Lockdown in Schools: করোনার জেরে উগান্ডার পরে একমাত্র ভারতেই দীর্ঘকাল ধরে বন্ধ স্কুলে পঠনপাঠন! জানাল ইউনেসকো

Last Updated:

School Re Opening: ইউনেসকোর প্রতিবেদন অনুযায়ী, উগান্ডার পরে ভারতই হল সেই দেশ যেখানে এত দীর্ঘকাল ধরে স্কুলে পঠনপাঠন বন্ধ রাখা হয়েছে।

#নয়াদিল্লি: কোভিড সংক্রমণের (Covid Pandemic) জেরে প্রায় প্রায় দু’বছর বন্ধ (Lockdown in Schools) রাখা হয়েছে এ দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলি। উগান্ডার পরে ভারতেই একমাত্র এত দীর্ঘকাল ধরে বন্ধ ছিল স্কুলের পঠনপাঠন। লোকসভায় ইউনেসকোর (UNESCO) একটি প্রতিবেদনের উল্লেখ করে জানান শিক্ষা প্রতিমন্ত্রী অন্নপূর্ণা দেবী। কোভিড অতিমারী ঠেকাতে ভারত সহ বিশ্বের অধিকাংশ জায়গাতেই লকডাউন ঘোষণা করা হয়। ধীরে ধীরে সব স্বাভাবিক হলেও স্কুল (Lockdown in Schools) খোলা নিয়ে সেভাবে পদক্ষেপ করেনি সরকার।
ইউনেসকোর প্রতিবেদন অনুযায়ী, উগান্ডার পরে ভারতই হল সেই দেশ যেখানে এত দীর্ঘকাল ধরে স্কুলে পঠনপাঠন বন্ধ রাখা হয়েছে। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে এই সমীক্ষা করা হয়েছে। কোভিড-১৯ সংক্রমণ ঠেকাতে বিশ্বজুড়েই অন্য সমস্ত কিছুর পাশাপাশি বন্ধ (Lockdown in Schools) রাখা হয়েছিল শিক্ষাপ্রতিষ্ঠানও।
advertisement
advertisement
২০২০ সালের সেপ্টেম্বরে স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছিল যে, রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলগুলি কোভিড স্বাস্থ্যবিধি মাথায় রেখে এবং সংশ্লিষ্ট সমস্ত কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আবার স্কুল খোলার বিষয়ে ভাবনাচিন্তা করতে পারে। “ভয়ঙ্কর কোভিড-১৯ সংক্রমণের কারণে দেশে এবং বাইরেও স্কুল কলেজ বন্ধ (Lockdown in Schools) থাকায় শিক্ষাব্যবস্থার বিপুল ক্ষতি হয়েছে। এই সংকটের মুখে পড়ে শিক্ষার সঙ্গে পড়ুয়াদের যোগাযোগ টিকিয়ে রাখতে রাজ্য, কেন্দ্র এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে অনলাইন শিক্ষার (Online Education) উপর জোর দিতেই হয়েছিল,” বলেন মন্ত্রী।
advertisement
তিনি আরও জানান, যে যে অঞ্চলে ডিজিটাল সুযোগসুবিধা যেমন মোবাইল ফোন বা ইন্টারনেট পরিষেবা উপলব্ধ ছিল না সেখানে সরকার কমিউনিটি রেডিওর মাধ্যমে বা সিবিএসইর পডকাস্ট শিক্ষাবাণীর মধ্য দিয়ে শিক্ষাপ্রদানে নানাবিধ ব্যবস্থা গ্রহণ করেছিল শিক্ষা দফতর। পড়ুয়াদের টেক্সট বই বা কর্মপত্রও প্রদান করা হয়েছিল। অন্নপূর্ণার বক্তব্য, “যে যে জায়গায় অনলাইন শিক্ষার সুবিধা নেই, সেই সব প্রান্তিক অঞ্চলে মোবাইল স্কুল, ভার্চুয়াল স্টুডিও, ভার্চুয়াল ক্লাসরুম, কন্টিনিউয়াস লার্নিং প্ল্যান, ট্যাবলেট দেওয়ার খাতে 'সমগ্র শিক্ষা' প্রকল্পের তহবিল ব্যবহার করা হয়েছে।” অন্নপূর্ণা দেবী বলেন, “২০২২-২০২৩ সালের কেন্দ্রীয় বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ বাড়িয়ে হয়েছে ১,০৪,২৭৮ কোটি টাকা, যা গতবারের তুলনায় ১২ শতাংশ বেশি।”
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Lockdown in Schools: করোনার জেরে উগান্ডার পরে একমাত্র ভারতেই দীর্ঘকাল ধরে বন্ধ স্কুলে পঠনপাঠন! জানাল ইউনেসকো
Next Article
advertisement
Saudi Arabia Bus Accident: মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, সৌদি আরবে মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ অনেকে
মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ বহু
  • সৌদি আরবের মদিনায় ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • অন্তত ৪২ জন ভারতীয়ের মৃত্যুর আশঙ্কা৷

  • মক্কা থেকে মদিনা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে তীর্থযাত্রীরা৷

VIEW MORE
advertisement
advertisement