East Bardhaman News: আইনের জগতে পা রাখার সুযোগ, বিএএলএলবি কোর্সে ভর্তি নিচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়... বিশদে জানুন
- Published by:Rachana Majumder
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
বর্তমানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে Amex Law College এ মোট আসন সংখ্যা ৬০টি, এবং Bengal Law College এ রয়েছে ৮০টি আসন। আবেদনকারীদের প্রথমে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে ‘হোমপেজ’ এ থাকা নির্দিষ্ট লিংক থেকে ভর্তির বিজ্ঞপ্তিটি ভালভাবে পড়ে নিতে হবে।
বর্ধমান বিশ্ববিদ্যালয়, বনোয়ারীলাল চৌধুরী: আইনজীবী হওয়ার স্বপ্ন দেখা বহু ছাত্রছাত্রীর জন্য দারুণ এক সুযোগ নিয়ে এল বর্ধমান বিশ্ববিদ্যালয়। ২০২৫-২০৩০ শিক্ষাবর্ষে পাঁচ বছর মেয়াদি বিএএলএলবি (অনার্স) কোর্সে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের সরকারি ওয়েবসাইটে (www.buruniv.ac.in) এই সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা আপলোড করা হয়েছে। এই কোর্সে ভর্তি নেওয়া হবে বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ স্বীকৃত ল- কলেজগুলিতে। যারা উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ এবং আইনের জগতে যুক্তি-তর্ক, আদালতের পরিবেশ, বিচারব্যবস্থা ও আইন পেশায় কেরিয়ার গড়তে আগ্রহী, তাঁদের জন্য এই কোর্স অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই কোর্সে ভর্তির জন্য প্রার্থীকে অবশ্যই যে কোনও স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর-সহ দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। আবেদনকারীদের জন্য কোনও বয়সের সীমা নির্ধারিত হয়নি। ইচ্ছুক যে কেউ, যাঁরা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা পূরণ করেছেন তাঁরা আবেদন করতে পারবেন। তবে ভর্তি হতে গেলে প্রত্যেককেই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রবেশিকা পরীক্ষায় বসতে হবে এবং তাতেই উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক।
advertisement
advertisement
বর্তমানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে Amex Law College এ মোট আসন সংখ্যা ৬০টি, এবং Bengal Law College এ রয়েছে ৮০টি আসন। আবেদনকারীদের প্রথমে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে ‘হোমপেজ’ এ থাকা নির্দিষ্ট লিংক থেকে ভর্তির বিজ্ঞপ্তিটি ভালভাবে পড়ে নিতে হবে। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৮ আগস্ট, ২০২৫। এই সময়সীমার পর আর কোনও আবেদন গৃহীত হবে না বলে স্পষ্ট জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। প্রবেশিকা পরীক্ষা, আসন বণ্টন, সংরক্ষণের নিয়ম, মেধা তালিকা প্রকাশ ও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নিয়মিত আপডেট করা হবে। ফলে আগ্রহী প্রার্থীদের পরামর্শ দেওয়া হয়েছে, নির্ধারিত সময় অন্তর ওয়েবসাইটটি দেখতে ও তথ্য অনুসরণ করতে। বিস্তারিত জানার জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটি দেখে নেওয়া প্রয়োজন।
view commentsLocation :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 08, 2025 3:21 PM IST