Bihar Board 12th Result 2022: প্রকাশিত বিহার বোর্ডের দ্বাদশ শ্রেণির ফলাফল, ৯৬.৪% নম্বর পেয়ে কলাবিভাগে প্রথম সঙ্গম রাজ
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
BSEB 12th result 2022: এবছর উত্তীর্ণের হার ৮০.১৫%।
#বিহার: দ্রুততম ফল প্রকাশ (Bihar Board 12th Result 2022) করল বিহার স্কুল পরীক্ষা বোর্ড (Bihar School Examination Board)। এই নিয়ে টানা চতুর্থবার রেকর্ড সময়ে দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল ঘোষণা করল বোর্ড (Bihar Board 12th Result 2022)। ১৩.৪৬ লক্ষেরও বেশি পরীক্ষার্থী বিজ্ঞান, বাণিজ্য এবং কলা বিভাগের পরীক্ষায় বসেছিল এই বছর। এবছর উত্তীর্ণের হার ৮০.১৫%। শুধু দ্রুততম নয়, বিহার বোর্ডের সেরা ফলাফলগুলির মধ্যে অন্যতম এবছরের রেজাল্ট। কলা বিভাগে ৭৯.৫৩ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। বাণিজ্যে পাসের হার ৯০.৩৮ শতাংশ এবং বিজ্ঞান বিভাগে পাসের হার ৮৩.৭০ শতাংশ।
দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগে (Bihar Board 12th Result Science Result 2022) এবছর পরীক্ষায় বসেছিল ৫,৬৭,৪৭৩ জন পরীক্ষার্থী, যার মধ্যে উত্তীর্ণ (Bihar Board 12th Result 2022) ৪,৫২,৯০৩ জন। বাণিজ্য বিভাগে ফলাফল (Bihar Board 12th Commerce Result 2022) গত চার বছরের তুলনায় এবছরই সবচেয়ে খারাপ। বোর্ড পরীক্ষায় অংশ নেওয়া ৬০,৬৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৪,৮৯৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। গত বছর বাণিজ্য বিভাগে পাসের হার ছিল ৯১.৪৮%। ২০২০ সালে, ৯৩.২৬% এবং ২০১৯ সালে ৯৩.০২% পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছিল। দ্বাদশ শ্রেণির কলাবিভাগে (Bihar Board 12th Arts Result) উত্তীর্ণের হার এবছর ৭৯.৫৩ শতাংশ। গত বছরের ৭৭.৯৭ শতাংশ থেকে সামান্য বেড়েছে পাসের হার।
advertisement
advertisement
মোট ৪,৫২,১৭১ পরীক্ষার্থী প্রথম বিভাগে উত্তীর্ণ (Bihar Board 12th Result 2022) হয়েছেন। ৫,১০,৮৩১ জন পরীক্ষার্থী দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছেন। তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে ৯৯,৫৫০ জন। ৪৮২ নম্বর (৯৬.৪০%) পেয়ে রাজ্যে প্রথম স্থান অর্জন করেছেন সঙ্গম রাজ। তারপরেই রয়েছেন অঙ্কিত কুমার গুপ্ত, প্রাপ্ত নম্বর ৪৭৩ (৯৪.৬০%)। তৃতীয় হয়েছেন সৌরভ কুমার, প্রাপ্ত নম্বর ৪৭২ (৯৪.৪০%)।
advertisement
কীভাবে জানবেন নিজের ফলাফল?
বিহার বোর্ডের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান, বাণিজ্য এবং কলা বিভাগের ফলাফল (Bihar Board 12th Result 2022) বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট, biharboardonline.bihar.gov.in এবং onlinebseb.in-এ দেখা যাবে।
কলা বিভাগে প্রথম : সঙ্গম রাজ - ৯৬.৪%
advertisement
বাণিজ্য বিভাগে প্রথম : অঙ্কিত কুমার গুপ্ত - ৯৪.৬%
বিজ্ঞান বিভাগে প্রথম : সৌরভ কুমার – ৯৪.৪%
Location :
First Published :
March 16, 2022 5:56 PM IST