Anupam Roy on WBJEE 2025 Result: 'শুধু ভাবি ছাত্র-ছাত্রীদের দুর্দশার কথা', পরীক্ষার ২ মাস কাটলেও রাজ্য জয়েন্টের ফলপ্রকাশ হয়নি! প্রশ্ন তুললেন অনুপম রায়

Last Updated:

Anupam Roy on WBJEE 2025 Result: পরীক্ষার পর প্রায় দু'মাসেরও বেশি সময় কেটেছে। কিন্তু এখনও রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়নি। প্রশ্ন তুললেন, বাংলার জনপ্রিয় গায়ক-সুরকার-সঙ্গীত পরিচালক অনুপম রায়।

জয়েন্টের ফলপ্রকাশ নিয়ে প্রশ্ন অনুপমের
জয়েন্টের ফলপ্রকাশ নিয়ে প্রশ্ন অনুপমের
কলকাতা: পরীক্ষার পর প্রায় দু’মাসেরও বেশি সময় কেটেছে। কিন্তু এখনও রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়নি। রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট কবে বের হবে? কবে ভবিষ্যতের ইঞ্জিনিয়াররা ভর্তি হবেন, সিলেবাস শেষ করবেন? প্রশ্ন তুললেন, বাংলার জনপ্রিয় গায়ক-সুরকার-সঙ্গীত পরিচালক অনুপম রায়।
অনুপম নিজেও একজন ইঞ্জিনিয়ার। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পড়েছেন। পরবর্তীতে ইঞ্জিনিয়ারিংয়ের পেশা থেকে সরে এসে গানবাজনা নিয়ে রয়েছেন। বাংলা ও হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতেও অত্যন্ত জনপ্রিয় অনুপমের গান। রাজ্যের জয়েন্টের ফলাফল এতদিন না প্রকাশ হওয়ায় তাঁর মনে প্রশ্ন জেগেছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য চিন্তিত অনুপম রায়।
advertisement
advertisement
সোশ্যাল মিডিয়ায় অনুপম লিখেছেন, ‘সাধারণত জুলাই মাস থেকে বাংলাতে ইঞ্জিনিয়ারিং-এর নতুন ব‍্যাচের ক্লাস শুরু হয়ে যায়। এ বছর WBJEE রেজাল্ট এখনও বেরোয়নি। শুধু ভাবি ছাত্র-ছাত্রীদের দুর্দশার কথা। দ্রুত ফলাফল বের করা হোক।’
advertisement
আরও পড়ুন: আদালতের নির্দেশের পরই এসএসসিতে আবেদনে তৎপরতা ‘যোগ্য’ শিক্ষকদের, তবে পরীক্ষায় বসবেন কি?
এ বছরের পরীক্ষাটি গত ২৭ এপ্রিল, ২০২৫-এ দুটি শিফটে অনুষ্ঠিত হয়েছিল। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন বোর্ডের (WBJEEB) দ্বারা পরিচালিত WBJEE 2025 পরীক্ষার ফল শীঘ্রই প্রকাশিত হতে চলেছে বলে জানানো হয়েছে। যে সকল ছাত্রছাত্রীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন, তাঁরা অধীর আগ্রহে ফলের জন্য অপেক্ষা করছেন।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Anupam Roy on WBJEE 2025 Result: 'শুধু ভাবি ছাত্র-ছাত্রীদের দুর্দশার কথা', পরীক্ষার ২ মাস কাটলেও রাজ্য জয়েন্টের ফলপ্রকাশ হয়নি! প্রশ্ন তুললেন অনুপম রায়
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement