক্ত প্রমাণপত্র ও ডকুমেন্ট সহ জমা করতে হবে।
স্টেপ-৪ আবেদন ফি জমা করতে হবে।
advertisement
স্টেপ-৫ আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে প্রার্থীরা ভবিষ্যতের সুবিধার্থে ফর্মের এক কপি প্রিন্ট করিয়ে রাখতে পারেন।
APSC CCE Main Registration 2021: বিশেষ ঘোষণা
কমিশন শুধুমাত্র গুয়াহাটি কেন্দ্রে অস্থায়ীভাবে জানুয়ারি মাসে পরীক্ষা (২০২০) পরিচালনা করবে। গৌহাটি হাই কোর্ট দ্বারা পাস করা ফলাফল বা পরবর্তী আদেশের উপর নির্ভর করে সঠিক পরীক্ষার তারিখ যথাসময়ে জানানো হবে।
advertisement
প্রার্থীদের পেপার এ-এর জন্য অহমিয়া/বাংলা/বোড়ো থেকে যে কোনও একটি ভাষা বেছে নিতে হবে। যে প্রার্থীরা ইতিমধ্যেই প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাঁরাই মূল পরীক্ষায় বসার যোগ্য।
Location :
First Published :
November 19, 2021 11:32 AM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Job Vacancy: পাবলিক সার্ভিস কমিশনের মেইন পরীক্ষার আবেদনপত্র গ্রহণ শুরু, রইল সব তথ্য