Job Alert: আইআইটি খড়্গপুরে গবেষণা সংক্রান্ত কাজের সুযোগ, এখনই আবেদন জানান 

Last Updated:

Job Alert: চাকরি খুঁজছেন? আপনার কি পিএইচডি ডিগ্রি, কিংবা পোস্ট গ্রাজুয়েটে ফার্স্ট ক্লাস ডিগ্রি রয়েছে? তবে আপনার জন্য আইআইটি খড়্গপুরে রয়েছে গবেষণা সংক্রান্ত কাজের সুযোগ। মোটা অংকের বেতনের এই চাকরি হাতছাড়া করবেন না।

আইআইটি খড়গপুর 
আইআইটি খড়গপুর 
পশ্চিম মেদিনীপুর: চাকরি খুঁজছেন? আপনার কি পিএইচডি ডিগ্রি, কিংবা পোস্ট গ্রাজুয়েটে ফার্স্ট ক্লাস ডিগ্রি রয়েছে? তবে আপনার জন্য আইআইটি খড়্গপুরে রয়েছে গবেষণা সংক্রান্ত কাজের সুযোগ। মোটা অংকের বেতনের এই চাকরি হাতছাড়া করবেন না। প্রযুক্তিবিদ্যার প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি আইআইটি খড়্গপুরে রয়েছে গবেষণা সংক্রান্ত বিশেষ কাজের সুযোগ। অনলাইন মাধ্যমে আবেদন জানাতে পারেন এই বিশেষ পদের জন্য। ইতিমধ্যেই আইআইটি খড়্গপুরের অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করেছে কর্তৃপক্ষ।
আরও পড়ুনঃ ২৫,৩০০ চাকরি হারানোর মাঝেই গরমের ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর! লক্ষ পড়ুয়ার জন্য বড় খবর, কবে থেকে গরমের ছুটি?
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রযুক্তিবিদ্যার প্রতিষ্ঠান আইআইটি খড়্গপুরে প্রজেক্ট রিসার্চ সাইন্টিস্ট গ্রেড থ্রি পদের জন্য একজন কর্মী নিয়োগ করবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, খড়গপুর। অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক‍্যাল রিসার্চ বা আই সি এম আর এর আর্থিক সহযোগিতায় Evaluation of FTIR as ultrafast and ultrasensitive modality for diagnosis of causative organisms in bacterial sepsis and detecting antimicrobial resistance(UOD) বিশেষ প্রকল্পে কাজের জন্য কর্মী নিয়োগ করা হবে।
advertisement
জানা গিয়েছে, একটি মাত্র পদে নিযুক্ত কর্মীকে মাসিক ৭৮ হাজার টাকা সাম্মানিক দেওয়া হবে। যেখানে আবেদনকারীকে, তিন বছরের অভিজ্ঞতা অথবা পিএইচডি ডিগ্রির সঙ্গে ফার্স্ট ক্লাস post graduate degree থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট বিষয়ে থাকতে হবে অভিজ্ঞতা। তবেই আবেদন জানানো যাবে এই পদের জন্য। সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে আবেদন জানাতে হবে এ বিশেষ পদের জন্য।
advertisement
advertisement
নিযুক্ত ব্যক্তিকে প্রতিমাসে ৭৮ হাজার টাকা বেতন দেওয়া হবে। আবেদনকারীকে আবেদনের সময় আবেদন মূল্য বাবদ ১০০ টাকা জমা দিতে হবে। ৭ এপ্রিল ২০২৫ এর মধ্যে আবেদন জানানো যাবে। আবেদন জানাতে গেলে প্রথমে আইআইটি খড়্গপুরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে টেম্পোরারি জব পজিশনে গিয়ে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি থেকে আবেদন জানাতে হবে। বিশদে জানতে আইআইটি খড়্গপুরের ওয়েবসাইটে ভালোভাবে দেখতে পারেন।
advertisement
রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Job Alert: আইআইটি খড়্গপুরে গবেষণা সংক্রান্ত কাজের সুযোগ, এখনই আবেদন জানান 
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement